তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর দুবলহাটীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ কার্যক্রম শুরুকরা হয়েছে।
নওগাঁর দুবলহাটীতে ব্যতিক্রমভাবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জিআর (অর্থ) ও ভিজিএফ (অর্থ) দু:স্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরন করা হচ্ছে।
দুবলহাটী ইউনিয়নের ১হাজার ৭শত ৪৮ জন মানুষকে ৪৫০ টাকা ৫০০ জনকে ৫০০ টাকা করে উপহার প্রদান করা হচ্ছে।
জানা যায় দুবলহাটী ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় এবং নিজে ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে অতিদরিদ্রদের বাছাই করে তালিকা তৈরির মাধ্যমে নিজ হাতে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন করেন ।
প্রথমে ১নং গয়েরপাড়া,পিরোজপুর ওয়ার্ড থেকে শুরুকরে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে এ উপহার বিতরন করা হয়। দুবলহাটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ী একটি খামার এর প্রকল্প অফিসার মো: আজিজুল হক, দুবলহাটী ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুল আজিজ ইউপি সচিব মো: মাসুদ রানা, সংবাদকর্মী তৌফিক তাপস, ইউপি সদস্য আজিজুল মোল্ল্যা, উদ্যোক্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম সাব্বির হোসেন প্রমুখ।
এবিষয়ে উপহার পাওয়া বৃদ্ধা রাবেয়া বেওয়া বলেন “কাছে কোন টাকা পয়সা ছিলনা ঈদ ক্যামুন করে কাটপে বুজাপারুচনুনা না অ্যাজকা ৫০০ ট্যাকা পানু লাচ্চা-চিনি কিনা পারমু।”
এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষরা যেন ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজের তহবিল থেকে এই উপহার পাঠিয়েছেন। আমরা সেই উপহারগুলো প্রকৃত প্রাপ্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।