Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারীসহ আটক ৫

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারী সহ ৫ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিম(২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ(২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু(৪৫), হানিফের মেয়ে সেলিনা(৩৮) ও রফিকের মেয়ে আয়শা(৩২) কে আটক করে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মে ) সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার এই তথ্য জানান। তিনি আরও জানান পুলক কুমার কুন্ডুর অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার দুপুর ১২টায় এক্সিম ব্যাংক নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকা ৪ টি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে দুই পকেটে রাখে এবং পূর্বালী ব্যাংকে টাকা গুলো জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হলে শহরের বাটার মোড় ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে ভীড়ের মধ্যে ধাক্কা দিয়ে প্যানটের ডান পকেট থেকে কৌশলে নগত ৫০ হাজার টাকা চুরি করে নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুরাইয়া খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান প্রমুখ সহ বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নওগাঁয় কোদাল দিয়ে মামাকে জবাই; ২৪ ঘন্টায় রহস্য উন্মোচন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় এক কৃষককে গলাকেটে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ। এঘটনায় নয়ন (১৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। নয়ন সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের মৃত নরেন এর ছেলে। এসময় আলামত হিসেবে একটি কোদাল জব্দ করা হয়েছে। নিহত অরুণ সাহানা (৫৪) একই গ্রামের মৃত রুপচান এর ছেলে। আটক নয়ন নিহতের সম্পর্কে আপন ভাগ্নে। গত মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অরুন সাহানা কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করত। গত ১ মে তিনি রাতের খাওয়া শেষ করেন। এরপর রাত ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিম দিকে গ্রামের ভরি নামে এক ব্যক্তির খলিয়ানে কেটে রাখা ধান পাহারা দেওয়ার জন্য যান। পরদিন রোববার (২মে) সকাল সাড়ে ৫টার দিকে স্ত্রী রেবতী স্বামীকে ডাকার জন্য যান। সেখানে গিয়ে তিনি স্বামীর গলা কাটা রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাবলু কুমার ওরুফে পুলক ওইদিনই বাদী হয়ে ধারা-৩০২/৩৪ পেনাল কোডে মামলা করেন।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচনের নির্দেশনা দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একেএম মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, মামলা তদন্তকারি অফিসার পুলিশ পরিদর্শক মাহবুব আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল বিন আহসান, উপপরিদর্শক (এসআই) নাজমুল জান্নাত শাহ ও উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত অরুণ সাহানার ভাগ্নে নয়ন কে ৩ মে এলাকা থেকে আটক এবং হত্যা কান্ডে ব্যবহৃত একটি কোদাল আলামত হিসেবে জব্দ করা হয়। মঙ্গলবার (৪মে) তাকে আদালতে সোর্পদ করা হয় এবং ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জানা গেছে, নয়ন ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। পড়াশুনা ঠিকমতো করতো না। খরের পালায় আগুন দেয়া ও বাড়িতে ঢিল ছোড়ত। এসব কারণে তাকে চর থাপ্পড় দিয়ে মামা অরুণ সাহানা কিছু দিন শাসন করেছিল। সবমিলিয়ে মামার উপর ক্ষিপ্ত ছিল নয়ন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নয়নকে আটক করা হয়। আদালতে দেয়া নয়নের জবানবন্দিতে জানা যায়, তার মামা অরুণ সাহানার সঙ্গে পূর্বে মারধর ও ধান মাড়াইয়ের কাজে বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১২টার দিকে খলিয়ানে ঘুমন্ত অবস্থায় তার মামাকে কোদাল দিয়ে গলা কেটে হত্যা করে। ২৪ ঘন্টার মধ্যেই আমরা হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি।

নওগাঁয় লেবুর চাহিদা বাড়ায় ভালো দামে খুশি চাষিরা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : এবার করোনা ও রমজানে লেবুর চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। লেবুর বাগান করে আর্থিক লাভবান হওয়ায় নওগাঁ সদরে এগিয়ে এসেছেন শিক্ষিত যুবকসহ অনেকে। বাণিজ্যিকভাবে লাভবান হয় এমন ফসল চাষাবাদে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগও।
ছড়িয়ে থাকা ডালপালার থোকায় থোকায় ঝুঁলছে লেবু। প্রাকৃতিক বালাই তেমন না থাকায় এবার লেবুগাছে ফুল ফোটার পর থেকেই ভালো ফলনের আশা জাগায় চাষিদের। ৫ থেকে ৬ ফুট উঁচু একেকটি গাছে একেকবার ১০০ থেকে ১৫০টি লেবুর ফলন হয়
করোনা মহামারি আর মাহে রমজানে বাজারে চাহিদা বেড়েছে ভিটামিন-সি সমৃদ্ধ লেবুর। বাড়তি এ চাহিদা ভাগ্য খুলে দিয়েছে নওগাঁ সদর উপজেলার খলিশা কুড়ি এলাকার লেবু চাষি মোসলেমের মতো আরও চাষিদের। ১০ বিঘা বাগানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার লেবু বিক্রি করেন চাষি মোসলেম। উচ্চফলনশীল শরবতি, চায়না থ্রি ও কাগজি জাতের লেবুর ভালো ফলন হয়েছে এবার। ভালো বাজারদর ও ফলনের সফলতা দেখে অনেক শিক্ষিত যুবকও এগিয়ে এসেছে লেবু চাষে।
লেবুসহ অর্থকারী বিভিন্ন ফসল চাষাবাদে উদ্যোগী তরুণদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার ড. আনোয়ারুল ইসলাম
জেলা কৃষি বিভাগ জানায়, জেলা সদর ছাড়াও রাণীনগর, মহাদেবপুর, বদলগাছী ও ধামুইরহাট উপজেলায় চলতি মৌসুমে ১৮শ’ হেক্টর জমিতে বাগান করে লেবু চাষ হচ্ছে।

ময়মনসিংহে  ১৫ একর বনভূমির জবরদখল রুখে দিল ভালুকার-বনবিভাগ

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে পনের একর বনভুমির জবরদখল রুখে দিল ভালুকার-বনবিভাগ। ময়মনসিংহের ভালুকায় সোববার (০৩ মে) দুপুরে টিনের বেড়া গুঁড়িয়ে দিয়ে প্রায় ১৫ একর বনভূমি জবরদখল রুখে দিয়েছে স্থানীয় বনবিভাগ।

ঘটনাটি ঘঠেছে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মারারিশপুর এলাকায়। ওই দুইজনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আখালিয়া গ্রামের আবুল হাছেনের ছেলে হ্যামস্ গ্রুপের কেয়ারটেকার আবদুল জলিল (৪৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে ওই গ্রুপের শ্রমিক আবুল কালাম (২৫)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর মৌজার ৯৪৪ দাগের প্রায় ১৫ একর বনভূমি জবরদখলের উদ্দেশ্যে টিনের বেড়া দেওয়া শুরু করে হেমস্ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

 এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ভালুকা রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে স্থানীয় বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে জমিতে হেমস্ গ্রুপের শ্রমিকের দেওয়া প্রায় ২০০ মিটার টিনের বেড়া গুঁড়িয়ে দেয় এবং আবদুল জলিল ও আবুল কালাম নামের দুজনকে আটক করা হয়।


করোনার বিরুপ প্রভাবে বেনাপোল বন্দরে রাজস্ব কমেছে ১৩০ কোটি টাকা


মো. রাসেল ইসলাম,শার্শা বেনাপোল: দেশের সব চেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্যে ধীরগতি নামাই রাজস্ব আয় কমেছে ১৩০ কোটি টাকা।


বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, করোনায় ব্যাংকিং সময় কমসহ নানা প্রতিবন্ধকতায় বাণিজ্যে বিরূপ প্রভাবের কারণে রাজস্ব কমেছে এ বন্দরে।


জানা গেছে, দেশের শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ সচল রাখতে সরকার বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম লকডাউনের আওতা মুক্ত রেখেছে। ফলে এ পথে আমদানি ও রফতানি বাণিজ্য সচল রয়েছে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে ৫ হাজার কোটি টাকা। তবে গত প্রায় দেড় বছর ধরে করোনার থাবায় দিন দিন রাজস্ব আয়ে ভাটা পড়ছে বন্দরটিতে।


বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশে শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে বিশেষ ব্যবস্থায় সরকার বন্দরকে সচল রেখেছেন এটা ভালো দিক। তবে তার খুব একটা সুফল ব্যবসায়ীরা পারছেন না।


কারণ হিসেবে তিনি বলেন, আমদানি ও রফতানি পণ্য খালাসের আগে সরকারের রাজস্ব পরিশোধের জন্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে হয়। কিন্তু বর্তমানে ব্যাংক সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা থাকায় ব্যবসায়ীরা তাদের অর্থনৈতিক লেনদেন ও কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন না। ফলে বাণিজ্যে ধীরগতি নেমে আসায় সরকারের রাজস্ব আয় কমেছে। সরকারের কাছে দুপুর ২টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার আহবান জানান তিনি।


বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাংলাদেশে করোনার টাল মাতাল অবস্থা প্রতিবেশী দেশ ভারতে আরও ভয়াবহ। এমন অবস্থায় প্রায় দেড় বছর ধরে বাণিজ্যে মন্দা ভাব চলছে। বিশেষ করে ঘন ঘন লকডাউনে ব্যবসায়ীরা স্বাভাবিক বাণিজ্য করতে না পারায় বন্দর থেকে আমদানি পণ্য খালাসের আগ্রহ অনেকটা কমেছে। এছাড়া ভারতে করোনা পরিস্থিতি মহামারী অবস্থা হওয়ায় সেখান থেকেও নানান সংকটে সময় মত পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছেনা।


বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল হোসেন বলেন, সর্বশেষ গত রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৭৪ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ও ৪০টি ট্রাক চ্যাচিজ বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৬৭ ট্রাক। পূর্বেও তুলনায় বাণিজ্য কিছুটা কমেছে।



বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার আকতার ফারুক জানান, গত মার্চ মাসে বেনাপোল বন্দর থেকে আমদানি-রফতানি পণ্য থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৬০০ কোটি টাকা। কিন্তু এপ্রিলে এসে আদায় হয় ৪৭০ কোটি টাকা। মার্চের যেয়ে এপ্রিলে রাজস্ব আয় কমেছে ১৩০ কোটি টাকা। ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন করোনা বিরূপ প্রভাব এ অবস্থার জন্য অনেকটা দায়ী।


কাস্টমস সূত্রে জানা যায়, গত ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃক রাজস্ব আদায় ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে এ রাজস্ব ঘাটতি দাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৯ কোটি ৯ লাখ টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বোর্ড কর্তৃক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা।

নওগাঁর মহাদেবপুরের ৯ হাজার কেজি আতপ চাল রংপুরের গঙ্গাচড়া থেকে উদ্ধার॥ আটক দুইজন



তৌফিক আহম্মেদ (নওগাঁ): নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ট্রাক ড্রাইভার এবং হেলপারের মিথ্যা পরিচয় দিয়ে আত্মসাৎ করা ১৩ মেট্রিক টন সুগন্ধি চিনিগুড়া চালের মধ্যে ৯ মেট্র্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, এই আত্মসাৎ ঘটনার মুল মাষ্টার মাইন্ড বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের বাদুল্লা মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন মন্ডল(৪৬) এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মেসার্স নাঈম ট্রেডার্সের ম্যানেজার জনৈক তাজ উদ্দিনের ছেলে মোঃ লিবু মিয়া(৪৮)।

নওগাঁর মহাদেবপুরের ৯ হাজার কেজি আতপ চাল রংপুরের গঙ্গাচড়া থেকে উদ্ধার॥ আটক দুইজন

 
মহাদেবপুর থানার ওসি মির্জা আজমউদ্দিন জানান, গত ১৮ এপ্রিল  জনৈক ব্যক্তি ভাই ভাই ট্রান্সপোর্র্ট- এর ট্রাক চালক ও ঢাকা আশুলিয়ার আইনুল শেখের ছেলে স্বপন শেখ পরিচয় দিয়ে ঢাকা মেট্রো-ট-২০-১২৫৪ নম্বর ট্রাকে করে নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ১৩ মেট্রিক টন প্রতিটি ১ কেজি ওজনের মোট ১৩ হাজার প্যাকেট সুুগন্ধি চিনিগুড়া চাল নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাজারে আব্দুল্লাহ ষ্টোরে সরবরাহ করতে নিয়ে যায়। কিন্তু সেখানে চাল না পৌঁছলে ট্রান্সপোর্ট এজেন্সেী ট্রাকের খোঁজ খবর শুরু করে জানতে পারে যে ওই ড্রাইভারের পরিচয় ভুয়া।


পরে ২১ এপ্রিল ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষে শ্রী সুব্রত চক্রবর্তী এবং পরদিন ২২ এপ্রিল এসিআই ফুডস লিমিটেড এর ম্যানেজার এম এ সাত্তার একটি জিডি দায়ের করেন। এরই প্রেক্ষিতে মহাদেবপুর থানার পুলিশ সোমবার মাষ্টার মাইন্ড হেলাল মন্ডলকে বগুড়ার শেরপুর থেকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক রংপুর জেলার গঙ্গাচড়া থেকে নাইম ট্রেডার্সের ম্যানেজার লেবু মিয়াকে গ্রেফতার এবং নাইম ট্রেডার্সের গোডাউন থেকে ১৩ হাজার প্যাকেট চালের মধ্যে ৯ হাজার প্যাকেট চাল উদ্ধার করে।


অন্য আসামীদেরও গ্রেফতার এবং বাকী চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে ওসি মির্জা আজম আরো বলেন, গ্রেফতার কৃত ২ আসামীকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ  আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget