Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ছেলে-পুত্রবধূর হাতে মা খুন, ছেলে-পুত্রবধূ আটক
 

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছেলে পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত এই নারী আত্রাই উপজেলার দীঘা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।তার বয়স ৬৫ বছর

আটকৃত দুজন হলেন ওই বৃদ্ধার ছেলে জাহিদ হোসেন (৪৫) তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, জাহিদ হোসেন তার স্ত্রী রহিমার সঙ্গে সকাল ৯টার দিকে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি হচ্ছিল ওই বৃদ্ধার।

তর্কবির্তকের এক পর্যায়ে ছেলে তার স্ত্রী মসলা বাটার পাথর দিয়ে বৃদ্ধাকে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। নাক মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, উপস্থিত স্থানীয়রা ছেলে তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ছেলে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

নওগাঁয় তীব্র খরায় দুশ্চিন্তায় আম চাষিরা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : উত্তরের আমের রাজধানী নওগাঁ। গাছে গাছে দুলছে চাষিদের স্বপ্ন। কিন্তু প্রকৃতিতে বইছে তীব খরা। তীব্র দাবদাহে ছোট হয়ে আসছে আম। বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে। রোগবালাই দেখা দিয়েছে আমে। প্রতিষেধক দেয়া হলেও ফের পোকার উপদ্রব দেখা দিচ্ছে। সুফল না পাওয়ায় কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে পোরশা উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর, সাপাহারে ৮ হাজার ৫২৫ হেক্টর, পত্মীতলায় তিন হাজার ১৫ হেক্টর এবং নিয়ামতপুরে ১ হাজার ১৩০ হেক্টর। এছাড়া অন্যান্য উপজেলায় স্বল্প পরিমাণ আমের উৎপাদন হয়ে থাকে। আমের মধ্যে জাত ভেদে জেলায় মোট আ¤্রপালি ১০ হাজার ৬৩০ হেক্টর, গোপালভোগ ৪ হাজার ৮০ হেক্টর, খিরসাপাত ৩ হাজার ৮৯০ হেক্টর, ল্যাংড়া ৩ হাজার ৭৫ হেক্টর এবং নাখফজলি ১ হাজার ৫৪৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন। যেখানে গড় ফলন হেক্টর প্রতি ১২ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গত বছর ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছিল।
জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পতœীতলা উপজেলায় পানি স্বল্পতার কারণে বছরের একটিমাত্র ফসল আমনের ওপর নির্ভর করতে হতো। কিন্তু গত কয়েক বছর থেকে ধানের আবাদ ছেড়ে আম চাষের দিকে ঝুঁকেছেন চাষিরা। পোরশা ও সাপাহারে উপজেলায় প্রায় তিনশতাধিক মৌসুমি আমের আড়ৎ গড়ে ওঠে। যেখান থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এখানে প্রায় এক হাজার কোটি টাকার আম বেঁচাকেনা হয়ে থাকে।
চাষিরা বলছেন, অতিরিক্ত খরায় আমে বোটা শুকিয়ে ঝরে পড়ছে। আমে হপার ও মাকর পোকার আক্রমণ খুব বেশি। পোকামাকড়ের আক্রমণে কালো হয়ে যাচ্ছে। প্রতিষেধক ব্যবহার করা হলেও কিছুদিন পর আবারও পোকার উপদ্রব দেখা দিচ্ছে। এবার অনাবৃষ্টির কারণে আমের ফলন কম হবে।
পোরশা উপজেলার সরাইগাছী এলাকার চাষি আনিছুর রহমান বলেন, তিনি এবছর প্রায় ১৫০ বিঘা জমি ইজারা নিয়ে আ¤্রপালি চাষ করছেন। প্রতি বিঘা জমির ইজার মূল্য পড়েছে গড়ে ১৫ হাজার টাকা। এছাড়া শ্রমিক, সার ও কীটনাশকসহ এখন পর্যন্ত আনুষঙ্গিক খরচ পড়েছে বিঘা প্রতি ১০ হাজার টাকা। শুরুতে গাছে আমের গুটি ভাল ছিল। কিন্তু প্রচন্ড খরায় আম বাড়ছে না বরং ঝরে পড়ছে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, প্রথম দিকে আমে ভাল গুটি এসেছিল। তীব্র দাবদাহে আমের গুটি ঝরে পড়ার প্রবণতা দেখা দিয়েছিল। তবে গত কয়েকদিন আগে প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাটিতে রস এসেছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, কৃষি অফিস থেকে চাষিদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। এতে করে আমে দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া যদি বৃষ্টি হয় তাহলে আম ঝরে পড়ার প্রবণতা থাকবে না। এতে আমের ভাল ফলনের আশা করছি। কৃষকরা লাভবান হতে পারবেন।

 

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত  ৩ জন।

তাপস কর,ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে ট্রাক ও অটোটেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত  ৩ জন। বুধবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ নেত্রকোণা হাইওয়েতে নেত্রকোণাগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটো টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের ঠিকানা ও পরিচয়  পাওয়া যায়নি। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।

নওগাঁর মান্নওগাঁয় গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবী’ জাতের তরমুজের চাষ করে সাফল্যের মুখ দেখছেন শিক্ষার্থী ইমনদায় মসজিদের মাইকের এমপি¬ফায়ার চুরির অভিযোগে আটক-১

সালমান ফার্সী (সজল) নওগাঁ : করোনায় দীর্ঘদিন থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বেকার বাড়ি বসে না থেকে কৃষিতে মনোনিবেশ করেছেন ইসতিয়াক আহমেদ ইমন। তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভেয়ারিং ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ‘ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ব্ল্যাকবেবী’ জাতের তরমুজের চাষ করে সাফল্যের মুখ দেখছেন। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে।

মাচার ওপর সবুজ পাতা ছেয়ে আছে। আর নিচের দিকে ঝুলছে কালো ও সোনালী রঙের ছোট-বড় তরমুজ। গাছ থেকে যেন ছিড়ে না যায় সেই জন্য প্রতিটি তরমুজ নেটের মধ্যে রাখা হয়েছে। এমন দৃশ্য পাকুড়িয়া গ্রামের মাঠে তরমুজের ক্ষেত। ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন (সোনালী) ও ব্ল্যাকবেবী (কালো) জাতের তরমুজ।

জানা গেছে, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হলে বাড়ি চলে আসেন ইমন। এ সময়কে কাজে লাগাতে তিনি বিভিন্ন অনলাইনে সম্ভাবনাময় কৃষি প্রতিবেদনগুলো দেখেন। স্বল্প সময়ে সম্ভাবনাময় নতুন জাতের তরমুজ চাষে উদৃদ্ধ হন। এরপর চুয়াডাঙ্গা জেলা থেকে ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবী বীজ সংগ্রহ করে। বীজ নিয়ে আসার পর বাড়িতে পলিব্যাগে করে চারা তৈরী করেন। এরপর নিজেদের দেড় বিঘাতে জমিতে উর্বর করতে গোবর, পরিমাণ মতো ডিএপি, পটাশ, জিপসাম ও দানাদার সার ব্যবহার করেন। মালচিং পদ্ধতিতে চাষের জন্য ১১টি বেড তৈরী করেন। নির্দিষ্ট দুরুত্বে রোপন করা হয় তরমুজের চারা। এরপর মাচা তৈরী করে দেয়া হয়। রোগ বালাই দমনে প্রাকৃতিক পদ্ধতিতে ব্যবহার করা হয় ফেরোমন ফাঁদ। যেখানে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।
 
ফেব্রুয়ারি মাসে ১৮ তারিখে চাষাবাদ শুরু হয়। মার্চ মাসের শেষের দিকে গাছে ফুল আসা শুরু করে। এরপর ফল দেখা দেয়। ক্ষেতে প্রায় ২ হাজারের মতো তরমুজ আছে। ইতোমধ্যে পাইকারি ৮০ টাকা কেজি দরে ১০০ পিস বিক্রি করা হয়েছে। গোল্ডেন ক্রাউন এবং ব্ল্যাকবেবী তরমুজ সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।

উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমন বলেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়কে কাজে লাগাতে কৃষি ওপর মনোনিবেশ করি এবং কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরী হয়। বিভিন্ন অনলাইনে কৃষি প্রতিবেদন দেখার পর উন্নত জাতের তরমুজ চাষে উদৃদ্ধ হয়। চুয়াডাঙ্গা জেলা থেকে বীজ সংগ্রহ করে চাষাবাদ শুরু করি। বীজ, সিডলিং ট্রে ও মালচিং পেপারসহ আনুষঙ্গিক প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এরপর পর্যায়ক্রমে মাচা, শ্রমিক, সার ও কীটনাশকে খরচ করতে হয়েছে। যেখানে প্রায় লক্ষাধিক টাকার মতো খরচ হয়েছে। বর্তমানে গাছের বয়স প্রায় ৭০ দিন। ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে।

তিনি বলেন, গোল্ডেন ক্রাউন এবং ব্ল্যাকবেবী ফল সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিকেজি ৮০ টাকা পাইকারী বিক্রি হচ্ছে। এছাড়া খুরচা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। প্রতিপিস তরমুজ প্রায় দেড় থেকে তিন কেজি ওজন হয়ে থাকে। আর কয়েক দিনের মধ্যে সবগুলো পুষ্ট হলে বিক্রি করা হবে। বাজারে দাম মোটামুটি ভাল আছে। ধারনা করা হচ্ছে প্রায় ২লাখ টাকার মতো বিক্রি হবে। তবে কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে লাভবান হতো পারবো। প্রথমবার তেমন ধারনা না থাকায় খরচটা একটু বেশি পড়েছে। তবে দ্বিতীয়বার আবাদ করলে খরচের পরিমাণ কিছুটা কমবে। আর এ কাজে সার্বক্ষণিক সহযোগীতা পেয়েছি পার্শ্ববতী বালাইনাশক ব্যবসায়ী দুলাল হোসেন (চাচা) নিকট থেকে।

উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমনের চাচা আলম হোসেন বলেন, তিনি ক্ষেতে পরিচর্চা করে থাকেন। ক্ষেতে প্রায় ২ হাজারের মতো তরমুজ আসছে। এরমধ্যে গত কয়েকদিন আগে ১০০ পিস বিক্রি করা হয়েছে। আরো প্রায় ১৯শ পিস আছে। বাজারে দাম ভাল পাওয়া যাচ্ছে। এ ফসলে ছত্রাকের পরিমাণ একটু বেশি। আশপাশে এ ধরনের কোন আবাদ না থাকায় পোকামাড়কের আক্রমনটা বেশি দেখা যাচ্ছে।

এলাকার তাসলিম আহমেদ তুসার বলেন, এখানে নতুন জাতের তরমুজ চাষ করা হয়েছে। শুরু থেকেই দেখছি তারা খুব পরিশ্রম করছেন। দেখে মনে হচ্ছে এটা খুব লাভজনক। তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। আগামীতে তরমুজ চাষ করার ইচ্ছা আছে।

বালাইনাশক ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বীজ নিয়ে আসার পর আমার কাছ থেকে পরামর্শ নেয় ইমন। একটি গাছের যে অনুখাদ্য প্রয়োজনে সে অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করে দেয়। এরপর সে অনুযায়ী পদক্ষেপ গ্রহন করে। তরমুজের ফলন দেখে মনে হচ্ছে প্রথমবার চাষেই লাভবান হবে।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এটা একটা নতুন ফসল। উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমন নিজের চেষ্টায় চাষ করেছেন। বর্তমানে তরমুজ চাষে কোন বরাদ্দ নাই। তিনি যদি লাভবান হতে পারেন তাহলে আগামীতে সরকারি ভাবে বরাদ্দ চাওয়া হবে। পরবর্তীতে যারা আগ্রহ দেখাবে তখন তাদের উৎসাহ দেয়া হবে।


নওগাঁয় চলতি বোরো মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা দেশের সাথে নওগাঁতেও বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়।
ধান সংগ্রহ উপলক্ষ্যে নওগাঁ সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্ব পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ পাটোয়ারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদ ফরহাদ হোসেন চকদার উপস্থিত ছিলেন।    
সরকার চলতি বোরো মৌসুমে নওগাঁ থেকে ২৫ হাজার ৬শ’ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের করা হবে। সারাদেশে চলতি বোরো মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, আর ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।

নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে এক চোর আটক

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লি­ফায়ার চুরির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ।

 এ যন্ত্রের দাম প্রায় ২২ হাজার টাকা। উপজেলার কশব ইউপি'র পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদে মঙ্গলবার সন্ধা ৬ টার সময় ঘটনাটি ঘটে। 

আটক রুবেল হোসেন উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনার দিন পাঁজর ভাঙ্গা হাট জামে মসজিদের একটি এমপ্লি­ফায়ার চুরি করে পালিয়ে যাবার সময় জোতবাজার এলাকায় এলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে আটক করে রাখে।

 পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এমপ্লি­ফায়ার (মাইকের যন্ত্রাংশ) সহ তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget