নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে এক চোর আটক
তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ।
এ যন্ত্রের দাম প্রায় ২২ হাজার টাকা। উপজেলার কশব ইউপি'র পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদে মঙ্গলবার সন্ধা ৬ টার সময় ঘটনাটি ঘটে।
আটক রুবেল হোসেন উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনার দিন পাঁজর ভাঙ্গা হাট জামে মসজিদের একটি এমপ্লিফায়ার চুরি করে পালিয়ে যাবার সময় জোতবাজার এলাকায় এলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে আটক করে রাখে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এমপ্লিফায়ার (মাইকের যন্ত্রাংশ) সহ তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।