নওগাঁর সাপাহারে পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সালমান ফার্সী (সজল) নওগাঁ : “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে আলোচনা সভা ও গরীব অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকরী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগন।
আলোচনা সভা শেষে প্রায় ১০০জন অসহায় এতিম শিশু সহ অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।