Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বিধবার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হলেন  নান্দাইলের ইউএনও।
তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে বিধবার খাদ‍্যসামগ্রী নিয়ে উপস্থিত হলেন নান্দাইলের ইউএনও। নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের অসহায়ত্ব বিধবা সখিনা খাতুনের পরিবারকে আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন তাঁর ব্যাক্তিগত অর্থায়নে মানবিক সহায়তা প্রদান করেছেন। গতকাল রোববার রাতে বিধবা সখিনা খাতুনের কষ্টকর দিনযাপন নিয়ে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল নিজস্ব আইডিতে একটি পোস্ট করেন।
এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হলে উক্ত বিধবা সখিনা খাতুনকে রমজান মাস উপলক্ষ্যে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। পরে আজ সোমবার দুপুরে তিনি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল ও তরুন সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ নিয়ে খলাপাড়া গ্রামের বিধবা সখিনার পরিবারকে দেখতে যান।
এসময় বিধবা সখিনা খাতুনকে ইউএনও’র ব্যাক্তিগত অর্থায়নে চাল, ডাল, তেল, মুড়ি, ছোলা সহ বেশ কয়েকপ্রকার খাদ্যসামগ্রী তুলে দেন। শুধু তাই নয় ইউএনও স্থানীয় সাংবাদিক সহ জনপ্রতিনিধিকে জানান, যদি সখিনার পরিবারের নামে ২ শতক জমি থাকে তাহলে একটি সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যথায় সরকারি খাস জমিতে জায়গা সহ ঘর করে দেওয়া যেতে পারে,যদি সখিনা খাতুন সন্মত থাকেন।

 

 

তাহিরপুরে বালতির পানিতে ডুবে ১০ মাসের শিশুর  আকষ্মিক মৃত্যু

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নে বালতির পানিতে ডুবে পুতুল নামের (১০ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত পুতুল টাঙ্গুয়া হাওয়র সংলগ্ন মন্দিয়াতা গ্রামের শাহীন মিয়ার মেয়ে।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ২ ঘটিকার সময় আকষ্মিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে মন্দিয়াতা গ্রামে।এমন অকাল মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, নিহত শিশু কন্যা পুতুলের মা থাকে ঘমন্ত অবস্থায় রেখে পরিবারের কাজ করছিলেন।এক পর্যায়ে ওই শিশু কন্যা ঘুম থেকে উঠে যায়।সেই সময়ে ওই শিশুর চোখ পড়ে যায় বালতির দিকে।পরে পানি ভর্তি বালতিতে হাপিয়ে পড়ে যায় শিশুটি।অন্যদিকে শিশু কন্যা পুতুলের মা কাজ শেষ করে নিজ ঘরে প্রবেশ করে দেখেন তার শিশু বিচানায় নেই।অনেক খোঁজাখুজি করার পর পানি ভর্তি বালতিতে অজ্ঞান অবস্থায় তার সন্ধান মিলে।

সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক  শিশুকন্যা পুতুলকে মৃত ঘোষণা করেন।

নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩৭, মোট আক্রান্ত ১৮৭৭, নতুন সুস্থ্য ১৮ জন, মোট সুস্থ্য ১৬৪১
 

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৭ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

 নওগাঁ’র সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন গত শনিবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

 আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৬ জন এবং নিয়ামতপুর উপজেলায় ১ জন। 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮শ ৭৭ জন।  এই ২৪ ঘন্টায় কোভিড-১৯ থেকে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা  ১ হাজার ৬শ ৪১ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮১ জনকে।


 এ  পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ১শ ৯৯ জনকে এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৩শ ৬৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৬৩৫ জন।

রাজশাহীর অতিরিক্ত ডিআইজি'র তাহেরপুর মন্দির পরিদর্শন

 

মোঃ সাইফুল ইসলাম বাগমারা, রাজশাহী: রাজশাহীর তাহেরপুরের শ্রী শ্রী দূর্গামাতা মন্দির ও শ্রী শ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। রবিবার ১৮ এপ্রিল, বেলা ১২টায় তাহেরপুর পৌরসভার ঐতিহাসিক শ্রী শ্রী দূর্গামাতা মন্দির ও শ্রী শ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেন তিনি।


ঐতিহাসিকদের মতে, তাহেরপুরের রাজা কংস নারায়ন প্রথম দূর্গাপূজার শুরু করেন এবং তা পরিবর্তিতে বিশ্বের সমস্ত হিন্দুদের মাঝে প্রচলন হয়। তাহেরপুরের এই দূর্গামাতা মন্দিরেই সর্বপ্রথম দূর্গা প্রতিমা তোলা হয়েছিলো। তৎকালিন সময়ে রাজা কংস নারায়ন ৯লক্ষ ১টাকা খরচ করে দূর্গামাতার পূজা সম্পন্ন করেন।


পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র সাংবাদিকদের বলেন, তাহেরপুরে ঐতিহাসিক মন্দির দুটো পরিদর্শন করে নিজে কে গর্বিত মনে করছি।


এসময় তিনি আরোও বলেন,তাহেরপুরের লকডাউন পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট। এবং সবাই কে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যাবহার করার আহ্বান জানান তিনি।


পরে তিনি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।


পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সুমন দে, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সাবেক সভাপতি শ্রী বিশ্বনাথ প্রামাণিক সহ প্রমূখ।

 

সুনামগঞ্জের তাহিরপুরে গৃহবধূকে ধর্ষণ করে হত্যা জড়িত থাকা মূলহোতা সহ ৩ জন আটক

মোঃ সাইফুল ইসলাম বাগমারা(রাজশাহী): সারাদেশব্যাপী  করোনাভাইরাস রোধে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়াতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে । তিনি নিজের নিরাপত্তা ও বিচারের দাবি জানিয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 


প্রত্যক্ষদর্শী ও থানায় নথিভূক্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে ইউনিয়নের একতারিয়া বাজারে যান। বাজারে লোকজনের সমাগম দেখে তিনি করোনভাইরাসের ভয়াবহতা সর্ম্পকে অবহিত এবং এই বিষয়ে সরকারের জারি করা লকডাউন মেনে চলার পরামর্শ দেন। এসময় সেখানে থাকা মাহিরুল ইসলাম (৩২) নামের স্থানীয় একজন বখাটে যুবক চেয়ারম্যানের সঙ্গে তর্কে জড়ান। তাঁদের পক্ষে লকডাউন মানা অসম্ভব বলে মন্তব্য করেন। লকডাউন সরকারের আন্দোলন দমানোর একটি কৌশল বলেও মন্তব্য করেন। এক পর্যায়ে তাঁর সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যুবক যোগ দেন। তাঁরা চেয়ারম্যানকে সরকার ও প্রশাসনের দালাল বলে আখ্যা দিয়ে লাঠি ও রড নিয়ে মারতে তেড়ে আসেন। পরে স্থানীয় কিছু লোকজন এসে চেয়ারম্যানকে উদ্ধার করেন।

পরে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যরা চেয়ারম্যানকে সুযোগ বুঝে হত্যা করা হবে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। নিরুপায়ে চেয়ারম্যান রাতে থানায় এসে বখাটে মাহিরুল ইসলামসহ চার যুবকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মেরে ফেলতে পারে বলেও আশংকা করেন চেয়ারম্যান। চেয়াম্যান মোস্তফা কামাল বলেন, ওরা এলাকার বখাটে ও মাদকাসক্ত হিসাবে পরিচিত। লোকজনের ভালোর জন্য পরামর্শ দিতে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। 

এই বিষয়ে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তাঁদের স্বজনেরাও কোনো মন্তব্য করতে চাননি। তাঁদের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। 

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ চেয়ারম্যানের সাধারণ ডায়েরি নথিভূক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা যোগিপাড়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলী আকবর এর সাথে যোগাযোগ করা হলে তিনি      মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, জিডির কপি হাতে পেয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ময়মনসিংহে আসহায়-দরিদ্ররা ৫ টাকায় পাবেন পুলিশের ইফতার সামগ্রী।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে আসহায় দরিদ্ররা পাচ টাকায় পাবেন পুলিশের ইফতার সামগ্রী। রোজাদারদের জন্য পাঁচ টাকার প্রতীকী মুল‍্যের বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসন। পুরো রমজান মাস জুড়ে এ মহতী কার্যক্রমটি চলবে বলে জানা যায়। লকডাউনে ঘরে থাকা কর্মহীন মানুষের কথা বিবেচনা করে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান নগরীর টাউনহল মোড়ে পাঁচ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কর্মসূটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 
পুলিশ সুপার বলেন, করোনার কারণে লকডাউনের পরিস্থিতিতে অনেকেই কষ্টে আছেন। নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে সহজলভ্য মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে। সেই চিন্তায় জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে এ উদ্যাগটি অব্যাহত থাকবে। 
সংশ্লিষ্টরা জানান, বিনামূল্যে ইফতারী নিতে অনেকে ইতস্তত বোধ করতে পারে। তাই একটি প্রতীকী মূল্য রাখা হয়েছে। পুলিশ সদস্যদের বেতনের টাকা নিয়ে কাজটি করা হচ্ছে।
পুরো কাজটির তত্ত্বাবধানে থাকা জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ বলেন, শুরুর দিনই মানুষের পক্ষ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। নাগরিকরা উদ্যোগটির প্রশংসা করেছেন।
জানা যায়, চলমান করোনা কালে নানান মানবিক উদ্যোগ নিয়েছেন বর্তমান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এবং পুলিশ প্রশাসন। সে উদ্যোগেরই অংশ হিসেবেই এবার রোযাদারদের জন্য এমন নতুন উদ্যোগ নেওয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ফজলে রাব্বী শাজাহান মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ সে সময় উপস্থিত  অসহায়দের মাঝে পুলিশের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget