Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

করোনায় আক্রান্ত খালেদা জিয়া : স্বাস্থ্য অধিদফতর


ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা রোববার (১১ এপ্রিল) জানান, খালেদা জিয়ার করোনা পজিটিভ হয়েছেন। এ বিষয়ে আমাদের কাছে কাগজপত্র আছে।

করোনায় আক্রান্ত খালেদা জিয়া : স্বাস্থ্য অধিদফতর


এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল কিছুই জানে না বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তবে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টটি এরইমধ্যে হাতে এসে পৌঁছেছে ।
এরআগে (১০ এপ্রিল) শনিবার দেশের বেশ কিছু গণমাধ্যমে প্রচারিত হয়, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পূর্ব সতর্কতা হিসেবে শনিবার (১০ এপ্রিল) দুপুরে গুলশানের বাসভবন থেকে তার নমুনা নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বেসরকারি ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. সবুজ খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এ সময় খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন-আটক-১

ময়মনসিংহ : ময়মনসিংহ কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পিছনে ছেলের হাতে বাবা খুন। আনুমানিক রাত ১টা সময় ঘটনা ঘটেছে। খুন হওয়া ব্যাক্তির নাম দুলু(৪৫)।

জানাযায়, ময়মনসিংহ কৃষ্টপুর জামে মসজিদের পিছনে দীর্ঘদিন যাতব তারা বসবাস করছে। দুলু মিয়া ভাঙ্গারীর ব্যাবসা করতো। তার স্ত্রী গার্মেস চাকরি করতো। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় আসতো। রাতে বাসায় আসার পর থেকে স্বামী দুলু মিয়া নেশার টাকার জন্য ঝগড়া করে তার স্ত্রী'কে মারধর করতো। মারধর করার সময় ছেলে জয় ফিরাতে গেলে তাকেও তার বাবা মারধর করতো। এক সময় ছেলে মনে জিদ বাধে। এই রাগ- জিদ থেকে তার বাবা'কে নিজ ঘড়ে থাকা কাচ দিয়ে হত্যা করে।

এঘটনা পর থেকে কোতোয়ালী মডেল থানা ওসি ফিরোজ তালুকদার ও তদন্ত ফারুক আহম্মেদ আসামী গ্রেফতারে চিরুনী অভিযান করে আসামী গ্রেফতার করে।

আউচপাড়ার ইউপি সদস্য লোকমান হাকিমের মাস্ক বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরদার জান মোহাম্মদ এর নির্দেশে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান হাকিম শনিবার (১০ই এপ্রিল) জনসাধারণ কে করোনার হাত থেকে সচেতনতার জন্য তিনি রক্ষিতপাড়া স্কুল মোড়ে ও বাহমনি গ্রামের চেয়ারম্যান মোড়ে  মাস্ক বিতরণ করেন। এছাড়াও তিনি আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দিরে মাস্ক বিতরণ করেন। এই মাস্ক বিতরণকালে ইউপি সদস্য মোঃ লোকমান হাকিম বলেন, করোনার ভয়াল থাবা থেকে   এলাকার জনসাধারণকে থেকে রক্ষা জন্য আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ এর নির্দেশ মাস্ক বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহন করেছি। তিনি আরও জানান মহামারী করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের একমাত্র উপায় হচ্ছে,পরিষ্কার পরিচ্ছন্ন সহ দুরুত্ব বজায় রেখে সচেতন থাকা এবং মাস্ক ব্যবহার করা। সরকার মাস্ক ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন, মাস্ক ব্যবহার না করিলে সরকার জেল জরিমানার বিধান রেখেছে। তাই মাস্ক ব্যবহার করি নিজে সুস্থ থাকি এবং পরিবারসহ এলাকাবাসি কে সুস্থ রাখি। এই মাস্ক বিতরণকালীন সময় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শ্রী,বাবলু সরকার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলাম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ আফজাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, শিক্ষক মোঃ জহির উদ্দিন, শ্রী,সমম্ভনাথ সরকা, ধামিন নওগাঁ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান,।  উপস্থিত সকলেই স্থানীয় জনসাধারণ কে করোনা সম্পর্কে সচেতনতা হওয়ার জন্য সরকারের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও উক্ত মাস্ক বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা, মোঃ আজিমউদ্দিন খলিফা, শ্রী,সুজিত প্রামানিক, মোঃ মালেক মন্ডল, মোঃ রেজাউল করিম, দিলবর আলী, গ্রাম পুলিশ নুর মোহাম্মদসহ প্রমুখ।

 

 

চুরির অপবাদে শিশুর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন

ডেস্ক  রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করে চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিশুটির বাবা-মাকেও নির্যাতন করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর গলাচিপা থানায় এ ঘটনায় মামলা হলে ফেসবুক থেকে ভিডিওটি মুছে দেয় দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গলাচিপা থানা পুলিশ সোহেল মৃধা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এদিকে মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে শিশুটির পরিবার। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের জুয়েল মৃধার মোবাইল চুরির অভিযোগে শুক্রবার (৯ এপ্রিল) সকালে কৃষ্ণপুর গ্রামের মকবুল গাজীর ছেলে রাকিব গাজীকে (১৪) ঘর থেকে ডেকে নেয়। এরপর রেজাউল মৃধার বাড়ির সামনে রাকিবকে রশি দিয়ে গাছের সাথে হাত পা বেঁধে নির্যাতন করা হয়।

নির্যাতনকারীরা হলেন ফুলখালী গ্রামের জুয়েল মৃধা, রাকিব মৃধা, সোহেল মৃধা, এমাদুল মৃধা ও জাকির মৃধাসহ অজ্ঞাত আরো দু-তিনজন। এ সময় রাকিবের ওপর মধ্যযুগীয় কায়দায় টানা তিন ঘণ্টা অকথ্য নির্যাতন চালানো হয়।

নির্যাতনের এক পর্যায় রাকিবের বাবা মকুল গাজীকেও ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। তাকেও গলায় গামছা পেঁচিয়ে ছেলের পাশে এনে অকথ্য নির্যাতন করা হয়। এতে মকবুল গাজী অজ্ঞান হয়ে পড়লে তাকে বাঁচাতে স্ত্রী মোর্শেদা বেগম ঘটনাস্থলে ছুটে যান এবং স্বামীকে উদ্ধার করতে চাইলে তাকেও নির্যাতন করা হয়। এসব ঘটনা দুর্বৃত্তরা মোবাইলে ভিডিও করে।

এ বিষয় ডাকুয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আরিফ মিয়া বলেন, শিশুটির বাড়ি আমার ওয়ার্ডে। আমি ঘটনাস্থল গিয়ে ৯ নম্বরের মেম্বরকে খবর দিতে বলি। বিষয়টি আইনিভাবে মীমাংসার কথা বলেছিলাম।
এ প্রসঙ্গে ডাকুয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিব মোল্লা বলেন, আমি এলাকায় ছিলাম না। আমাকে এমাদুল ফোন দিয়ে জানিয়েছিলেন। আমি বিষয়টি দফাদারকে বলতে বলেছি। কিন্তু আইন হাতে নিতে বলি নি।

নির্যাতনের শিকার শিশু রাকিব বলেন, আমারে ঘর থেকে রেজাউল মৃধা ডাইক্কা নেয়। রাস্তায় উঠলে আমার একটা মোবাইল পকেটে ঢুকাইয়া দেয়। এর পর রেজাউল মৃধার বাড়ি নিয়া বলে
চোর পাইছি'। এ সময় এমাদুল মৃধা, রাকিব মৃধা, সোহেল মৃধাসহ কয়েক জন মিল্লা একটি গরুর দড়ি দিয়া আম গাছের লগে বাইন্দা আমারে বাঁশের লাডি দিয়া পিডাইছে। হেরা (তারা) লোয়ার (লোহা) রড দিয়া চোখ উডাইয়া দেওয়ার ভয় দেহাইছে।

এ বিষয় নির্যাতনের শিকার শিশুটির মা মোর্শেদা বেগম বলেন, রেজাউল ও জুয়েল মৃধাসহ ৪-৫ জন আমার ছেলে রাকিবকে ঘর থেকে ডাইক্কা (ডেকে) নেয়। রেজাউল মৃধার বাড়িতে নিয়ে আমার পোলারে আমগাছের লগে হাত পা বাইন্দা পিডাইছে। এর কিছু  পরেই আমার স্বামীকে মৃধাবাড়ির জুয়েল মৃধা ও রাকিব মৃধা গলায় গামছা দিয়া লইয়া যায়। বাপ-পোলারে একখানে কইররা পোলার সামনেই নির্যাতন করে এবং ছেলে আমার পোলা রাকিবের মাথার চুল কেচি (কাঁচি) দিয়ে কাইট্টা দেয়। আমার স্বামীকে উদ্ধার করতে গেলে আমারেও মারধর করে।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা মোর্শেদা বেগম বাদী হয়ে জুয়েল মৃধা, রাকিব মৃধা ও সোহেল মৃধাকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের নামে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে অভিযুক্ত সোহেল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।

করোনার চিকিৎসা-সরকারি ভাবে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব
ডেস্ক রিপোর্ট : জেলা পর্যায়ে কেভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ে ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে ৬৪ জেলার দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি এই দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। করোনা মহামারির প্রথম পর্যায়েও ৬৪ জেলায় ৬৪ সচিবকে এমন দায়িত্ব দেয়া হয়েছিল।


অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব/সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/বিভাগ/দফতর সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।

এছাড়া নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে কোডিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।
তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করবেন। সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ বা অন্য বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে লিখিত আকারে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, অবসর বা বদলির কারণে সিনিয়র সচিব/সচিবের দফতর পরিবর্তন বা পদ শূন্য হলে সেখানে নিযুক্ত সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এটাকে বলা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধ জারি করে সরকার। এই বিধি-নিষেধের মেয়াদ শেষ হবে ১১ এপ্রিল রাত ১২টায়।

বিধি-নিষেধের সময়ে পালনের জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে। স্বাস্থ্যবিধি মানায় মানুষের উদাসীনতা ও করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকায় সংক্রমণ রোধে এবার কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য এই লকডাউন দেয়া হবে বলে শুক্রবার (৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। প্রতিমন্ত্রী আরও জানান, এ সময়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন, শিল্পকারখানা।

 

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা সহ পাথর জব্দ

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে  বিনা শুল্কে আমদানিকৃত ভারতীয় কয়লা সহ পাথর আটক করেছে,সুনামগঞ্জ- ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, ট্যাকাররঘাট বিওপির নিয়মিত একটি টহল দল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময়,সিমান্ত পিলার  ১১৯৯/৪-এস এর তাহিরপুর উপজলোর উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরঙ্গছড়া এলাকা থেকে ২ হাজার, ৪ শত কেজি  কয়লা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। আটককৃত কয়লার সিজার মূল্য ৩১ হাজার,২ শত টাকা।

অপরদিকে একইদিনে,সীমান্তের লাউয়েরগড় বিওপির টহল দল বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় সিমান্ত পিলার ১২০৩/৬-এস এর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকা থেকে ১শত,ফুট ভারতীয় পাথর জব্দ করা হয়েছে।যার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান বলেন,আটককৃত ভারতীয় কয়লা ও পাথর শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget