Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

তৌফিক আহম্মেদ (তাপস): নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৬মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে জানিয়েছেন।

নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত

সালমান ফার্সী (সজল) : নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় শহরের এ টিম মাঠে নির্মিত অস্থায়ী বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম সহ বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অপরদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা, আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

নওগাঁ সদর উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ৯৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে ৩টি পৃথক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় দুপুর ১টায় চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।


দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাছানুল আল মামুন। 


পরে পর্যায়ক্রমে নওগাঁ সদর উপজেলার শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুরুপ চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এসব ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ডি এম আওয়াল আতাসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সংসদ সদস্য তাঁর বক্তৃতায় এসব স্কুলের প্রাচীর নির্মান, খেলার মাঠ সংস্কারসহ এলাকার বিভিন্ন মসজিদ এবং  মন্দির উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার জনগুরুত্পূর্ণ সকল রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রাখা হবে। 


সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানিয়েছেন দোগাছি সরক্রাী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৯ লক্ষ ৯৫ হাজার টাকা, শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬২ লক্ষ এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

সুনামগঞ্জে পুলিশের দুই এসআই ক্লোজড, চলছে বিভাগীয় তদন্ত

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ভারতীয় মদ উদ্ধার করে জব্দ তালিকায় না উঠিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় পুলিশের দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওই দুই এসআই হলেন- নোবেল সরকার ও অপূর্ব সরকার। আজ রবিবার (৭ই মার্চ) থেকে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ২৮শে ফেব্রুয়ারি দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কার্টন অফিসার চয়েজ মদসহ মনির হোসেন ও আলামিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকার। পরে ১ কার্টন মদ জব্দ দেখিয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নামে থানায় মামলা দায়ের করেন। আর বাকি ৩কার্টন মদ বাংলাবাজারের তানিয়েল নামের এক তরুনের কাছে বিক্রি করে দেয় দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকার।
এঘটনাটি জানতে পেরে গত মঙ্গলবার ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর শামীম আখঞ্জি তানিয়েলের ভাই তানভিরের বাংলাবাজারের অবস্থিত দোকান থেকে ৩ কার্টন মদ উদ্ধার করে তার উপরস্থ কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। প্রাথমিক ভাবে দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকারের অনিয়মের ঘটনাটি প্রমানিত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাদেরকে দোয়ারাবাজার থানা থেকে পুলিশ লাইন সুনামগঞ্জে পাঠানোর নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গত শুক্রবার (৫ই মার্চ) বিকেলে অভিযুক্ত দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
আজ রবিবার (৭ই মার্চ) দুপুর ২টায় দোয়ারাবাজার থানার ওসি মোঃ নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ সুপারের নির্দেশে দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকারকে পুলিশ লাইনে ক্লোজড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।  

নওগাঁয়  যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সালমান ফার্সী (সজল): নওগাঁয়  যথাযোগ্য গুরুত্বের সাথে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা থেকে মুক্তির মোড়ে অস্থায়ীভাবে নির্মিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রকিবুল আকতারসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, মেডিক্যাল কলেজ, জেলা প্রেসক্লাব, সিভিলসার্জন, হাসপাতালসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় “মুজিববর্ষ সেরা কন্ঠ” গ্র্যান্ড ফিনালে মোকাররাবিন আশফি চ্যাম্পিয়ান

সালমান ফার্সী (সজল): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে জানাতে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে নওগাঁয় “মুজিববর্ষ সেরা কন্ঠ, ২০২০ এর গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার (০৫ মার্চ) রাতে সদর উপজেলা হল রুমে ৮জন প্রতিযোগিতা নিয়ে এই “মুজিববর্ষ সেরা কন্ঠ, ২০২০ এর গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় নিয়ামতপুর উপজেলার মোকাররাবিন আশফিকে “মুজিববর্ষ সেরা কন্ঠ” চাম্পিয়ান ঘোষনা করা হয়। এছাড়াও দ্বিতীয় হন পতœীতলা উপজেলার মাথিয়াস সরেন, তৃত্বীয় হন সদর উপজেলার নুসরাত মাহি ও চতুর্থ হন মহাদেবপুরের সৈয়দ ফারিহা জাহসিন।
এসময় বিচারকের দায়িত্বে ছিলেন, খুরশিদ আলম, ফাতেমা তুজ জোহরা ও মিল্টন খন্দকার। পরে প্রধান অতিথি হিসাবে “মুজিববর্ষ সেরা কন্ঠ” চাম্পিয়ান মোকাররাবিন আশফিকে ৫০ হাজার টাকার চেক, সার্টিফেকেট ও ক্রেষ্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও দ্বিতীয় মাথিয়াস সরেনকে ২০ হাজার টাকা, নুসরাত মাহিকে ও সৈয়দ ফারিহা জাহসিনকে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সেলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য এই প্রতিযোগীতায় জেলার ১১টি উপজেলা প্রায় ৫০০জন প্রতিযোগীতা অংশ গ্রহন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget