Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মিষ্টি আলু চাষে সফল চাষি নুর

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর বদলগাছীতে মিষ্টি আলু আবাদে সফলতার মুখ দেখছেন চাষি নুর ইসলাম। তিনি উপজেলার দাউতপুর গ্রামের মাঠে ছোট যমুনার নদীর তীরে প্রায় ২০ শতাংশ জমিতে মিষ্টি আলু চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে বাড়ির আনাচে-কানাচে ও পতিত জমিতে উন্নত জাতের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
চাষি নুর ইসলাম বলেন, নদীর চরে ২০ শতাংশ জমিতে আগে অন্য ফসলের আবাদ করতেন। কিন্তু কাংক্ষিত ফলন পেতেন না। এ বছর কৃষি অফিসের পরামর্শে কৃষি অফিস থেকে মিষ্টি আলুর বীজ সংগ্রহ করে আবাদ করেছেন। তিনি আশাবাদী এ সামান্য জমি থেকে প্রায় ৫০-৬০ মণের মতো আলু পাবেন। যেখানে প্রায় ৫০ হাজার টাকার মতো বিক্রি হবে।
তিনি বলেন- মিষ্টি আলু রোপণের আগে জমি প্রস্তত করতে পাওয়ার টিলার দিয়ে তিনটি চাষ করেছেন। এরপর জৈব সার, জিপসাম সার, ইউরিয়া, জিংক ও পটাশ দেয়া হয়। যেখানে গোবর ৪০ ভার (৮০ ঝুড়ি), জিপসাম সার ৩৫ কেজি, জৈবসার ৪০ কেজি, জমি চাষাবাদের আগে ও সেচের সময় দুই দফায় ইউরিয়া সার ৩০ কেজি, ডিএপি ৩০ কেজি এবং সেচ একবার।
এতে প্রায় চারা কেনাসহ সাড়ে ৭ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমি চাষের ১৫ দিন পর চারা রোপণ করা হয়। কৃষি অফিস থেকে মিষ্টি আলু বারী-৮ জাতের বীজ সংগ্রহ করা হয়।
নুর ইসলাম বলেন- জমি রোপণ করে প্রায় ৩ মাস হয়েছে। এটা মৌসুমী খেত। মাটিতে রস থাকলে একবার সেচ দিলেই হয়। তবে রোগ বালাই নাই বললেই চলে। আগে ওই জমিতে পাট ছিল। অফিসের পরামর্শে আলু লাগিয়েছি। এবার সফল হলে আবারও আলু লাগাবো। আলু উঠানোর পর ওই জমিতে পটল লাগানো হবে।
একই গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, কয়েক দিন আগে মাঠ দিবস পালিত হয়েছে। সেখানে কৃষি অফিস থেকে আমাদের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। আগামীতে আমরা নদীর চরের জমি গুলোতে মিষ্টি আলুর আবাদ করবো।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ আছে। মিষ্টি আলু চাষে সময় লাগে কম এবং ফলনও ভালো হয়। প্রতি বিঘাতে প্রায় ১০০-১৩০ মণ পর্যন্ত ফলন হয়ে থাকে। এটি লাভজনক ফসল এবং দামও ভালো।
তিনি বলেন, বাড়ির আশপাশে আনাচে-কানাচে ও পতিত জমিতে মিষ্টি আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অধিক পরিমাণ ফলন পেতে উন্নত জাতের ফসল উৎপাদনে পরামর্শ দেয়া হচ্ছে।

নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্নের আশা ব্যক্ত

নির্বাচন কমিশনার কবিতা খানম

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেগম কবিতা খানম বলেন, নওগাঁর পৌর সভায় সুষ্ঠ ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন বিভাগ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে।  
এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক সভায়, আগে দুটি পৌরসভার মেয়র পদে ৮ প্রার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম, বিভাগীয় নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বিজিবি, র‌্যাব, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নওগাঁর আত্রাই রেলওয়ে প্লাটফরমে মাছের দোকান যাত্রীদের দুর্ভোগ
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর আত্রাইয়ের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম এখন মাছ বিক্রেতাদের দখলে। সেই সকাল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত চলছে মাছ বিক্রি। এতে করে ট্রেন যাত্রীদের ট্রেনে উঠা-নামা ব্যাপক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শত শত ট্রেন যাত্রী।
নওগাঁ জেলার একমাত্র মানসম্পন্ন রেলওয়ে স্টেশন আহসানগঞ্জ। ঢাকা-চিলাহাটি, চিলাহাটি - খুলনা, চিলাহাটি - রাজশাহী এবং ঢাকা- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনসহ সকল মেইল ট্রেনের স্টপেজ রয়েছে এ স্টেশনে। ফলে প্রতিদিন শত শত যাত্রী এ স্টেশন থেকে ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। সরকার এসব ট্রেন যাত্রীদের নিকট থেকে মোটা অংকের রাজস্ব আয় করলেও যাত্রী সেবার মান বৃদ্ধিতে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। নানাবিধ সমস্যায় জর্জরিত এ স্টেশন। এখানকার রেলওয়ে প্লাটফরমে যাত্রীদের বসার তেমন কোন ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমান লাইটিং ব্যবস্থা না থাকায় রাতের বেলা ট্রেন যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ছাড়াও প্লাটফরম জুড়ে বিভিন্ন দোকানপাট, কাঁচা মালের দোকান ও মাছের দোকানের কারনে যাত্রীদের অস্বস্তি করে তুলেছে। বিশেষ করে রাতের বেলা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
এদিকে প্লাটফরমের একেবারে প্রবেশ মুখ দখল করে রেখেছে মাছ বিক্রেতারা। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্লাটফরমে যেতেই মাছের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা। রেললাইন ঘেষে প্লাটফরমে মাছের দোকান বসায় যাত্রীদের ট্রেনে উঠা-নামা করতে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।
ট্রেন যাত্রী সালমান সোহেল বলেন, প্রতিনিয়িত আমি এ স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে থাকি। আত্রাই রেলওয়ে প্লাটফরমে বিভিন্ন দোকানপাটের কারনে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।
ট্রেন যাত্রী নার্গিস বেগম বলেন, প্লাটফরমে বিভিন্ন দোকান বসায় বিষেশ করে প্লাটফরমের একেবারে ধারে ও প্রবেশ মুখে মাছের দোকানের কারনে আমাদের ট্রেনে উঠা-নামা খুব বিপদজনক হয়। আমরা মহিলা মানুষ শিশু বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠা-নামা নির্বিঘœ করা প্রয়োজন।
এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, একাধিকবার নিষেধ করার পরও তারা আমাদের নিষেধ উপেক্ষা করে প্লাটফরমে দোকান দেয়। এ স্টেশনে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় আমরা আইন প্রয়োগ করে তাদের নিবৃত করতে পারছি না।


গৃহহীন পরিবার পূর্ণবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা প্রশাসন।ন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে নওগাঁ জেলায় ১ হাজার ৫৬ টি পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে অধিকাংশ গৃহনির্মাণের কাজ সমাপ্ত হয়েছে এবং সকল উপজেলায় কবুলিয়ত ও নামজারি সম্পূর্ণ হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর এসব ঘর উপকার ভোগীদের মাঝে বুঝে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোটালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সংবাদ সম্মেলন

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁয় আ’লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা সংবাদ সম্মেলন করেছেন। নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপি প্রার্থী হেরে যাবে, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার(১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। গত রোববার নওগাঁ জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে সংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন ওই সংবাদ সম্মেলন পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে নির্বাচনী প্রচারণা করে আসছি। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নে সাড়া দিয়ে ও সাবেক মেয়রের সীমাহীন ব্যর্থতার কারণে পৌরসভার জনসাধারণের নৌকা মার্কার প্রতি ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমন গণজোয়ারে ভীত সন্ত্রস্ত্র হয়ে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপির প্রার্থী ও তার দোসররা ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে। বিএনপি নিজেরা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় রাতের অন্ধকারে নির্বাচনী অফিস ভাঙচুর করে ও গত শনিবার রাতে নওজোয়ান মাঠে তাদের নিজেদের প্রচারণা শিবিরে হামলা চালিয়ে তার দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। এসব ঘটনার সঙ্গে আমি বা আমার নেতা-কর্মী ও সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, আমার নির্বাচন পরিচালনার অন্যতম নেতা শাহ পরান নয়নকে বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িয়ে যে অভিযোগ ও তথ্য প্রতিপক্ষ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল দুর্বল করার হীন অপচেষ্টা মাত্র। নির্মল কৃষ্ণ সাহা বলেন, বিএনপির মিথ্যাচার ও কূট কৌশল বন্ধ না হলে পৌরবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। মিথ্যাচার ও ঘৃণ্য অপরাজনীতির বিরুদ্ধে আগামী ভোটের দিন নওগাঁ পৌরসভার সকল শ্রেণি পেশা ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 

কারিগরি শিক্ষার উপর গুরুত্ব বাড়াতে হবে

                                                --আমির হোসেন আমু এমপি


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
  নানা আয়োজনে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের ১ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এতে প্রধান অতিথীর (ভার্চুয়াল) বক্তব্যে  ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, “যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব প্রদান করতে হবে। তিনি আরো বলেন, যুব ও তরুন সমাজ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মমুখী হলে বাজে নেশা থেকে তারা দূরে থাকবে। তরুনরাই আগামীর ভবিষ্যত। তাই তাদেরকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা দেয়া হলে ভবিষ্যত প্রজন্ম সুন্দরভাবে গড়ে ওঠবে। তিনি ইয়াসের সফলতা কামনা করেন।”
১৭ই জানুয়ারি রবিবার সারাদিন ব্যাপি ঝালকাঠির মহিলা পরিষদ হল রুমে ইয়াসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মযজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সকাল ৭টায় সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এর পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও মাস্ক বিতরণের মাধ্যমে প্রথম প্রহরের আয়োজন উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশালের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি মোঃ মিজানুর রহমান, সভাপতি ঝালকাঠি প্রেসক্লাব চিত্ত রঞ্জন দাস, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, চেয়ারম্যান, শেখেরহাট ইউনিয়ন, নুরুল আমিন খান সুরুজ, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মঈন তালুকদার, মোঃ ছবির হোসেন, হাসান মাহমুদ।

আয়োজনের সভাপত্বি করেন ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়াসের সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।

সারাদিন ব্যাপি আয়োজনে ছিল র‌্যালি, মাস্ক বিতরণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, অতিথিদের নিয়ে বালিশখেলা, সংগঠনের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান, কম্বল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, শিশুদের সাথে পিঠা উৎসব।

সন্ধ্যায় আলোচনা সভা মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় রমা রানী দাস, সাংবাদিক পেশায় অবদান রাখায় হেমায়েত উদ্দিন হিমু, নারী উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহান সোনালী, দারিদ্রতা দূরীকরণে অবদান রাখায় মোঃ ছবির হোসেন-কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়, ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ, সংগঠনের সেরা ৯ সদস্যকে শুভেচ্ছা স্মারক বিতরণ, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপি সকল আয়োজন সম্পন্ন হয়।

উক্ত আয়োজনটি সঞ্চালনা করেন ইয়াসের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাত সুলতানা নিশি। সম্পূর্ন আয়োজনে সাংবাদিক, ইয়াসের সকল সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে আয়োজন সফল করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget