Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ যুবক আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক যুবককে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত যুবকের নাম কাউসার মিয়া (২৯),সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত ফজর আলীর ছেলে।   

বিজিবি সুত্রে জানাগেছে,বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় লাউরগড় বিওপির (হাবিলদার) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে,সীমান্তের নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে ১০ বোতল ভারতীয় মদ সহ ওই যুবককে আটক করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় সোর্পদ করার কার্যক্রম চলমান রয়েছে।

 

 

বাগমারায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান

বাগমারা (রাজশাহী):  রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ড্রামচিমনি ইটভাটা। সরকার বিভিন্ন সময়ে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় সরকারি নির্দেশনা জারি করিলে ও কতিপয় ভাটার মালিকেরা সরকারের নির্দেশ না মেনে অবৈধভাবে গড়ে তুলেছে ড্রামচিমনি ইটভাটা। তাই এই ভাটাগুলো অবৈধ হওয়ায় (২৩শে ডিসেম্বর) বুধবার রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনির হোসেন ও বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ মিজানুর রহমান, পরির্দশক মোঃ নাসিরুল্লাহ, উপজেলা ফার্য়ার সার্ভিসের পরিচালক মোঃ জাকির হোসেন। এই অভিযান পরিচালনা করার সময় পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মোঃ মনির হোসেন কে প্রশ্ন করা হলে তিনি জানান, বাগমারাতে যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে রাজশাহীর অন্য কোন উপজেলায় এতগুলো অবৈধ ইটভাটা নেই। তিনি আরও বলেন, এ অবৈধ ইটভাটা গুলো বন্ধ করতে আমাদের পরিবেশ  অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। পাশাপাশি তিনি আরোও বলেন, এসব ইটভাটার কারণে ভবিষ্যৎ প্রজম্নের বড় ধরনের রোগত্রুান্ত হওয়ার সম্ভবনা রয়েছে যেমন ক্যান্সার, শ্বাসকস্ট ইত্যাদি। এছাড়াও কেমিস্ট মোঃ মিজানুর রহমান বলেন, এই অবৈধ ড্রামচিমনি ইটভাটার কারণে পরিবেশ দূষিত হয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তাই এলাকার জনসাধারণকে সচেতন থেকে এগুলো প্রতিহত করার জন্য তিনি আহবান জানান।

জামালগঞ্জের সুরমা নদীতে সেতুর জন্য সীমাহীন দূর্ভোগ

মোজাম্মেল আলম ভূঁইয়া, হাওরাঞ্চল, সুনামগঞ্জ : বাংলাদেশের হাওর সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা। এখানে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ। সরকার প্রতিবছর এই জেলা থেকে কোটিকোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। তারপরও ভোগান্তির শেষ নেই অবহেলিত সুনামগঞ্জ জেলাবাসীর। সারাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখনও এই জেলার জামালগঞ্জ উপজেলা রয়েছে চরম অবহেলিত। এই উপজেলার সুরমা নদীতে একটি সেতু না থাকার কারণে দুই লক্ষাধিক মানুষকে দীর্ঘদিন যাবত পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ।
খোঁজ নিয়ে জানাযায়- ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলার জামালগঞ্জ উপজেলা। এই উপজেলার মাঝখান দিয়ে বয়েগেছে সুরমা নদী। এই নদীর এক তীরে অবস্থিত জামালগঞ্জ আর অন্য তীরে অবস্থিত ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র সচনা বাজার। সুরমা নদীটি জামালগঞ্জ উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। উপজেলা পরিষদ,থানা,ব্যাংক,স্কুল,কলেজ ও হাসাপাতালসহ ৩টি ইউনিয়ন পরিষদ অবস্থিত জামালগঞ্জ এর তীরে। আর বাকি ৩টি ইউনিয়ন পরিষদসহ ব্যবসা-বাণিজ্যের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে সাচনা বাজারের তীরে। যার ফলে স্কুল,কলেজ,মাদ্রাসাসহ অফিসিয়াল কাজকর্ম করতে ছাত্রছাত্রী ও এলাকার লোকজনসহ অর্ধলক্ষাধিক মানুষকে প্রতিদিন সুরমা নদী পাড় হয়ে জামালগঞ্জ যেতে হয়। আর মাছ ও সবজিসহ বেশির ভাগ মালামাল কেনার জন্য ব্যবসায়ী ও অন্যান্য মানুষকে সাচনা বাজারে আসতে হয়। কিন্তু সুরমা নদীতে সেতু না থাকার কারণে ছোট-বড় নৌকা দিয়ে নদীটি পারাপার হতে হয়। আর নৌকা দিয়ে সুরমা নদীটি পারাপার হতে গিয়ে প্রায়ই সময় ঘটছে দূর্ঘটনা। এছাড়া মূমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যেতে সুরমা নদী পার হতে গিয়ে রাস্তায় অনেকের মৃত্যু হয়। কারণ নদীটি পারাপার হতে সময় লাগে প্রায় ২০ থেকে ৩০মিনিট। খেয়া নৌকার জন্য করতে হয় দীর্ঘ সময় অপেক্ষা। তাই জামালগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সুরমা নদীতে একটি সেতু নির্মাণ করা। কিন্তু যুগযুগ পেরিয়ে গেলেও তাদের সেই দাবী আজ পর্যন্ত পূরণ হয়নি। তাই জীবনের ঝুকিসহ সীমাহীন সমস্যা নিয়ে প্রতিদিন লক্ষলক্ষ মানুষ সুরমা নদী নৌকা দিয়ে পারাপার হচ্ছে।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ,ব্যবসায়ী রাসেল আহমেদ, একলাস মিয়া,রঞ্জন দাস,সুবল দাসসহ আরো অনেকে বলেন-সুরমা নদীতে ব্রিজ না থাকার কারণে জামালগঞ্জ উপজেলার ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অফিসিয়াল কাজকর্ম করতে সবাইকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু আমাদের এই কষ্ঠ ও সমস্যা দেখার মতো কেউ নেই।
সাচনা বাজারের কলেজ ছাত্র অভিভাবক আশরাফুল আলম,দিন ইসলাম,রহমত আলী,আকিকুর রহমানসহ আরো অনেকেই বলেন-সুরমা নদীতে ব্রিজ না থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা সঠিক সময়ে স্কুল-কলেজে পৌছতে পারেনা। খেয়া নৌকার জন্য দীর্ঘ সময় অপক্ষো করতে হয়। আর বর্যাকালে সুরমা নদী পারাপার হতে গিয়ে নৌকা ডুবে প্রাণহানীর ঘটনা ঘটে। তখন নদীতে পানির গতিবেগ অনেক বেশি থাকে। তাই ভয়ে ছাত্রছাত্রীরা স্কুল-কলেজে কেউ যেতে চায় না। আর এই সীমাহীন সমস্যা সমাধানের জন্য শীগ্রই সুরমা নদীতে ব্রিজ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্ঠি কামনা করছি।  
এব্যাপারে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম সাংবাদিকদের জানান-জামালগঞ্জ সদরের সুরমা নদীতে এপ্রোচসহ ১২১০মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। সেতুর ডিজাইন ও জায়গা নির্ধারন করার পর নির্মাণ কাজ শুরু হবে। সেই সাথে হাওরাঞ্চলের উড়াল সেতুর সাথে সুরমা সেতুর সংযোগ দেওয়া হবে। আশা করছি শীগ্রই জনগণের দূর্ভোগ লাগব হবে।

নওগাঁয় দুর্নীতি-অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর মান্দায় দূর্নীতি, অর্থ-আত্মসাৎ ও নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিষ্ট্রি নিয়েছেন সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, অর্থ আত্মসাত ও অবৈধ নিয়োগ বানিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তর মূলক শাস্তি চান। এসময় মানববন্ধনের অভিভাবক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক, আব্দুল কুদ্দুস, সাদেকুল ইসলাম, আব্দুল কাদের সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।


নওগাঁয় মঞ্জুরীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মানের ভুমি অধিগ্রহনের ক্ষতিপুরনের চেক হস্তান্তর

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় মজ্ঞুরীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় প্রকল্পস্থল শহরের বাইপাস সড়ক সংলগ্ন খলিসাকুড়ি মৌজায় উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এই চেক বিতরন করেন।
চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার ভ’মি মোঃ নাহারুল ইসলাম, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, সদর উপজেলা ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধিগ্রহণকৃত ভ’মির মালিকরা উপস্থিত ছিলেন।
নওগাঁ ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ঐ মৌজায় মোট ৮ একর ( ৮শ শতক ) ভুমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহনকৃত ভ’মির মোট মুল্য ধার্য করা হয়েছে ৪২ কোটি ৯০ লক্ষ ৫ হাজার ৫শ ৪ টাকা ৯৯ পয়সা।
এর মধ্যে এই অনুষ্ঠানে ১৮ জন ভুমির মালিকদের নিকট ১৮ কোটি ৬৯ লক্ষ ৯৭ হাজার ১শ ২ টাকার চেক বিতরন করা হয়। অবশিষ্ট ভুমি নিয়ে কিছু অভিযোগ থাকায় সেগুলোর ক্ষতিপুরনের চেক হস্তান্তর স্থগিত রয়েছে। অভিযোগগুলো নিষ্পত্তি হলে তা বিতরন করা হবে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ  জানিয়েছেন। চেক প্রাপ্তি থেকে বঞ্চিত ভ’মির মালিকরা অভিযোগ করেছেন কিছু কুচক্রী মহল অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য জমির বিতর্কিত মালিকানা দাবী করে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান সম্পর্কিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ জেলায় মোট ৫ লক্ষ ৩১ হাজার ৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষমাত্রা নিয়ে কর্মসূচী শুরু হয়েছে। এর মধ্যে ৯মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২ লক্ষ ৪৭ হাজার ৪শ ৮ জন এবং ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৬শ ৬৩ জন। সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ বুধবার (২৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।  
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন এই কর্মসূচী গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী বছর ২৪ জানুয়ারী পর্যন্ত।
এই কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নে জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় ২ হাজার ৪শ ৪০টি টিকাদান কেন্দ্রে ২৯৭ জন স্বাস্থ্য সহকারী এবং ৭ হাজার ৩শ ২০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এ সময় ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহমুদুর রহমান উপিস্থত ছিলেন। সাংবাদিকেদর মধ্যে নওগাঁ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, এ্যাড. শেখ আনোয়ার হোসেন এবং মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।
সূত্রমতে উপেজলা ভিত্তিক হাম-রুবেলা টিকা প্রদানের শিশুর সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২৯ হাজার ৯শ ৫১ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২৯ হাজার ৮৮ জনসহ মোট ৫৯ হাজার ৩৯ জন, আত্রাই উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৭ হাজার ৮শ ১৬ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২১ হাজার ৭৬ জনসহ মোট ৩৮ হাজার ৮শ ৯২ জন, বদলগাছি উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের ১৮ হাজার ৩শ ৮০ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২১ হাজার ৬শ ২৪ জনসহ মোট ৪০ হাজার ৪ জন, ধামইরহাট উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৪ হাজার ৫শ ৫৭ জন ও ৫ বছর থেকে ১০ বয়সের শিশু ১৭ হাজার ১শ ২৫ জনসহ মোট ৩১ হাজার ৬শ ৮২ জন, মহাদেবপুর উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২৮ হাজার ৫শ ৮৫ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ৩৩ হাজার ৬শ ৩০ জনসহ মোট ৬২ হাজার ২শ ১৫ জন, মান্দা উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২৭ হাজার ৯শ ৬১ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ৩২ হাজার ৮শ ৯৫ জনসহ মোট ৬০ হাজার ৮শ ৫৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২১ হাজার ৯শ ৩৪ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২৫ হাজার৮শ ৪ জনসহ মোট ৪৭ হাজার ৭শ ৩৮ জন, পত্নীতলা উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২০ হাজার ৯শ ৭৫ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২৩ হাজার ৩শ ৫ জনসহ মোট ৪৪ হাজার ২শ ৮০ জন, পোরশা উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৩ হাজার ৫শ ৬০ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ১৫ হাজার ৯শ ৫৩ জনসহ মোট ২৯ হাজার ৫শ ১৩ জন, রানীনগর উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৬ হাজার ৫শ ৭৫ জন ও ৫ বছর থেকে ১০ বয়সের শিশু ১৯ হাজার ৫শ জনসহ মোট ৩৬ হাজার ৭৫ জন, সাপাহার উপজেলায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৭ হাজার ৫শ ৩২ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু ২০ হাজার ৬শ ২৫ জনসহ মোট ৩৮ হাজহার ১শ ৫৭ জন এবং নওগাঁ পৌরসভা এলাকায় ৯ মাস থেকে ৫ বছর বয়সের শিশু ১৯ হাজার ৫শ ৮২ জন ও ৫ বছর তেকে ১০ বছর বয়সের শিশু ২৩ হাজার ৩৮ জনসহ মোট ৪২ হাজার ৬শ ২০ জন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget