Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

যশোরে ২০ পিস স্বর্ণের  বার সহ এক পাচারকারী আটক

মোঃ  রাসেল ইসলাম,যশোর : যশোর কোতয়ালী থানাধীন পৌর পার্কের সামনে থেকে ২০পিস স্বর্ণের বার সহ মোঃ ইমাদুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। আটককৃত সোনা পাচারকারী ইমাদুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

সোমবার (২১ ডিসেম্বর) সকালের দিকে ২০পিস স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নেরর অধিনায়ক লেঃ  কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র যশোর শহরের পৌর পার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার উদ্ধার করেন। 

তিনি আরো জানান,আটক ব্যক্তি র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে যশোরের কোতয়ালী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি কতৃক এ্যাম্পুলসহ ছাত্রলীগ সভাপতি আটক

আতাউর শাহ্, নওগাঁ :
নওগাঁ ধামুইরহাট সরকারি এনএমসি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা (২০) ৩৯টি ভারতীয় নেশাদ্রব্য এ্যাম্পুল ও ১টি ১৫০ সিসি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেছে ১৪ বিজিবি।

মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জানায়, সোমবার রাত ১০টার দিকে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির টহল দলের সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়। সোমবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে, এসময় অভিযানে ৩৯টি ভারতীয় নেশাদ্রব্য এ্যাম্পল ও ১টি ১৫০ সিসি হিরো হাংক মোটর সাইকেলসহ মাসুদ রানাকে আটক করা হয়।

আটককৃত হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুত এর পুত্র ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা।

নওগাাঁর সাপাহারে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাাঁর সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও গোয়ালা ইউনিয়নের অসহায় শিতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার (২২ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ও গোয়ালা ইউনিয়নের অসহায় শিতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রদীপ সাহা প্রমূখ।

নওগাঁয় জেলা প্রশাসকের নিকট আশার কম্বল হস্তান্তর

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় শীতার্ত, অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বে-সরকারি এনজিও সংস্থা আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট গরম কাপড় (কম্বল) হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হারুন-অর-রশীদের নিকট এই কম্বল হস্তান্তর করা হয়। শীতার্তদের মাঝে দেশব্যাপী আশার এই কম্বল বিতরন অব্যাহত রয়েছে। আশার নওগাঁ অঞ্চলের পক্ষ থেকে ৩শতটি কম্বল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, আশার বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান, নওগাঁ (সদর) জেলা ম্যানেজার মোখলেছুর রহমান, নওগাঁ (নজিপুর) জেলা ম্যানেজার বাবুলুর রশিদ, নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রেজাউল ইসলাম, আরএম (এগ্রি:) সাইফুদ্দীন, এসই মৌসুদ হোসেন চৌধুরী, ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর আক্তার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আবু হেনা জিয়ানুর রহমান। এসময় জেলা প্রশাসক বলে শীতার্তদের মাঝে কম্বল বিতরনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। করোনা ভাইরাসের এই দুর্যোগ চলাকালীন সময়ে এসে হানা দিয়েছে শীত। তাই সমাজের এই সব অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবার জন্য সামর্থবান সকলকে আহ্বান জানান তিনি। 

নওগাঁয় ট্রাকের চাপায় এক ভটভটি আরোহী’র মৃত্যু

সালমান ফাসী (সজল), নওগাঁ অফিস : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর)সকাল সাড়ে ৬টায় শহরের দয়ালের মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাছ বোঝাই ভটভটিকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানিয়েছেন জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রাম থেকে ভটভটি ভর্তি মাছ নিয়ে নওগাঁ বাজারে আসছিল। ঐ গ্রামের আলহাজ্ব আত্তাব আলীর পুকুরের মাছ নিয়ে মোঃ ইদ্রিস আলী ভটভটির চালক শামীমের সাথে আসার পথে ঘটনার সময় দয়ালের মোড়ে পানি পান করার জন্য দাঁড়িয়েছিল।

এ সময় বিপরীত দিক থেকে বালু ও পাথর পরিবহনের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রমের সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডার পিলারাগুলো ভেঙ্গে দাঁড়িয়ে থাকা মাছ বোঝাই ভটভটিকে চাপা দিয়ে পাশের একটি ঔষধের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটির আরোহী উক্ত ইদ্রিস (৫০)-এর মৃত্যু হয়। ভটভটিতে থাকা মাছগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। ভাগ্যক্রমে ভটভটির চালক শমীম অক্ষত আছেন। নিহত ইদ্রিস আলী শিবরাম পুর গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র।

এদিকে ট্রাক ঢুকে পড়ায় একটি ঔষধের দোকান এবং ট্রাক চাপায় ভটভটির ধাক্কায় একটি ফলের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। নওগাঁ সদর থানার পুলিশ নিহত ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ব্যপারে নওগাঁ সর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

যশোরের নাভারনে প্রাইভেটকার থেকে পাঁচ লক্ষ ইউএস ডলার সহ আটক-২

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : যশোরের নাভারন এলাকা থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ হদয় মিয়া(২০)ও আশরাফুল ইসলাম(২৮)নামে দুইজন হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (২০ নভেম্বর) একটি প্রাইভেটকার থেকে ইউএস ডলার সহ দুইজন হুন্ডি ব্যবসায়ী কে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ীরা হলেন, চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারী ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম৷

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গত (১৯ ডিসেম্বর) ২টা ৪০ মিনিটে  যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ একটি টহল দল নাভারনের উলাশী পাঁকা রাস্তার উপর থেকে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫,০০,০০০ ইউএস ডলার আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০/- (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget