নওগাঁয় তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চলছে জমি প্রস্তুতির কাজ
সালমান ফার্সী, (সজল)নওগাঁ : নওগাঁয় দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। গত কয়েক দিনে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নি¤œ আয়ের মানুষ। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। চলমান শৈত প্রবাহের কারণে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। সামনের সব কিছুই দেখা যায় ধোঁয়াশার মত। গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়তে থাকে হিম কুয়াশা। তবুও জেলার রাণীনগর উপজেলায় আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে কৃষকরা তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করেও মাঠে কাজ করছেন। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কৃষকরা তাদের জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে উপজেলার বিল অধ্যুষিত এলাকা মিরাট ইউনিয়নের প্রায় সকল মাঠেই কৃষকরা আসন্ন ইরি-বোরো ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নওগাঁয় সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১২.৫ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলায় কুয়াশা কম থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন আসন্ন ইরি-বোরো মৌসুমে উপজেলায় ১৮হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই বোরো বীজতলার চারা রোপনের উপযুক্ত হয়ে যাবে। ইতিমধ্যেই কৃষকরা তাদের জমি প্রস্তুত করতে শুরু করেছেন। তবে চলমান শৈত প্রবাহ, তীব্র শীত ও ঘনকুয়াশায় বোরো ধানের বীজতলার তেমন কোন ক্ষতি হবে না। আমরা আশা করছি যে জমি প্রস্তুত করা থেকে শুরু করে বোরো ধান রোপনের ক্ষেত্রে এই শীত ও ঘনকুয়াশা কোন প্রভাব ফেলবে না। কারণ এই বৈরি আবহাওয়া আর বেশি দিন অব্যাহত থাকবে না।