Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলার প্রতিবাদে বিএমএসএফের ক্ষোভ

ইমাম বিমান : সিলেটে প্রত্রিকা ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক শেয়ার করায় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশের একমাত্র বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ।

রোববার(০৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির আহবায়ক শহীদুল ইসলাম পাইলট ও সদস্য সচিব আহমেদ আবু জাফর বলেন, রাষ্ট্রীয় চোর,দখলবাজ,ঘুষখোরদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই জেল জুলুম- হুলিয়া ভোগ করতে হয়। শুধু তাই নয় দেশে দেশে সাংবাদিকদের নির্যাতন করে তাদের উপহর হামলা করা হচ্ছে। আর যখন নির্যাতন হামলা করেও সাংবাদিকদের দমন পিড়ন সম্ভব হচ্ছে না ঠিক তখনই সাংবাদিকদের কলম বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা বাক স্বাধীনতায় হস্থক্ষেপ করার মাধ্যমে কন্ঠরোধ করা হচ্ছে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় সাংবাদিকদের ওপর দমনপীড়ন চলছেই। এই আইনটি রাষ্ট্রের সাংবাদিকদের ওপর কার্যকর রাখা আর ফুটো কলসিতে পানি ঢালা একই কথা।

দখল-দূর্ণীতিবাজ, ঘুষখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ লিখলেই একেরপর এক ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা সাংবাদিকদের হেনস্থা, হয়রাণী ও গ্রেফতার করে জেলের ঘানি টানতে হচ্ছে। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় সাংবাদিকদের আর হয়রাণী না করার আহবান জানিয়েছেন দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ। তারা আরও জানান, সাংবাদিকরা রাষ্ট্রের পাহাড়াদার হিসেবে আইন শৃঙ্খলা বাহীনিকে চোখে আঙ্গুল দিয়ে চোর দেখিয়ে দিচ্ছেন। ফলে সেই সাংবাদিকরাই যদি উল্টো রাষ্ট্রের কাছে আসামী হন; তবে রাষ্ট্রীয় উন্নয়ন স্বপ্নের মাঝে লুকিয়ে থাকবে। তাই এখনও সময় আছে ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা আর কোনো সাংবাদিক যেন হয়রাণীর শিকার না হন। এরুপ একটি ঘটনায় শুক্রবার সিলে‌টের শাহজালাল উপশহ‌রে দীর্ঘদিন ধ‌রে চলা চাদাঁবা‌জি, প্রবাসী‌দের জ‌মি ও বাসা দখল, মাদকব‌্যবসার গডফাদার‌ স্থানীয় ক্ষমতাশীন দ‌লের কাউ‌ন্সিলরের বিরু‌দ্ধে সংবাদ প্রকা‌শের জের ধ‌রে সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলায় সি‌লে‌ট থে‌কে প্রকা‌শিত দৈ‌নিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ সং‌শ্লিষ্ট প্রতিবেদক সহ ১৮ জনের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ মামলায় উল্লেখিত আসামী সাংবাদিকদের বাড়ি বাড়ি তল্লাসি চালাচ্ছেন। এদিকে সংবাদ প্রকা‌শের জের ধ‌রে সং‌শ্লিষ্ট সংবা‌দের কোন প্রতিবাদ কিংবা বাংলাদেশ প্রেস কাউ‌ন্সি‌লে মামলা করারও পথ ছিল। কিন্তু তা না ক‌রে প‌ত্রিক‌া‌টি‌কে এ‌কেবা‌রে বন্ধ ক‌রে দেবার প্রয়া‌সে সম্পাদক, মা‌লিক সহ সাংবা‌দিকদের বিরু‌দ্ধে অ-জা‌মিন‌যোগ‌্য ধারায় থানায় মামলা ক‌রে‌ছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতা ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছালেহ আহমদ সেলিম। এক‌টি সংবাদ প্রকাশ ও শেয়ার করার ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে এ মামলা দা‌য়ে‌রের ঘটনা নিঃস‌ন্দে‌হে পেশাদার সাংবা‌দিকদের প্রতি নিপীড়‌নের সর্বশেষ এক‌টি উদাহরন বলে আমরা মনে করি।

" বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা‌য়। একই সা‌থে মামলার বাদী কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করার মাধ্যমে মামলার সুষ্ঠু তদ‌ন্তের দাবী জানায়। অন্যথায় বিএমএসএফ কঠোর কর্মসূচী দেয়ারও হুশিয়ারী উচ্চারণ করেন।

 


১১০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারী থানার বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের নদীডাঙ্গী গ্রাম থেক পশিনা বেগম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার(০৬ ডিসেম্বর) সকালে আটোয়ারী থানাধীন বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি রনজু আহম্মেদ এর নেতৃত্বে এক অভিযানে পশিনা বেগমকে আটক করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার ইউদ্দীন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে (০৬ ডিসেম্বর)সকালে পশিনাকে আটক করা হয়। তিনি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন মামলা রজু করা হয়েছে, মামলা -০২, তারিখ ০৫/১২/২০২০।

ওসি আরো বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। পুলিশের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় সরকার -রাজশাহী রেঞ্জের ডিআইজি

সালমান ফার্সী, নওগাঁ : ২০১৭ সালে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৯৯৯ সার্ভিসের উদ্বোধন করেন। তখন থেকে সারা বাংলাদেশে এই সার্ভিস চালু হয়েছে। ৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় সরকার বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। তিনি বলেন পুলিশি সেবার জন্য মানুষকে হয়রানির শিকার হতে না হয়। মানুষ যেন ফোন করেই পুলিশি এই সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যায় এটাই এই সার্ভিসের মূল লক্ষ্যে।
তিনি রবিবার (০৬ ডিসেম্বর) দুপূরে নওগাঁয় পুলিশ লাইন্সে একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা কলেন। এ সময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও চিশতীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

নওগাঁর আত্রাইয়ে গো-খাদ্যের সংকটে কৃষক ও খামারীরা দিশেহারা

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে উচ্চ মূল্য দিয়ে খর কিনে গো-খাদ্যের চাহিদা পূরণ করতে হচ্ছে। এতে করে এলাকার হাজার হাজার কৃষক ও গো-খামারীরা হিমসিম খাচ্ছে। অনেকে গো-খাদ্য সংকটের কারনে গরু ছাগল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।
জানা যায়, এ বছর পর পর দু’বার ভয়াবহ বন্যায় আত্রাইয়ের কোন মাঠে আমন ধানের চাষ হয়নি। অন্যান্যবার উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হতো। এর মধ্যে মনিয়ারী, ভোঁপাড়া, শাহাগোলা ইউনিয়নে সর্বাধিক পরিমান জমিতে আমন ধানের চাষ করা হয়। আর এসব ধানের খর এলাকার গো-খাদ্যের চাহিদা মিটিয়ে দেশে অন্যান্য জেলায় এ খরগুলো বিক্রি করা হতো। কিন্তু এবারের ভয়াবহ বন্যায় আমন ধানের চাষ না হওয়ায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে জেলার যেসব থানায় আমন ধানের চাষ হয়েছে ওই এলাকা থেকে উচ্চ মূল্য দিয়ে খর কিনতে হচ্ছে কৃষক ও গো-খামারীদের। প্রতিদিন সেই কাকডাকা ভোরেই ভ্যানযোগে গো-খাদ্য নিয়ে হাজির হন উপজেলা সদরের সাহেবগঞ্জ ব্রিজে। আর মুহুর্তের মধ্যেই এগুলো বিক্রি হয়ে যায় খামারী ও কৃষকদের কাছে।
ভ্যানযোগে আত্রাইয়ে খর বিক্রি করতে আসা রাণীনগর উপজেলার জলকৈ গ্রামের ইদ্রিস আলী ও উজলপুর গ্রামের কেরামত আলী বলেন, আত্রাইয়ে গো-খাদ্যের ব্যাপক চাহিদা আছে। এ জন্য আমরা প্রতিদিন সকালে খর বোঝাই ভ্যান নিয়ে এখানে আসি। রাণীনগর এলাকায় আমন ধানের চাষ হওয়ায় সেখানে পর্যাপ্ত পরিমান খর পাওয়া যাচ্ছে। আমরা ওই এলাকার কৃষকের কাছ থেকে খর কিনে এখানে নিয়ে আসি। প্রতি ভ্যান খর ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রয় হয়। এতে আমরা বেশ লাভবান হই।
আত্রাই উপজেলার জামগ্রামের সাইদুর রহমান বলেন, আমন ধানের খরের উপর ভরসা করে আমরা ইরিবোরো ধানের খর ওই সময় বিক্রি করে দিয়েছি। কিন্তু আমাদের সকল ভরসা ম্লান হয়ে গেছে ভয়াবহ বন্যায়। না পেলাম ধান, না পেলাম খর। এ যেন আম-ছালা দু’টাই হারালাম। আমাদের অঞ্চলে আমন ধান না হওয়ায় উচ্চ মূল্য দিয়ে খর ক্রয় করতে হচ্ছে।
শাহাগোলা গ্রামের সোহেল হোসেন বলেন, যে খর আগে কিনতাম ৫০০ টাকায় সেই খর এবার কিনতে হচ্ছে ২৫০০ টাকায়। এতে করে গরু ছাগল প্রতিপালন আামদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।

নওগাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করেন: একুশে পরিষদ

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁর স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সময় নওগাঁর ২৮জন বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই সব বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার(০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের প্যারীমোহন লাইব্রীতে একুশে পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সব বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডি এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম,এম রাসেল, উপদেষ্টা কায়েশ উদ্দীন, প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. এয়নুল হক(দুলদুল) সহ প্রমুখ।

নওগাঁয় ৩৪ কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩৪ কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। শনিবর(০৫ ডিসেম্বর) ভোর ৩টায় বিআইপি তথ্যের ভিত্তিতে করমুডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে চন্দ্রাঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য- ৪,১৯,০০০/- টাকা। অভিযান চলাকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীগণ রাতের অন্ধকারে পালিয়ে যায় । এ ব্যাপারে সাপাহার থানায় মামলা করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget