Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁয় কৃষক মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠিত

আব্দুর রউফ (রাণীনগর), নওগাঁ  : নওগাঁর রাণীনগরে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে হাইব্রিড  এজেড৭০০৬ জাতের ধান বিষয়ে মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার রাতোয়াল বাজার প্রাঙ্গনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষিভিত্তিক কোম্পানি বায়ারের এক্সিকিউটিব কর্মকর্তা কৃষিবিদ রওশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ারের রাজশাহী রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সনজিৎ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, বিএস শরিফুল ইসলাম, বায়ারের পরিবেশক মোমিনুল হক হিরন প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন কৃষকদের মাঝে হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরন করা হয়। এরপর আমন মৌসুমে এজেড৭০০৬ জাতের চাষ করা হাইব্রিড ধানের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও কৃষক। এসময় কৃষকদের এই জাতের ধান চাষের উপকারিতা, পরিচর্যা ও ফলনসহ নানা বিষয়ে অবগত করা হয়।
 

নওগাঁ ১৬ বিজিবি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর

সালমান ফার্সী (সজল), নওগাঁ  : নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর করা হয়েছে। নওগাঁ-১৬ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বিজিবি-১৬ ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার করা ওই ১১টি মূর্তির ওজন ২৭০ কেজি। যার মূল্য ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

নওগাঁ ১৬ বিজিবি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধীন পরিচালিত নওগাঁ সীমান্ত পাবলিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মূর্তিগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিম মোহাম্মদ মাসুদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে ওই ১১টি মূর্তি হস্তান্তর করেন।
এ সময় বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।   
বিজিবির কাছ থেকে মূল্যবান ও প্রত্মতাত্ত্বিক ঐতিহ্যবাহী দুলর্ভ মূর্তিগুলো গ্রহণ করার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালক নাহিদ সুলতানা বলেন, বিজিবির কাছ থেকে পাওয়া এসব মূর্তি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে প্রদান করা হবে।

সেলফি তোলায় রেগে ভক্তের ফোন ছুড়ে ফেলে দিলেন ক্রিকেটার সাকিব

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে’র সবচেয়ে বড় সুনাম ধন্য তারকা সাকিব আল হাসান। স্বাভাবিক ভাবেই তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক ভক্ত। সেলফি তোলায় ভক্তের হাত থেকে ফোন কেড়ে ছুড়ে ফেলে দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।এমন ঘটনাটি ঘটে যশোরের বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেন্জার টার্মিনালের ভিতর।

আজ বৃহস্পতিবার দুপুর বেলা বেনাপোল কাস্টমস হাউজ থেকে সরাসরি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সাকিব আল হাসানের এক ভক্ত সাকিব কে দেখে দৌড়ে তার সামনে গিয়ে সেলফি তুলতে যাওয়ায় সাকিব ফোনটি কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এমনটি বলেছেন সাকিব ভক্ত মোহাম্মদ সেক্টর।

এঘটনার ব্যাপারে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে না পেরে তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন। আমি অনেক কষ্ট পেয়েছি।

এদিকে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে আজ দুপুরে ভারতে গেছেন। সাকিব আল হাসানের কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন তিনি।

বেনাপোলে ডিবি পুলিশের অভিযান ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী তরিকুল শিবনাথপুর গ্রামের মৃত: আবুবক্কর সরদার এর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেনদাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের মধ্য থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নওগাঁয় চুপিচুপি আসছে শীত

সালমান ফার্সাী (সজল), নওগাঁ : নওগাঁয় চুপিচুপি আসছে শীত। ধানের শীষের উপর ভর করেছে কুয়াশা, সকালে সুর্যের আলোয় তা ছড়িয়ে দিয়েছে মুক্তোদানার আলো। কার্তিকের মাঝামাঝিতে ভোরবেলা দুর্বাঘাসে শিশির দেখা যায়। গত কয়েকদিন থেকে ফ্যানের খুব একটা প্রয়োজন হচ্ছেনা। তাই শিরশিরে বাতাসের সাথে শীত এসে দরজায় করা নাড়ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে হেমন্তের মাঝেই শীতের উপলব্ধি।
নওগাঁ সহ সারাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের আবহাওয়া এতোটাই বদলে গেছে যে, প্রকৃতিও তার আচরণ পাল্টাতে শুরু করেছে। আঁচ করা কঠিন হয়ে পড়েছে গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতের মতো প্রধান ঋতুগুলোর আচরণ। জলবায়ু বিপর্যয় প্রকৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরপরেও বদলায় ঋতু।
ভোরের শিশির ভেজা ঘাস ও কাঁচা-পাকা ধানের শীষে মুক্তোদানা শীতের আগমনের জানান দিচ্ছে। দীর্ঘ রাতের পর সকালে শিশির বিন্দু দেখে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই বলতে হয় ‘দুয়ারে আসিছে শীত; বরি লও তারে..’।
ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠন্ডাঠান্ডা ভাব। শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীর্বতা খুব একটা কমেনি।  
ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই চুপিচুপি শীতের আগমন। গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠান্ডায়। ভোরের শিশির ভেজা ঘাস ও কাঁচা-পাকা ধানের শীষে মুক্তোদানা শীতের আগমণের জানান দিচ্ছে। তবে নভেম্বরে পুরোপুরি শীত না আসলেও ডিসেম্বরে পুরোপুরি শীত আসবে।
নওগাঁর দিগন্ত মাঠের সবুজ প্রকৃতি এখন সবুজ আর হালকা হলুদ রঙে সেজেছে। শীতের স্বর্গীয় সৌন্দর্য ফুটে উঠছে মাঠে মাঠে। গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো ইত্যাদি।

তাহিরপুর সীমান্তে গাঁজার চালান সহ যুবক আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই বোতল বিদেশী মদ ও  ৮ কেজি গাঁজার চালান সহ এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র জোয়ানেরা।

আটককৃত যুবকের নাম মোঃ শাকিল দেলোয়ার( ২০),সে উপজেলার টেকারঘাট রজনী লাইন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।   

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপি'র নায়েক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে,মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা  ৩০ মিনিটে  সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৪,শত গজ বাংলাদেশের প্রবেশদারে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে দুই বোতল মদ সহ ৮ কেজি ভারতীয় গাঁজার চালান সহ এক (বাংলাদেশী)যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) লে-কর্নেল অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget