Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠি শহরে ভাইয়ের মৃত্যুর খবরে বোনের মৃত্যু
রিয়াজুল ইসলাম, ঝালকাঠি : শনিবার রাত সাড়ে ৮ টায় ঝালকাঠি ব্রাকমোড়ে ভাইয়ের মৃত্যুর  খবর শুনে বোন জাহানারা(৬০) হার্ট অ্যাটাক করে মৃত্যু বরন করেন। মরহুমা জাহানারা বেগম সুমন হাওলাদার ওরফে বাঘা সুমনের মা। শনিবার রাত ৮ টায়  ছোট ভাই আ: রাজ্জাক (৫৮) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে বড় বোন জাহানারা শুনে মা বলে চিৎকার করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর শুনে ব্রাক মোড়ের  মৃত জাহানারার বাসায় ভীর জমায় এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সুনামগঞ্জ সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা পাচাঁর: ২টন জব্দ
মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ :সুনামগঞ্জের লাউড়গড়,চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চাঁরাগাঁও ও বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা দিয়ে নাটকীয় ভাবে চলছে চোরাচালান। বিজিবি অভিযান চালিয়ে ২ মে.টন চোরাই কয়লা আটক করেছে। কিন্তু সোর্স পরিচয়ধারী চিহ্নিত চোরাচালানীদের বিরুদ্ধে মাদক,কয়লা ও হুন্ডিসহ একাধিক চাঁদাবাজি মামলা থাকার পরও গ্রেফতার করা হচ্ছেনা।
খোঁজ নিয়ে জানাযায়- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলার তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও সীমান্তের বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে ৬-৭দিন অবৈধ কয়লা ও মাদক পাচাঁর বন্ধ রাখে বিজিবি। কিন্তু গত ২১ শে অক্টোবর রাত ১২টায় চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা এফএস জিকরুলের সহযোগীতা সোর্স পরিচয়ধারী রমজান মিয়া ও বাবুল মিয়ার নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে প্রায় ৭ মে.টন কয়লা পাচাঁর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে একই সময়ে পাশর্^বর্তী বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা চাকমাহাটি এলাকা দিয়ে ইয়াবা মামলার আসামী সোর্স কালাম মিয়া ১০ মে.টন চোরাই কয়লাসহ বিপুল পরিমান মদ,ইয়াবা ও কাঠ,লাকড়ি,বরশির চিপ পাচাঁর করে। পরে পাচাঁরকৃত কয়লাসহ অন্যান্য মালামাল লালঘাট গ্রামের চোরাই কয়লা ব্যবসায়ী শহিদুল্লা ও খোকন মিয়া ক্রয় করে এবং শহিদুল্লার বাড়ি সংলগ্ন হাওরের পারে নৌকায় বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ব্রিজ সংলগ্ন মনতলা নিয়ে বিক্রি করে। পরদিন সকালে এখবর এলাকায় জানাজানি হওয়ার পর ১মে.টন অবৈধ কয়লা জব্দ করে চাঁরাগাঁও ক্যাম্পের বিজিবি সদস্যরা। এঘটনার পর আবার ১দিন কয়লা ও মাদক পাচাঁর বন্ধ থাকে। এরপর দিন ২৩ শে অক্টোবর শুক্রবার রাত ২টায় আবারও বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে ভারত থেকে ১০ মে.টন কয়লা পাচাঁর করে সোর্স রমজান মিয়া ও বাবুল মিয়া। এঘটনাটি প্রকাশ হওয়ার পর আবারও ১ মে.টন চোরাই কয়লা আটক করে বিজিবি। তবে পাচাঁরকৃত  প্রতি নৌকা অবৈধ মালামাল থেকে পুলিশ,সাংবাদিক ও বিজিবির নামে ৫ হাজার টাকা করে চাঁদা নিয়েছে সোর্সরা। অন্যদিকে লামাকাটা ও জংগলবাড়ি এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী লেংড়া জামাল ওপেন কয়লা,মাদক ও গরু পাঁচার করলেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। অপরদিকে টেকেরঘাট সীমান্তের পুলিশ ক্যাম্প ও বিসিআইসির খনি প্রকল্প এলাকাসহ বড়ছড়া ডাক বাংলার পশ্চিম দিক ও ভাংগারঘাটসহ রজনীলাইন এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী কামাল মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে চোরাই পথে ভারত থেকে কয়লা ও মাদক পাচাঁর করা হচ্ছে। এজন্য বাংলাদেশ থেকে মাছ,মাংস ও শাক-সবজি ভারতে পাঠানো হচ্ছে। অন্যদিকে চাঁনপুর সীমান্তের নয়াছড়া,গারো ছড়া,রাজই,কড়ইগড়া ও বারেকটিলা এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মাদক মামলার আসামী আবু বক্কর তার ছেলে আলমগীর ও রফিকুল মিয়ার নেতৃত্বে প্রতিদিন ওপেন মদ,গাঁজা,বিড়ি,ইয়াবা পাচাঁর করা হচ্ছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদ জব্দ করে। কিন্তু সোর্স পরিচয়ধারী ও চাঁদাবাজদের কখনোই গ্রেফতার করেনা। এছাড়া লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী,সাহিদাবাদ,পুরান লাউড়,শাহ-আরোফিন মোকাম এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী নুরু মিয়া,আমিনুল,নাজিম মিয়া,জজ মিয়া,নবীকুল ও জসিম মিয়ার নের্তৃত্বে সিন্ডিকেডের মাধ্যমে কয়লা,গাছ,মদ,গাঁজা,ইয়াবা,বিড়ি ও গরু পাঁচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়লা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। তখন ১১ রাউন্ড গুলিবর্ষন করেছে বিজিবি। এঘটনায় নারী,শিশু ও বিজিবি সদস্যরাসহ ১৫জন আহত হয়। পরে শালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এছাড়া কয়লা ও পাথর পাচাঁর করতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে যাদুকাটা নদীতে ডুবে অনেক চোরাচালানীর মৃত্যু হয়েছে। কিন্তু এসব বিষয় নিয়ে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম মুখ খুলতে নারাজ। তার সরকারী মোবাইল (০১৭৬৯-৬০৩১৩০) নাম্বারে বারবার কল করার পর শুধু ব্যস্ত পাওয়া যায়,তিনি ফোন রিসিভ করেন না। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির সাথে পুলিশ প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই। আর সোর্স পরিচয়ধারীদের বিষয়ে বিজিবির সাথে কথা হয়েছে তারা বলেছে বিজিবির কোন সোর্স নাই,তাই এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে সীমান্ত চোরাচালন ও চাঁদাবাজি বন্ধের জন্য সবার সহযোগীতা প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।
সীমান্ত এলাকার চোরাচালান ও চাঁদাবাজি বন্ধ করে সরকারে রাজস্ব বৃদ্ধি করার জন্য বিজিবির পাশাপাশি পুলিশ ও র‌্যাবকে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছেন ৩ শুল্কস্টেশনের বৈধ কয়লা ব্যবসায়ীরাসহ সবস্থরের জনসাধারণ।


 

নওগাঁর নিয়ামতপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

রাসেল রানা, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া থেকে শিবপুর জিসি পর্যন্ত ১২ কোটি ৮ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যায়ে সাড়ে ১২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর)দুপুর সাড়ে ১২টায় ছাতড়া বাজারে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ব্যাস্তবায়নে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি। এসময় নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিরা পেয়েরা, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নওগাঁর মান্দায় তােলপাড় মুসলিম মেয়েকে ধর্ষণ করল হিন্দু যুবক

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় এবার মুসলিম এক কিশারী মেয়েকে ধর্ষণ করল হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর জংলিপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে। এলাকাবাসিরা টের পেয়ে ধর্ষক ওই যুবককে হাতেনাতে আটক করেছে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসিরা ধর্ষকসহ ঐ ঘর তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তােলপাড়ের সৃস্টি হয়েছে। তারা ধর্ষকের ফাঁসি দাবী করেছে।


স্থানীয়রা জানান, হিদু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ষষ্টি পূজার দিন মান্দা উপজেলার কালিকাপুর জংলিপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ১১টার দিকে অসহায় ওই কিশারী মেয়েকে ঘরে একা পেয়ে জােরপূর্বক ধর্ষণ করেছে জেলার মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের যুতেহরি গ্রামের অতুল চন্দ্র পালের ছেলে অলিফ কুমার (২৬) নামের এক ধর্ষক। এ সময় বিক্ষুদ্ধরা ধর্ষককে রাতে ঐ ঘরে তালা লাগিয়ে আটকিয়ে রেখে সকালে থানায় খবর দেয়া হয়। পরে উপপরিদর্শক হাবিবুর রহমান একদল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক অলিপ কুমারকে আটক করে থানায় নিয়ে যান। এছাড়া ধর্ষণের শিকার ওই কিশারীকে থানা হফাজতে নিয়ে আসেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে তিনি উপপরিদর্শক হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফাের্সকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ সেখান থেকে অলিফ কুমার ও ধর্ষণের শিকার কিশারীকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় কিশােরীর বাবা আব্বাস আলী শাহ্ বাদি হয়ে ধর্ষক অলিফ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে পাঠানাে হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানাে হয়েছে।

রাণীনগরে সাড়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযাগ ৫৫ বছর বয়সি বেলালের

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর রাণীনগরে সাড়ে ৫ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযাগে উঠেছে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভােগী শিশুর বাবা বাদি হয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।
 
জানা গেছে, উপজেলার ভেটি গ্রামের রকিম উদ্দিনের পুত্র বেলাল হােসেন (৫৫) গত ১৭ অক্টােবর বিকেল সাড়ে ৫ ঘটিকার সময়, ব্যক্তিটি শিশুকে টাকা দিয়ে খাবার জিনিস কিনে দেয়ার লােভ দেখিয়ে ফুসলিয়ে পুকুর পারে নিয়ে যায়। এরপর বেলাল ওই শিশুকে নানা ভাবে যৌন নিপীড়ন করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুর মা’কে খবর দিলে শিশুর মা পুকুর পারে গিয়ে ওই অবস্থায় দেখতে পেয়ে শিশুকে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযােগ বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থনায় মামলা দায়ের করেন।

ভুক্তভােগী শিশুর বাবা জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করছি। দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপার রাণীনগর থানার ওসি মােঃ জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযােগে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget