Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হারিয়ে যাচ্ছে দেশি চাঁদিঠোঁট পাখি

আব্বাস আলী,নওগাঁ : পাখিটির নাম ‘দেশি চাঁদিঠোঁট’। এর ইংরেজি নাম ‘ইন্ডিয়ান সিলভারবিল (Indian Silverbill)’। বৈজ্ঞানিক নাম ‘লঙ্কুরা মালাবারিকা’ (Lonchura malabarica)। এরা ‘ছোট মুনিয়া’ নামেও পরিচিত।

এরা চড়ুই আকৃতির পাখি। তাই অনেকেই চড়ুই ভেবে থাকেন। বসবাসের জন্য এরা নিরাপদ জায়গা পছন্দ করে। মানুষের সমাগম দেখলে পালিয়ে যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় এ পাখি প্রচুর দেখা যেত।

তবে কাশবন, ছোট গুল্ম ও ঝোপঝাড় কমে যাওয়ায় দেশি চাঁদিঠোঁট বা মুনিয়া পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে।

এরা ধূসর ঠোঁট ও কালো লেজের পাখি। দেহের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১২ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির সাদা কোমর, দেহের পেছনের অংশ, ডানাসহ পিঠ ফিকে ও মেটে বাদামি।

লম্বা সুচালো লেজ কালো। দেহতল সাদাটে। ঠোঁট ত্রিকোণাকার ও ধূসরাভ। পা, পায়ের পাতা ও নখর ধূসরাভ-পাটল রঙের। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।

কাশবন, বালুময় শণবন, নদীতীরের আবাদি জমি ও কাঁটা ঝোপে এরা বিচরণ করে। ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্যে এদের দেখতে পাওয়া যায়। প্রকৃতিগতভাবে এরা মুনিয়ার সমগোত্রীয়।

এ পাখি সচরাচর দলে থাকে। ভূমিতে, ঘাসবনে ও মেঠোপথে লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে। খাদ্যতালিকায় রয়েছে বীজ ও ছোট পোকা। এরা কোনো কোনো সময় বাবুই পাখির পরিত্যক্ত বাসায় রাত কাটায়। প্রজনন সময় জুলাই থেকে ডিসেম্বর।

কাঁটা ঝোপের দুই-তিন মিটার উঁচুতে ঘাস, পাতা, পালক, পশম ও তুলা দিয়ে বলের মতো বাসা বানায় এবং ডিম পাড়ে। ডিমের রং সাদা, সংখ্যায় চার থেকে আটটি। ছেলে ও মেয়ে পাখি দুজনই ডিমে তা দেয় এবং ছানা পালন করে।

নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ এলাকার এক ধানক্ষেত থেকে ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার শামীনূর রহমান। তবে খুব বেশি একটা দেখা যায় না এদের।

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাথে সংঘর্ষ, গুলি বর্ষন: নারী ও শিশুসহ আহত ১৫

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তে কয়লা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে বিজিবি। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় নারী,শিশু ও বিজিবি সদস্যসহ ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়- প্রতিদিনের মতো গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী,শাহ-আরেফিন মোকাম ও সাহিদাবাদ ইকরগড়া এলাকা দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করে লাউড়গড় বাজার সংলগ্ন যাদুকাটা নদীর তীরে নিয়ে মজুত করে বিজিবি সোর্স পরিচয়ধারী নুরু মিয়া,আমিনুল,নাজিম উদ্দিন,জসিম মিয়া,নবীকুল ও জজ মিয়ার সংঘবদ্ধ লোকজন। এসময় লাউড়গড় ক্যাম্পের এফএস নাঈম কয়েকজন বিজিবি সদস্যদেরকে নিয়ে সবাইকে ধাওয়া করলে সোর্স পরিচয়ধারীরা সবাই নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় সুমন মিয়া (১৪) নামের কিশোরকে ধরে বেধরক মারধর করে নদীর তীরে ফেলে রেখে যায় বিজিবি। পরে যাদুকাটা নদী তীরবর্তী বাসিন্দারা কিশোর সুমনকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে সুমনের অবস্থা আশংকাজনক দেখে সোর্স পরিচয়ধারীরা এলাকাবাসীকে ফুসলিয়ে ক্যাম্পের সামনে গিয়ে বিজিবিকে ধাওয়া করে। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে বিজিবি ৫ রাউন্ড গুলি বর্ষন করলে সবাই পালিয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনায় বিজিবির ৫ সদস্যসহ দুলাল মিয়া,আফাজ উদ্দিন,শফিকুল ইসলাম,আব্দুল জলিল,আল-আমিন,হনুফা বেগম ও জমিলা বেগমসহ ১৫ জন আহত হয়। তাদেরকে বিশ^ম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানাগেছে। আহতরা সীমান্তের লাউড়গড়,মনাইপাড় ও সাহিদাবাদ এলাকার বাসিন্দা। বিজিবির সোর্স পরিচয়ধারীরা সিন্ডিকেডের মাধ্যমে দীর্ঘদিন যাবত লাউড়গড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে কয়লা,কাঠ,পাথর,নাসিরউদ্দিন বিড়ি,মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা ও অস্ত্রসহ গরু পাচাঁর করছে বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মাদক ও কয়লা চোরাচালান মামলা।
এব্যাপারে জানতে লাউড়গড় বিজিবি ক্যাম্প ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলমের সরকারী মোবাইল নাম্বারে বারবার কল করার পরও কেউ ফোন রিসিভ করেনি। তবে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু এই সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে তাহিরপুর থানা সূত্রে জানায়ায়।


 

নওগাঁর রাণীনগরে আমন ধান রক্ষায় চলছে নানা কর্মকান্ড

নওগাঁ অফিস : নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে আমন ধানকে ক্ষতিকর বাদামী ঘাস ফড়িং পোকা, ব্লাস্ট রোগসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের হাত থেকে কৃষকের স্বপ্ন ধানকে রক্ষার্থে চলছে সচেতনতা মূলক নানা কর্মকান্ড। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন ধানকে বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে আগে থেকেই কৃষকদের সচেতন করতে  এবং ধান ক্ষেতে সঠিক সময়ে সার ও প্রয়োজন মাফিক বালাইনাশক প্রয়োগ করতে নানা কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।

সন্ধ্যার পর কৃষকদের নিয়ে ধানের আইলের পাশে আলোক ফাঁদ পেতে ধানে আক্রমণ করতে এমন ক্ষতিকর পোকার উপস্থিতি নিশ্চিত করে পরে কৃষি বিভাগের পরামর্শ অনুসারে বালাইনাশক প্রয়োগ করা। গ্রামে গ্রামে গিয়ে সমাবেশ করা, বিভিন্ন হাট-বাজারে দল ভিত্তিক আলোচনা ও কৃষকদের ঘরে ঘরে গিয়ে পরামর্শ প্রদান, কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করাসহ নানা কর্মকান্ডগুলো কৃষি বিভাগের কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা বাস্তবায়ন করে আসছেন। এতে করে কৃষকরা সহজেই তাদের ধানের ক্ষেতে আক্রমণকারী ক্ষতিকর পোকা ও রোগকে চিহ্নিত করতে পারছেন এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে উপযুক্ত বালাইনাশক প্রয়োগ করে ধানকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারছেন। প্রতিদিনই উপজেলার ৮টি ইউনিয়নের কোন না কোন গ্রামে গিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ধানকে রক্ষা করার এই সব কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন।

উপজেলার কাশিমপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন কৃষি বিভাগের সহায়তায় কয়েকদিন পর পর আমি ধানের ক্ষেতের আইলে আলোক ফাঁদ পেতে ধান ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি জানতে পারছি। পরে কৃষি বিভাগের পরামর্শ অনুসারে জমিতে প্রয়োজন মাফিক বালাইনাশক প্রয়োগ করছি। এতে করে ধানকে আমি ক্ষতিকর পোকার বড় ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে পারছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন চলতি আমর মৌসুমে উপজেলায় মোট ১৮হাজার ১শত ৪০হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। আমরা কৃষকদের জমি প্রস্তুত করার সময় থেকে ধানের ক্ষতিকর পোকা যেমন বাদামী ঘাস ফড়িং ও বিভিন্ন ধরনের রোগ যেমন ব্লাস রোগসহ অন্যান্য বিষয়ে পরামর্শ দিয়ে আসছি।

তিনি আরো বলেন একাধিক বন্যার পরও বর্তমানে মাঠে ধানের অবস্থা খুবই ভালো। তাই দিন-রাত পরিশ্রম করে এখন আমরা প্রতিজন কৃষকের হাতে সচেতনতামূলক লিফলেট পৌছে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও তো অন্যান্য কর্মকান্ডগুলো অব্যাহত রয়েছে। তাই বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। 

 

নওগাঁর মহাদেবপুরে ধর্ষণ চেষ্টার মামলা করে এলাকা ছাড়া আদিবাসী পরিবার

 আব্বাস আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে প্রভাবশালী সুদ ব্যবসায়ী দুই সহোদরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে এক আদিবাসী পরিবার বাড়ি ছাড়া। জামিনে বেরিয়ে আসার পর থেকে ওই পরিবারকে হুমকি ধামকি অব্যহৃত রাখার অভিযোগ উঠেছে। উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিন লক্ষ্মিপুর গ্রাম থেকে জীবনের ভয়ে ওই পরিবারের তিন সদস্য দুইদিন থেকে নওগাঁ শহরে এসে রাস্তায় রাস্তায় ঘুরছেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিন লক্ষ্মিপুর গ্রামের আদিবাসী বিধবা নারী একাই বাড়িতে থাকেন। তার দুই ছেলে ঢাকায় থাকেন। তার বাড়ির রাস্তার পশ্চিম পাশে পবাতৈড় গ্রামের মৃত মোসলেম এর ছেলে আজাদুল ইসলাম ওরফে জারদেশ (৩৫) বিভিন্ন ভাবে ওই বিধবাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। বিষয়টি একাধিকবার আজাদুলকে নিষেধ করা হয়। গত ৩জুন রাত ১০ টার দিকে বিধবা প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে গেলে গোপনে আজাদুল ঘরে ঢুকে। পরে বিধবা ঘরে আসলে তাকে ধর্ষনের চেষ্টা করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আজাদুলকে আটক করে। বিষয়টি তার ভাই একরামুল (৪০) হক জানার পর লোকজন নিয়ে এসে আজাদুলকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

বিধবা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করা হলে আজ নয় কাল বলে সময়ক্ষেপন করে। এরপর থানায় মামলা করার জন্য কয়েকদিন ঘুরেও মামলা করতে না পারায় অবশেষে গত ৩০ জুলাইয়ে বিধবা বাদী হয়ে নওগাঁ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে দুই ভাইকে আসামী করে মামলা করে। মামলার পর গত ১৬ আগস্টে আসামী দুইজনকে আটক করে পরদিন আদালতে প্রেরণ করে থানা পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর আসামীরা জামিনে বেরিয়ে আসার পর থেকে ওই বিধবার পরিবারকে হুমকি ধামকি অব্যহৃত রাখা হয়েছে।

বিধবার ছেলে নিপেন অভিযোগ করে বলেন, আজাদুল ইসলাম মা’কে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। আমরা নিষেধ করেছিলাম। জীবিকার জন্য দুইভাই ঢাকায় থাকি। একদিন রাতে তিনি মায়ের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার ভাই একরামুল লোকজনকে নিয়ে এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া গত ৫ বছর আগে সাদা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমরা ২০ হাজার টাকা একরামুলের কাছ থেকে সুদের উপর নিয়েছিলাম। ৫ বছর পর সুদে-আসলে ৭০ হাজার টাকা তাকে ফেরত দিয়েছি। কিন্তু তারপরও তিনি স্ট্যাম্পটি ফেরত দিচ্ছেন না। তারা জামিনে বেরিয়ে এসে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ভয়ে গতকাল থেকে বাড়ি থেকে পালিয়ে আসছি। আমরা এর সুবিচার দাবী করছি।

অভিযুক্ত একরামুল হক বলেন, ওই পরিবারের কাছে ৭০ হাজার টাকা পেতাম। তারা টাকা না দিতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। টাকা যেহেতু তারা দেয়নি এজন্য আমি স্ট্যাম্পও ফেরত দিবো না। তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। ওই পরিবারকে হুমকি দেয়ার বিষয়টি মিথ্যা।

স্থানীয় ইউপি মেম্বার হোসেন বলেন, শ্লীলতাহানির ঘটনাটি নিয়ে আমরা স্থানীয় ভাবে আপোশের চেষ্টা করছিলাম। বর্তমান পরিস্থিতিতে তারা আইনের আশ্রয় নেয়ায় ভাল হয়েছে। তবে হুমকি-ধামকি দেয়ার বিষয়টি জানা নেই।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।#


নওগাঁয় সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্ট, নওগাঁ :
সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ অক্টোবর) দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁর সাধারন ছাত্র পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্র ইউনিয়নের শামীম আহসান, ছাত্র ফ্রন্টের মিজানুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন করোনা ভাইরাসের মতো বাংলাদেশেও ধর্ষন মহামারি আকার ধারন করেছে। কিন্তু সরকার ধর্ষকদের দৃষ্টান্তর মূলক শাস্তির ব্যবস্থা করছে না। শুধুমাত্র আইন পাস করেই বসে আসেন। আর সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে পুলিশ বাহিনীর হামলার দৃষ্টান্তরমূলক শাস্তি দাবী করেন বক্তারা।


 
নওগাঁর সাপাহারে ভারতীয় গাঁজা সহ আটক ২

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১টি মোবাইল সেটসহ ২ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় ১৬ বিজিবি এর অধীনস্থ নীতপুর কমান্ডার সুবেদার মো. অছিকুর রহমান শেখ এর নেতৃত্বে নীতপুর দীঘিরহাট বাজার নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। যাহার আনুমানিক মূল্য-২৪,০০০ টাকা।

আটককৃতরা হলেন, সাপাহার থানার হাপানিয়া গ্রামের মৃত আলকোজ এর ছেলে জামাল(৩৫), ও করমুডাংগা গ্রামের আঃ সালাম এর ছেলে রাশেদুল ইসলাম (২৭) ।


আটককৃত আসামীদেরকে গাঁজাসহ সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget