নওগাঁর সাপাহারে শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন উদযাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শিশু কিশোর পরিষদ সাপাহার উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে (১৮ অক্টোবর) রবিবার সকাল ১০ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী।
শেখ রাসেলের জীবনীর উপর স্মৃতি চারণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আ: আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফাহিমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাাদক ইসফাত জেরিন মিনা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নৈমুদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দো’আ সহ জন্মদিনের কেক কাটার মধ্যদিয়ে সমাপ্তি করা হয়।