সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টায় অভিযুক্ত অসামী কামরুজ্জামান (২০) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। রবিবার (১১ অক্টোবর)দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, প্রতিবেশী কামরুজ্জামান বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেত চাইতো এবং দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করতেন। কয়েকদিন আগে বাড়ীতে কেউ না থাকার সুয়োগে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধারে আসলে, পালিয়ে যায় কামরুজ্জামান। তিনি আরো জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং তাকে আদালতে সোপর্দ করা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চিশতী সহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তমাল ভৌমিক, নওগাঁ : নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে(১৯) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মিমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে গ্রামের মাতাব্বর প্রধানরা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে।
রাসেল রানা, নওগাঁ : নওগাঁয় মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্র লীগের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন ও চারা বিতরন করা হয়েছে । আজ শনিবার (১০অক্টবর) বিকাল সাড়ে ৩টায় চকআতিথা উচ্চ বিদ্যালয়ের মাঠে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান (রকি) এর আযোজনে বৃক্ষরোপন ও চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান (রেজভী) ছাত্রলীগের সাধারন সম্পাদক,আমানুজ্জামান (সিউল)সহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান সান জজ্বার মুটু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি,বাহাদুর হোসেন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম (তারেক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গোলাম রাব্বানীসহ প্রমুখ।
ইমাম বিমান ঝালকাঠি : ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসার প্রতিবাদে ঝালকাঠি প্রেস ক্লাবের সাম্মুখ বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত। সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর আয়োজনে শনিবার (১০অক্টবর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।