Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে ৯টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল  ১০ টায় উপজেলা পরিষদ পুকুরের এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। এব্যাপারে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, উপজেলা পরিষদ পুকুর, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা পুকুর, বৈদ্যবাটি আবাসন প্রকল্প, মানপুর আবাসন প্রকল্প, বেলঘরিয়া মসজিদ পুকুর, শ্যামপুর মসজিদ পুকুর, বড়থা বাজার ধাপের পুকুর, তালান্দার সীমান্ত ফাঁড়ি পুকুর, শিমুলতলী সীমান্ত ফাঁড়ি পুকুর এবং উন্মুক্ত বিল হিসেবে ঘুকসী বিলে মোট ৩শত ৪৫ কেজি রুই.কাতল ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 

নওগাঁর ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে রবেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক মো.আব্দুল হাকিমের জমিতে কাজু বাদামের চারা রোপনের মাধ্যমে এ উপজেলার কাজু বাদাম চাষ শুরু হয়। মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ধামইরহাট জোনের আয়োজনে উপজেলার তিনটি পয়েন্ট হাটনগর,রুপনারায়ণপুর এবং সেননগর গ্রামে ৫০টি গাছের চারা রোপন করা হয়। এসব চারাগাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,বিএমডিএ’র ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, কৃষক আবু ইউসুফ মুর্তুজা রহমান, আবু সাঈদ প্রমুখ। এব্যাপারে বিএসডিএ’র সহকারি প্রকৌশলী মো.হাবিবুল আহসান বলেন, ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে আমরাই প্রথম ব্যবসায়িক ভিত্তিক কৃষকদেরকে কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করছি। এ বাদাম বাজারে প্রায় এক হাজার টাকা কেজি দরে কেনাবেচা হয়। তাছাড়া বিদেশে এ প্রচুর চাহিদা রয়েছে। এ বাদাম চাষ করতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

নওগাঁয় জাতীয় আদিবাসি পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



তন্ময় ভৌমিক : জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসিবাসীদের আদিবাসি হিসেবে সাংবাধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্যে পৃথক মন্ত্রাণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
সংগ্রম ও গৌরবের ২৭ বছর শিরোনামে আজ (০৩ সেপ্টেম্বর) দুপূরে নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের ২৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
নওগাঁর কমিটির আবহায়ক নরেন পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, বাসদের নওগাঁর জয়নাল আবেদিন, আদিবাসী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ।


 

বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ

ঝালকাঠি প্রতিনিধি:  বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাতে ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাংবাদিক নেতা নজরুল ইসলাম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশ সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার পর পরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ঝালকাঠি নেতারা উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। উল্লেখ্য এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএমএসএফ ও শুশীল সমাজ কে নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করা হবে।

 

রাজশাহীতে হঠাৎ পুকুরে গ্যাস এক রাতে মাছচাষীদের কোটি টাকার ক্ষতি

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা(রাজশাহী) :   রাজশাহীর বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়ার কারনে পুকুর জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় মাছ মরে মৎসচাষীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, হঠাৎ করে মাছ মরার কারণে মৎস্যচাষীরা বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে তারা মাছ ধরে এনে বিভিন্ন উপজেলার হাটে বাজারে কম দামে বিক্রি করছে।

বাগমারা উপজেলা মৎস্য অফিস জানায়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে পুকুর জলাশয়ে বৃষ্টির পানি পড়ে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মাছ মরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি, চেউখালী, বালানগর, গোপালপুর, মোহনগঞ্জ, ঝিকরাসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পুকুর, জলাশয় গুলোতে মাছ মরার দৃশ্য দেখা গেছে। হাটে-বাজারে গিয়েও একই চিত্র চোখে পড়ে। শত শত মৎস চাষিরা বাজারে মরা মাছ নিয়ে ভিড় জমায়। এলাকার লোকজন মাছের আড়ৎ গুলোতে ভিড় জমায়।

বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার মাদারীগঞ্জ, ভবানীগঞ্জ, হাটগাঙ্গোপাড়া, তাহেরপুরসহ বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। ৩ থেকে ৪ কেজি ওজনের রুই, কাতলা ও সিলভার মাছ গুলো ৪০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করতে দেখা গেছে। কেউ কেউ আবার মাছ মরার কারণে না কিনেই বাড়িতে ফিরে গেছে।

বালানগর গ্রামের মৎসচাষী আব্দুল মতিন জানান, সকালে জানতে পারেন তার পুকুরের মরা মাছ ভাসছে। বিষয়টি জেনে পুকুরে গেলে ততক্ষণে অনেক মাছ মরে ভেসে ধারে লাগে। পরে মাছ গুলো কিছু অংশ তুলে বাজারে নেয় বাকি মাছ পুকুরে পচে গেছে।

একই ভাবে উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল হোসেন জানান, তার পুকুরের অর্ধেকের বেশে মাছ মরে গেছে। বাকি কিছু মাছ পকুরে রয়েছে। এতে করে তার প্রায় ৩ লক্ষাধিক ক্ষতি হয়েছে।

এদিকে স্বরজমিনে মাদারীগঞ্জ ও ভবানীগঞ্জ মাছ আড়তে গেলে অগণিত মরা মাছের দৃশ্য চোখে পড়ে। ক্রেতাদের মধ্যে কেউ কেউ দাম কম পেয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করছে বলে জানা গেছে। তিন থেকে চার কেজি ওজনের বড় বড় রুই, কাতলা, সিলভার ও ব্রিগেট মাছ গুলোর দাম খুবই কম দেখা গেছে। মাছের দাম কম হওয়ায় এলাকার লোকজনকে মাছ কেনার জন্য মাছ বাজারে ভিড় জমাতে দেখা যায়। মাছ চাষীরা মাছ মরার কারন জানতে না পেরে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে এলাকার একাধিক মাছ চাষীরা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, দুর্যোগ পরবর্তি সময়ে পুকুর গুলোতে অক্সিজেনের সল্পতা দেখা দেয়। পুকুরে অতিরিক্ত মাছ থাকলে ওই সকল পুকুর গুলোর মাছ মরার সম্ভাবনা বেশী। তবে যাদের পুকুরে পরিমিত মাছ আছে তাদের ক্ষতি কম হবে। দুর্যোগ দেখা দিলে পুকুরে বেশী পরিমান মাছ থাকলে সে গুলো মেরে কমিয়ে দিলে ওই সকল পুকুরে মাছ মরার সম্ভাবনা থাকে না বলে তিনি জানিয়েছেন।

 

রাজশাহীয় ভুয়া সনদে ১০ বছর ধরে শিক্ষকতা!



ফেরদৌস সিদ্দিকী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে মোবাসসেরা খাতুন নামের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া নিবন্ধন সনদে ১০ বছর ধরে চাকরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোবাসসেরা খাতুন গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নের সৈয়দপুর শহীদ মঞ্জু উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা। ২০১১ সাল থেকে কর্মরত তিনি। তার ইনডেক্স নং ১০৮৪৩৩। শুরু থেকেই এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিচ্ছেন যাবতীয় সুযোগ সুবিধা।

মোবাসসেরা খাতুনের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন নম্বর ও প্রত্যয়ন জালিয়াতি করে অবৈধভাবে নিয়োগের অভিযোগ এসেছে শিক্ষা দফতরে। গত ১ আগস্ট লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতাও পেয়েছে জেলা শিক্ষা দফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তিনি জানান, যেহেতু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল দফতরের ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো প্রকার রেকর্ড এখানে নেই (ঢাকায় রেকর্ড রয়েছে) সেহেতু প্রকৃত নিয়োগপ্রাপ্ত প্রার্থীর রোল নম্বর আমাদের অনলাইন ডেটাবেজের সার্ভার থেকে যাচাইপূর্বক জালিয়াতির সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ সম্পর্কে তিনি আরও জানান, এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিয়োগকালে ওই শিক্ষিকার দাখিলকৃত নথিতে দেখা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বরে তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। তার রোল নম্বর ২১১৬০৭৭৯। ৪৬ দশমিক ৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। কিন্তু যাচাইয়ে ধরা পড়ে ওই সনদধারী আদতেই মোবাসসেরা খাতুন নন। সেটি রোজি খাতুনের। সনদ জালিয়াতি করে মোবাসসেরা খাতুন নিয়োগ নিয়েছেন। তার এই কাণ্ডে বিদ্যালয় পরিচালনা কমিটির যোগসাজস রয়েছে। রহস্যজনক কারণে অডিটেও আপত্তি ওঠেনি।


নিয়োগকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ অবসরে যাওয়ার পর তরিকুল ইসলাম বিদ্যালয়টির প্রধান শিক্ষক হন। তিনি জালিয়াতির বিয়ষটি জানতে পেরে ওই শিক্ষককে জিম্মি করেন। প্রতি মাসে তার বেতন থেকে একটি অংশ নিজের পকেটে নেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তৎকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ বলেন, ওই নিয়োগে তার কোনো হাত ছিল না। সব দায়দায়িত্ব নিয়োগ কমিটিরই। সম্প্রতি তিনি জালিয়াতির বিষয়টি শুনেছেন। আগে টেরই পাননি এত বড় জালিয়াতি।

তবে অভিযোগ বিষয়ে কথা বলতে রাজি হননি মোবাসসেরা খাতুন।

জানতে চাইলে বর্তমান প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন ২০১৩ সালে। কিন্তু মোবাসসেরা খাতুন নিয়োগ পেয়েছেন তারও দুই বছর আগে। কাজেই বিষয়টি তার জানার কথা নয়।

তিনি যোগ করেন, ২০১৮ সালের অডিটেও ওই শিক্ষকের জালিয়াতির বিষয়টি ধরা পড়েনি। এ সময় ওই শিক্ষিকাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে আঞ্চলিক শিক্ষা দফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে নিবন্ধন সনদ জালিয়াতির বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের জন্য জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পরিপূর্ণ সত্যতা মিললে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget