Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

জটমুক্ত চুল পেতে যা করবেন



লাইফস্টাইল ডেস্ক : শ্যাম্পু করার সময় চুল মনে হয় সিল্কি আর কোমল। কিন্তু শুকিয়ে গেলে ফুলে ওঠে, দেখতেও রুক্ষ লাগে। আর জট তো বাঁধেই। চুল আঁচড়াতে গিয়ে চিরুনি আর চুলে টানাটানি, ফলস্বরূপ চিরুনে ভরে যায় চুলে! বাড়ির যত্রতত্র চুল ছড়িয়ে থাকে, যা মোটেই স্বস্তিদায়ক নয়। চুলে জট পড়া দূর করে চুল সুন্দর রাখার কিছু উপায় জেনে নিন-

চুলে কখন জট পড়ে:-
দীর্ঘদিন ধরে হেয়ার ড্রায়ারের ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট, ব্লিচ বা নিয়মিত হেয়ার স্প্রের ব্যবহার, চুলে রং করা ইত্যাদি হলো চুলে জট পড়ার উল্লেখযোগ্য কিছু কারণ। অন্যদিকে পর্যাপ্ত তেল ও যত্নের অভাবেও চুল নিষ্প্রাণ হতে পারে। অনেকে গোসলের সময় মাথায়ও গরম পানি ঢালেন, যা একদমই ঠিক নয়। এছাড়া আবহাওয়া ও দূষণের কারণে চুলে চিটচিটে ভাব তৈরি হয়, সেখান থেকে জট পাকিয়ে যায়।

জট দূর করার উপায়:-
* আমন্ড অয়েল ও ডিমের ব্যবহারে চুল কোমল ও প্রাণবন্ত হতে পারে। এই দুটি উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা চুলে লাগিয়ে চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করুন।
* চুল জটমুক্ত রাখতে নারিকেল তেল ও ভিটামিন ই মিশিয়ে মাসাজ করুন মিনিট পনেরো। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন।
* পাকা কলা চটকে নিন। এরপর এর সঙ্গে মধু ও নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। এরপর চুল ধুয়ে নিন ভালো করে।
* নারিকেলের দুধ হালকা আঁচে গরম করে চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটিও চুল ভালো রাখতে সাহায্য করবে
* অ্যালোভেরা জেল চুলের যত্নে ভালো কাজ করে। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে নারিকেল তেল, অলিভ বা আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
* তিন চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধুর মিশ্রণ নিয়মিত হেয়ারপ্যাক হিসেবে ব্যবহার করুন। চুল থাকবে জটমুক্ত।
* শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুল মসৃণ ও পেলব করে, জটও প্রতিরোধ করে।
* চুল ধোয়ার পরে তোয়ালে দিয়ে চেপে চেপে চুল শুকিয়ে নিন। ভেজা চুল নরম থাকে, আঁচড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কার থাকে। চুল শুকিয়ে আঁচড়ান।
* জট ছাড়ানোর নিয়ম হলো চুলের নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করা। এতে চুল ছিড়বে না। বড় দাঁতের কাঠের চিরুনির সাহায্যে জট ছাড়ান।

সাবেক এমপি ইসরাফিলের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন পালিত


নওগাঁ প্রতিনিধিঃ সাবেক এমপি ইসরাফিল আলমের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা  ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে ভুক্তভোগী সাদেকুল ইসলাম, আব্দুস সামাদ, খোদাবক্্র ও আব্দুস সাত্তারসহ অন্যান্য ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাবেক এমপি ইসরাফিল আলম তার গুন্ডাবাহিনী দিয়ে জোর করে ধান কেটে নিয়ে সেখানে প্রাচীর দিয়ে আমাদের জমি জবরদখল করে নেয়। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং বিভিন্ন রকম ভয়ভীতি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করে বিভিন্ন রকম ক্ষতি করতে থাকে অনবরত। এমনকি গুন্ডা ও পুলিশ বাহিনী দিয়ে পিস্তল ধরে জোর করে ধরে নিয়ে গিয়ে অভিনব কৌশলে কিছু কিছু জমি রেজেষ্টি করে নেয় অনেকের কাছ থেকে। আবার অনেকের জমি এখনও রেজেষ্ট্রি হয় নাই। অনেকের জমিতে জোর করে মাটি কেটে পুকুর খনন করে মাছ চাষ করেন। নদীর পার্শবর্তী জমি থেকে বালু উত্তোলন করে নদীগর্ভে বিলীন করে দেয় অনেকের জমি। তার ভয়ে ও শোষনে অতিষ্ট ছিলাম আমরা। 

এছাড়া ও জমির শোকে ৭জন মৃত্যু বরনও করেন। তাই তার মৃত্যুর পরে জবর দখল করা অবৈধ জমি আমাদের পূর্বের দখল অনুযায়ী কাগজ, যেমন, খারিজ, খাজনা, দলিল, ডি,সি,আর বা চেক দেখে যার যার জমি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। মানব বন্ধনে দুই শতাধিক ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষরা অংশ গ্রহন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

 


নওগাঁ প্রতিনিধ: নওগাঁর সাপাহারে প্রাক বৃটিশ আমলের মুদ্রা ১টি, বৃটিশ আমলের মুদ্রা ১টি, পাকিস্তান আমলের মুদ্রা ১টি এবং ১৯৪ বোতল ফেন্সিডিলসহ সেলিম (২০) নামে একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫। আজ রবিবার (২৩ আগস্ট) রাত ১টায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। আটক সেলিম খঞ্জনপুর গ্রামের লুতফর রহমানের ছেলে।
রবিবার বেলা ১১টায় জয়পুরহাট র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অভিযানিক দলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবার নেতৃত্বে রবিবার রাত ১টায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রাক বৃটিশ আমলের একটি মুদ্রা য়ার মূল্য ৫০ লাখ টাকা, বৃটিশ আমলের মুদ্রা ১টি তার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা, পাকিস্তান আমলের ১টি মুদ্রা য়ার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ফেন্সিডিল ১৯৪ বোতল তার বিক্রয় মূল্য ৩ হাজার ৪০০ টাকা, মোবাইল ১টি, সীম কার্ড ২টি, মেমোরী কার্ড ১টিসহ সেলিমকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সালমান ফর্সী (সজল) নওগাঁ : 
নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ আজাদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আজ রবিবার (২৩ আগষ্ট)  ভোরে চন্দননগর ইউনিয়নের হর্ষইল কবিরাজপাড়ার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আজাদ ওই গ্রামের মুনছের কবিরাজের ছেলে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, গোপস সংবাদের ভিত্তিতে জানতে পারি আজাদ বাড়ির ওঠান গাঁজার গাছ চাষ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আজাদকে আটক করা হয়। আটকের পর আজাদ দীর্ঘদিন যাবত নিজ বাড়ীর উঠানে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রয় করে আসছিলেন বলে স্বিকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ে করা হয়েছে।

 

শখ থেকেই সুখের সন্ধান পেলেন নওগাঁর গ্রাম পুলিশ


বাবুল আকতার,সাপাহার(নওগাঁ) : নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল কালাম (৪৫) শখের বসে কবুতর পালন করে এখন আর্থীক ভাবে স্বাবলম্বী হয়েছেন। গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম সাপাহার সদর ইউনিয়নের করল ডাংগা গ্রামের বাসিন্দা। তিনি জানান,প্রায় ৩ বছর পুর্বে সখের বশে মাত্র ১ জোড়া দেশী জাতের কবুতর পালনের মধ্যে দিয়ে তার এই যাত্রা শুরু হয়। বর্তমানে তার বাড়িতে বিভিন্ন জাতের প্রায় ২শত ৫০টি কবুতর রয়েছে। তিনি চাকুরীর ফাঁকে কবুতরের যতœ পরিচর্যা করেন। বর্তমান সময়ে প্রতি জোড়া কবুতরের বাচ্চা ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। তার বিদেশী  জাতের ফেন্সি কবুতর এক হাজার থেকে দেড় হাজার  টাকা বিক্রি করেন। সব মিলিয়ে প্রতি মাসে তার কবুতর তেকে  ১৫/২০হাজার টাকা আয় হয়।
 

 

শখ থেকেই সুখের সন্ধান পেলেন নওগাঁর গ্রাম পুলিশ

কবুতর খামারী আবুল কালাম জানান, দেশী কবুতরের অসুখ কম হয় এজন্য তিনি দেশী কবুতর পালন করেন। তবে অল্প সংখ্যেক বিদেশী ফেন্সি কবুতর তার খামারে আছে। তিনি বলেন শখের বসে এই কবুতর পালন করে তিনি আর্থীক ভাবে স্বচ্ছলতা খুঁজে পেয়ে এখন বেশ ভালোই আছেন, প্রতি মাসে তার কবুতরের খাদ্য ও ঔষধ পত্র বাবদ খরচ বাদে ১০ / ১২ হাজার টাকা আয় হয়। তার সংসারের অভাব অনটন আর নাই আর্থীক ভাবে তিনি পরিবার পরিজন নিয়ে বেশ স্বাবলম্বী জীবন যাপন করছেন। তার কবুতর পালনে সফলতা দেখে এলাকার অনেক বেকার ও অল্প আয়ের মানুষ কবুতর পালনে উৎসাহী হয়ে সল্পপরিসরে কবুতর পালন শুরু করেছে।
 সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, তার ইউনিয়নের কর্মমূখী অতি পরিশ্রমি গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম তার চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি কবুতর পালন করে অতিরিক্ত আয় উপার্জনে আজ তার ভাগ্যের অনেক পরিবর্তন করেছে।

রাজশাহীর নগরীর ড্রেনে ভাসছে হাজার হাজার টাকা, কুড়াচ্ছে উৎসুক জনতা

বাগমারা (রাজশাহী): রাজশাহী নগরীর ড্রেনে ভাসছে হাজার হাজার টাকা ও প্রাইজবন্ড কুড়াচ্ছে উৎসুক জনতা। শনিবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীর রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে মালিক সমিতির অফিস ও মহাসড়ক সংলগ্ন ড্রেনে উৎসুক জনতা কুড়াচ্ছেন টাকা।

 

সরোজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ভেতরে ভাসমান টাকা ধরতে নামা যুবক সিহাব ও পারভেজ জানায়, এক যুবক ৫০ হাজার টাকার একটি বান্ডিল পেয়েছে, আরেকজন ২০ হাজার টাকা এবং ৫০০, ১০০, ২০, ১০ ও ৫ টাকার নোটও পাওয়া যাচ্ছে।

 

এছাড়াও ১শ’টাকার কিছু প্রইজবন্ড ও বিভিন্ন ধরনের কাগজ পাওয়া গেছে। সব মিলিয়ে ড্রেনের পচাঁ পানিতে নেমে কেউ খালি হাতে ফিরছেনা। দুই থেকে ৫ হাজার টাকা মিলছেই বলে জানান ওই যুবক। কুরবান আলী নামের আরেক যুবক জানায়, বাস মালিক সমিতির টিকেটসহ অন্যান্য কাগজ ভেসে আসতে দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা নিজেদের অনিয়ম ঢাকতে ড্রেনে টাকা ফেলে দিয়েছেন। আর সেই টাকায় কুড়াচ্ছে উৎসুক যুবকরা।

 

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, টাকা এবং কাগজগুলো মোটর মালিক সমিতির বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget