নওগাঁর মান্দায় বিলের পানিতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
নওগাঁর মান্দা থেকে মাহবুবুজ্জামান সেতু: নওগাঁর মান্দায় ব্রীজ থেকে বিলের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় স্কুলছাত্র আশিক (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বিলের পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগীতায় মান্দা থানা পুলিশ সেটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া স্কুল ছাত্রের লাশ রাত ৯ টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। ব্রীজ থেকে বিলের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় স্কুলছাত্র আশিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয়রা জানান, মান্দা সদর ইউপির বাদলঘাটা নিচপাড়া গ্রামের শহিদুলের ছেলে এবং বিলকরিল্যা উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর ছাত্র আশিক তার বন্ধু আলআমিন, রাসেল, আলম, সুমন এবং সৌরভ মতো শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঠাকুরমান্দা বিলে শিবনদের দেউল-দুর্গাপুর ব্রীজে গোসল করার জন্য গিয়ে অন্য বন্ধুদের পাশাপাশি এক পর্যায়ে আশিকও ব্রীজের ওপর থেকে ঝাঁপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। তার নিখোঁজের সংবাদ পেয়ে গতকাল মান্দা ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অভিযান শুরু করে এবং সন্ধ্যা ৭ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর পরেও তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করে দেওয়া হয় ।
রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বিলের পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগীতায় মান্দা থানা পুলিশ সেটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার।