Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ-৩ আসনের সাংসদ সেলিম করোনায় আক্রান্ত


নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে ২-৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ জন্য ১৫ জুলাই তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

১৭ জুলাই সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে করোনা পজিটিভ হলেও তিনি সুস্থ আছেন।

বর্তমানে কোনো ধরনের উপসর্গ নেই বললেই চলে। নমুনা দেয়ার পর দিন তিনি ঢাকায় গেছেন। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানা গেছে।

এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) সুদেব কুমার বলেন, গত দুদিন থেকে তিনি এমপির সঙ্গেই নেই।

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮১ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

নওগাঁর সাপাহারে আম পরিবহনে লোড পয়েন্ট অফিসের ব্যতিক্রমী উদ্যোগ


 নওগাঁ অফিস: আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা থেকে দেশের বিভিন্ন এলাকায় আম পরিবহনকারী যানবাহন জীবাণু মুক্ত করতে এবং বাজারে যানজোট এড়াতে সাপাহার লোড পয়েন্ট অফিস নানা উদ্যোগ গ্রহন করেছে।
জানা গেছে, মৌসুম শুরু থেকে এ উপজেলায় দেশের বিভিন্ন এলাকা হতে আম বেচা-কেনার জন্য আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতা ও বেপারীরা। এ উপজেলা সহ আসেপাশের কয়েকটি উপজেলায় উৎপাদিত আম বেচা-কেনার জন্য নওগাঁ জেলার সর্ববৃহৎ আমের হাট সাপাহার বাজারে আসে তারা। এতে আম পরিবহনে যুক্ত হয় ছোট বড় বিভিন্ন প্রকার পরিবহন। যার ফলে উপজেলা সদরের সড়কগুলো চলে যায় আম পরিবহনকারী বিভিন্ন পরিবহনের দখলে। যাতে করে উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে সৃস্টি হয় দীর্ঘ যানজোট।
যানজোট নিরসনে এবার মৌসুমের শুরু থেকে নানা উদ্যোগ গ্রহন করে সাপাহার লোড পয়েন্ট অফিস। যার মধ্যে ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান রাখার জন্য দু'টি অস্থায়ী টার্মিনাল স্থাপন করা হয়। যার একটি টার্মিনাল উপজেলা সদর হতে প্রায় দেড় কিলোমিটার দূরে দিবর ব্রীজ মোড়ে অপরটি সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর মোড়ে স্থাপন করেছে সাপাহার লোড পয়েন্ট অফিস।
এছাড়া দেশে চলমান বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দভাবের কারনে এর সংক্রমণ বিস্তার রোধে ও দেশের বিভিন্ন এলাকা হতে আসা আম পরিবহনকারী যানবাহনগুলি জীবণু মুক্ত করতে ব্লিচিং পাউডার ও সেভলন পানি স্প্রে করা, চালক হেলপার সংশ্লিষ্টদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা, সাবান দিয়ে হাত ধোয়া সহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের সকল ব্যবস্থা গ্রহন করেছে সাপাহার লোড পয়েন্ট অফিস। যাতে করে এবছর উপজেলায় কিছুটা হলেও যানজোট কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অফিসের নেতাকর্মীরা।
পার্শবর্তী সাপাহার-নজিপুর সড়কের গোডাউনপাড়া মোড়-দিবর মোড় এর মাঝামাঝি স্থানে একটি অস্থায়ী বুধ নির্মাণ করে সেখানে এ প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করছেন সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরোম হোসেন ও অফিসের নেতৃবৃন্দ।
এ ব্যপারে সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরোম হোসেন বলেন প্রতি বছর আম মৌসুমে দেশের বিভিন্ন এলাকা হতে আসা ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান সহ আম পরিবহনে সকল প্রকার যানবাহনের যথাযথ সুব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। তিনি আরও বলেন, এবছর করোনার কারনে লোড পয়েন্ট অফিসের উদ্যোগে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে পরিবহন সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করন এবং বাজারে যানজোট এড়াতে লোড পয়েন্ট অফিসের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সরকার দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে

বর্তমানে সরকার  দুর্নীতিবাজ-লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।মঙ্গলবার (২১ জুলাই) ৪৪তম কর্নেল তাহের দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল আম্বিয়া বলেন, দেশের রাজনীতি এখন ঠিক পথে এগুচ্ছে না। এক দশকেরও বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ধারায় সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসীদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও, সরকার বর্তমানে দুর্নীতিবাজ লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে। করোনা মহামারির সময় তারা আরও সক্রিয় হয়েছে। দুর্নীতির প্রতি জিরো টলারেন্সর সরকারি অঙ্গীকার পরিস্থিতির উন্নতি করতে কাম্য দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, বীর উত্তম আবু তাহের একজন সত্যিকার বীর ছিলেন। মহান মুক্তিযুদ্ধে যেমন বীরত্ব প্রদর্শন করেছেন, সমাজ বদলের সংগ্রামেও সাহস ও বীরত্ব দেখিয়েছেন তিনি। একাত্তরের পরাজিত শক্তি এবং ওই সময়ে সক্রিয় প্রতিক্রিয়াশীল পুঁজিবাদী গোষ্ঠীর চক্রান্তে তাহেরের বিপ্লব ব্যর্থ হয়েছিল, তাহেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু জনগণের মুক্তির স্বপ্ন নিঃশেষ হয়নি। নতুন ও পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় মানবিক সমতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে জনগণের ভূমিকা আরও মুখ্য হয়েছে।

বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, দেশ ও জনেণের স্বার্থে দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই সময়ে আমরা মনে করি, দল-মত নির্বিশেষে, যারা কর্নেল তাহেরকে ভালোবাসেন, তাহেরের চেতনায় উজ্জীবিত তাদের উচিত এমন সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করা।

ঝালকাঠির রাজাপুরে মহাসড়কে ঝুঁকেপড়া গাছের ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ: আহত ৫

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকেপড়া একটি গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ীর ছাদ উড়ে গেছে। সোমবার (২১ জুলাই) রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।   
আহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার শাহ্ আলম (৬৫), ভান্ডারিয়ার আবুল হোসেন (৩২), বরগুনার পাথরঘাটার মুহিবুল্লাহ (২৮), ওয়ালিউল্লাহ্ (৫০) ও মো. মামুন (৩০)।
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম জানায়, সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। এ সময় ঘর থেকে বেড়িয়ে মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাসটি দেখে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। মহাসড়কের পাশেই দির্ঘদিন ধরে বিপদজনকভাবে ঝুঁকে থাকা একটি বড় রেইনট্রি গাছের সাথে ধাক্কা লেগে বাসের উপরের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। গাড়ি চালকের অসতর্কতা ও ঝুঁকেপড়া গাছ, দুটোই দুর্ঘটনার জন্য দায়ী। সৈকত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৩৬) বাসটি চট্টগ্রাম থেকে পাথরঘাটায় ফিরছিলো।
রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্র জানায়, রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের চারজনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে একজনের অবস্থা আশংকাজনক। 
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 নিদারুণ কষ্ট সইতে হচ্ছে জীবিকা নির্বাহে বিকলাঙ্গ যুবকের

নিদারুণ কষ্ট সইতে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য বিকলাঙ্গ যুবকের। একষ্ট যেন চোখে দেখা যায় না, মঙ্গলবার (২১এ জুলাই) দুপুরবেলা। বেশ জোরেসোরেই বৃষ্টি হচ্ছে। রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে কারওয়ান বাজারে প্রবেশের রাস্তার ঠিক মাঝখানে দুটি কাঠের টুকরোর ওপর ভর করে বসে বৃষ্টিতে ভিজছিলেন এক যুবক। সুঠাম দেহ তার। লজ্জাস্থান পলিথিন দিয়ে ঢাকা। এক টুকরো কাপড় দিয়ে কোমরের ওপরে জড়ানো।

এ পথ দিয়ে হঠাৎ  দু-একটি প্রাইভেটকার, জিপ, মোটরসাইকেল ও রিকশাচালক যুবককে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একজনকে গাড়ি থামিয়ে যুবকের সামনে একটি ১০ টাকার নোট দিতে দেখা যায়।

কৌতূহলবশত এ প্রতিবেদক এগিয়ে যেতেই দেখতে পান ওই যুবকের দুই পা হাঁটুর উপরিভাগ পর্যন্ত কাটা। দুটি কাঠের টুকরোর ওপর হাত দিয়ে ভর করে পথ চলেন। কয়েকবার তার নাম কী, কোথায় থাকেন জিজ্ঞাসা করলে যুবক ক্ষোভমিশ্রিত কণ্ঠে বলেন, ‘আমার কোনো নাম নাই। সবাই ল্যাংড়া কইয়া ডাকে। রাস্তাঘাটে যেখান জায়গা পাই হেইহানেই ঘুমাই।’

দু-একজন পথচারী যুবককে জিজ্ঞাসা করছিলেন কেন তিনি রাস্তার মাঝখানে বসে আছেন। তবে প্রশ্ন শুনে নির্বিকার যুবক। এ সময় এক পুলিশ সার্জেন্ট প্রশ্নকর্তাকে উদ্দেশ করে বলে ওঠেন, ‘কিছু বলার দরকার নেই। বললে সে ওখান থেকে সরবে না। কিছু না বললে কিছুক্ষণ পরে সরে যাবে।’

‘সকাল থেকে কত টাকা পেয়েছেন?’- জিজ্ঞাসা করলে তিনি জানান, ৫০ টাকা সাহায্য পেয়েছেন। নাস্তা খেয়ে ৩০ টাকা খরচ হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে তিনি বৃষ্টিতে ভেজা অবস্থায় কাঠের টুকরোর ওপর দু হাত ভর করে সামনের দিকে এগিয়ে যান।

পরে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আট বছর আগে ট্রেনের নিচে পড়ে তার হাঁটুর ওপর থেকে কাটা পড়ে। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি টহল বৃদ্ধি 
সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি টহল বৃদ্ধি ,নওগাঁ সীমান্তে রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের দাবি
 
তন্ময় ভৌমিক, নওগাঁ : আসন্ন ঈদ-উল-আযহার আগে থেকে সীমান্তে হত্যা, চোরাচালান ও গরু পাচার বন্ধে বিজিবির পক্ষ থেকে নওগাঁ সীমান্তে টহল বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছে। এ ছাড়াও সীমান্তের আতœসর্ম্পণ চোরাকারবারিদের চলাচলের উপর গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাতে তারা সীমান্তে কোন অপতৎপরতা চালাতে না পারে। সীমান্তে চোরাকারবারি বন্ধে রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

প্রতি বছর ঈদ-উল-আযহা আসতেই সীমান্ত পার হয়ে অবৈধ্যভাবে ভারতে যান বাংলাদেশী গরু ব্যবসায়ী, মাদক ও অস্ত্র কারবারিরা। আর এ কারণে বাংলাদেশ-ভারত সীমান্তে হতাহতের ঘটনা ঘটে। চলতি বছরে নওগাঁ সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে চারজন মারা যান। এরপর সীমান্তরক্ষী বাহিনী নড়েচড়ে বসে বলে জানা গেছে বিজিবি সূত্রে।

বিজিবি’র তৎপরতার পরও সীমান্ত এলাকায় ভারতীয় ৩২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হচ্ছে। রবিবার ধামইরহাট সীমান্তে টুটিকাটা এলাকায় খর বোঝায় ভটভটি তল্লাশী করে ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও ভটভটিটি জব্দ করা হয়েছে। অপরদিকে ওই দিন দুপুরে পাগলদেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে একটি ঝোপে বস্তায় রাখা পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এদিকে মহাদেবপুরে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ফেরদৌস আলী ও অমিত মহন্ত নামে মাদককারবারিকে আটক করে পুলিশ। সীমান্তবাসিন্দা ও সচেতন মহল মনে করছেন, সীমান্ত দিয়ে অবৈধ্যভাবে ভারত থেকে অল্প সংখ্যক গরু ও মাদক নিয়ে আসছে। বিজিবিও মনে করছে সীমান্তে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়েনের আওয়াতায় পোরশা ও সাপাহারের কিছু অংশ নিয়ে সাড়ে ৬১ কিলোমিটার ও বিজিবি-১৪ (পতœীতলা) ব্যাটলিয়েনের আওয়াতায় সাপাহার, পতœীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে ৬৩ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। বাংলাদেশ সীমান্তে নেই কাঁটা তার, রাস্তা। এরপরও কাদাপানি ভেঙ্গে বিজিবি তাদের দায়িত্ব পালন করে চলেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ছয় মাসে নওগাঁ সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশেী গরু ব্যবসায়ী অবৈধ্যভাবে গরু আনতে গিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে ২ জন নিহত হন। আর গুলিবিদ্ধ অবস্থায় ২ জন বাংলাদেশে এসে মারা যান। এরপর সীমান্তরক্ষী বাহিনী নড়েচড়ে বসে। আসন্ন ঈদ-উল-আযহার আগে থেকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে অস্থায়ী ক্যাম্প স্থাপন, টহল বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছে।

ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী খড়মপুর গ্রামের কৃষক আবু সাঈদ ও আবুল কালাম জানান, বিজিবির টহল ব্যবস্থা জোরদার করায় চোরাকারবারিরা প্রায় নিস্ক্রিয় হয়ে পড়েছে। 

সাপাহার উপজেলার সীমান্তে বামনপাড়া গ্রামের সোফাচ্ছের হোসেন সাদ্দাম, বাবুল হোসেনসহ অন্য বসবাসরতরা জানালেন, সীমান্তে চোরাকারবারিরা কোন অপরাধ সংঘটিত করছে এমন তথ্য বিজিবি সদস্যদের জানালেও ঘটনাস্থালে রাস্তা না থাকায় বিজিবি সদস্যরা সময় মতো দ্রুত ঘটনাস্থালে যেতে পারেন না। আগে সীমান্তে চোরাচালানি তৎপর থাকলেও বর্তমানে বিজিবি সদস্যদের তৎপর থাকায় সীমান্তে চোরকারবারিদের দৌরাত্ম কমে গেছে। সীমান্তে রাস্তাঘাট নির্মাণ করার দাবি জানান। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল জানান, বাংলাদেশে-ভারতের অহিংস্যনীতি থাকায় কেউ সীমান্ত পার হলেও তাকে হত্যা করা যাবে না। সীমান্ত পার হওয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখার পাশাপাশি সীমান্তে রাস্তা তৈরী, কর্মহীনদের জন্যে শিল্পকারখান গড়ে তোলার দাবি জানান এই বাম নেতা।

বিজিবি-১৪ (পতœীতলা) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসিজি জানান, ঈদ উল আযহা উপলক্ষে কিছু চোরাচালানী ভারত থেকে গরু ও মাদকদ্রব্য দেশে পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার মাইকিংসহ বিজিবির রাত-দিন টহল দেওয়া হচ্ছে। রবিবার ধামইরহাট উপজেলা সীমান্তে চলন্ত ভটভটি ও পৃথক স্থান থেকে ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হলেও সেগুলো আগে বলে ধারণা করেন। তিনি আরো বলেন, ইত্যে মধ্যে বিজিবি-১৪ আওয়াতায় ভারতের গরু থাকার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সে সময় স্থানীয়রা গরু তাদের বলে দাবি করায় গরুগুলো জব্দ করা সম্ভব হয়নি। তবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম জানান, চলতি বছরে সীমান্তের ভারতের অভ্যন্তরে অবৈধ্যভাবে গরু চোরাকারবারিরা যাওয়ায় বিএসএফের গুলি চারজন মারা যান। সীমান্তে হত্যা ও চোরাকারবারি বন্ধে বর্তমানে টহল ব্যবস্থা এবং বিজিবির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও সীমান্তের আতœসর্ম্পণ চোরাকারবারি ছাড়া অন্য চোরাকারবারিদের চলাচলের উপর গোয়েন্দ নজরদারি রাখা হয়েছে। যাতে তারা সীমান্তে কোন অপতৎপরতা চালাতে না পারে।

লে: কর্ণেল আরিফুল ইসলাম আরো জানান, সীমান্তে হত্যাকান্ড ও চোরাচালান বন্ধে বিএসএফ-বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বিএসএফ-বিজিবি’র এক সাথে সীমান্তে কাজ করলে হত্যাকান্ড ও চোরাচালান বন্ধ করা সম্ভব হবে। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget