Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সব স্তরে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখতে চায় বিএনপি

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার ওপর জোর দিয়েছে বিএনপি। ক্রমান্বয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সোয়া ৭টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, বৈঠকে করোনা পরিস্থিতিসহ আরো বেশ কয়েকটি ইস্যুতে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। শাহজাহান সিরাজ ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার ওপর জোর দিয়েছে বিএনপি। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল ও ড্যাবের ন্যায় সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।

 বাংলাদেশ আনসার বাহিনী করোনায় আক্রান্ত ৯০৭, সুস্থ ৪৮৮

করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

১৮ জুলাই পর্যন্ত এ বাহিনীতে ৯শ’ ছাড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জনে। সারাদেশের তুলনায় রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার মোকাবিলার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

করোনাযুদ্ধে সম্মুখভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি সদস্য সুস্থ হয়ে, কর্মস্থলে যোগদান করে সেবামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় (১৮ জুলাই) নতুন করে এ বাহিনীতে আক্রান্ত হন ৪ জন। এ বাহিনীতে এ পর্যন্ত আক্রান্ত ৯০৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন কর্মকর্তা ১৬ জন, ব্যাটালিয়ন আনসার ৩৩৫, মহিলা আনসার ৩, সাধারণ আনসার ৫১২, কর্মচারী ৬ জন, ভিডিপি সদস্য ১৫, বিশেষ আনসার ৪, উপজেলা প্রশিক্ষক ৭, উপজেলা প্রশিক্ষিকা ২, হিল আনসার ৪ এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ৩ জন।

এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন এবং ঢাকার বাইরে ৪৩০ জন। কোয়ারেন্টাইনে আছেন ২২৫ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮৯ জন সদস্য।


করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর এক কর্মকর্তাসহ ৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ৪ কর্মকর্তাসহ ৪৮৮ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৪ শতাংশ। সুস্থ হয়েছেন কর্মকর্তা ৪ জন, ব্যাটালিয়ন আনসার ১৩০, সাধারণ আনসার ৩৩৫, কর্মচারী ২, নারী আনসার ২, ভিডিপি সদস্য ৫, উপজেলা আনসার কমান্ডার ১, বিশেষ আনসার ৪, হিল আনসার ৪ এবং উপজেলা প্রশিক্ষক ১ জন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেছেন, যতদিন পর্যন্ত এ সমস্যার উত্তরণ না হয় ততদিন পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবেন এ বাহিনীর মাঠপর্যায়ের সদস্যরা।

পাশাপাশি করোনায় সব সদস্যকে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

কক্সবাজারের মাদক মামলার আসামী বেনাপোল ইমিগ্রেশনে আটক

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে কক্সবাজারের মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০)কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।সে কক্সবাজার বাজার সদর থানার টেকপাড়া এলাকার গোলাম মাওলার ছেলে।তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় ডিবি পুলিশের কাছে মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান,ইমিগ্রেশনে আটক কক্সবাজারের মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের নামে আগে থেকেই ইমিগ্রেশনে আটকের নির্দেশনা আসে।তার বিরুদ্ধে ভারত থেকে আসা বা ভারতে যাওয়া নিষেধাজ্ঞা জারি ছিল।সে শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে পাসপোর্টে সিল মারার জন্য ডেক্স অফিসারের কাছে দেয়। এ সময় ডেক্স অফিসার তাকে আটক করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার  এসআই মোস্তাফিজুর রহমান বলেন,বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে আটক মাদক মামলার আসামী মিজানুর রহমানকে হস্তান্তর করেছে।তাকে নেওয়ার জন্য কক্সবাজার ডিবি পুলিশের একটি টিম এসেছে তাদের কাছে আসামীকে হস্তান্তর করা হয়েছে।


রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত ২২ হাজার চাষি পাচ্ছেন বিনামুল্যে সেচ সুবিধা

মোঃ সাইফুল ইসলাম (বাগমারা) রাজশাহী: আমন মৌসুমে রাজশাহীর বাগমারা উপজেলার ২২ হাজার চাষী বিনামূল্যে খেতে সেচ দিতে পারবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাষীদের খেতে বিনামূল্যে সেচ দিয়ে দিবে। করোনাকালে ক্ষতিগ্রস্ত চাষীদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাগমারার আঞ্চলিক দপ্তর সুত্রে জানা যায়, করোনাকালে বিভিন্ন পেশার মানুষের মতো চাষীরাও ক্ষতির শিকার হয়েছেন। অনেক চাষী পুঁজি হারিয়ে ফেলেছেন। চলতি মৌসুমে তাঁরা চাষাবাদবিমুখ হতে পারে, এ আশঙ্কায় চাষীদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধান খেতে পানি সেচের  উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুসারে একবার ৪৫০ টি সেচ পাম্পের মাধ্যমে খেতে সেচ দেওয়া শুরু হয়েছে। গত ২২ জুন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক এ কার্যক্রমের উব্দোধন করেছেন।
এক সুত্রে জানা যায় বিএমডিএ বাগমারার সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, কৃষিমন্ত্রণালয়ের নির্দেশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ উপজেলার ১১ হাজার ৪৬৩ হেক্টর আউশের খেতে বিনামূল্যে পানি সেচ দেওয়া শুরু করেছে। উপজেলার ২২ হাজার কৃষক এ সুবিধা সরাসরি ভোগ করবেন।  তাদের নিয়ন্ত্রণে থাকা ৪৫০ টি সেচ পাম্পের (গভীর নলকূপ) বিদ্যুৎ বা ডিজেলের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ জন্য গভীর নলকূপের অপারেটরদের নির্দেশনাসহ তাঁদের কার্ডে রিচার্জ করে দেওয়া হয়েছে। ধান ঘরে ওঠা পর্যন্ত সেচের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ জন্য ৪৬ লাখ ১২ হাজার ৪৪২ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিদ্যুৎ বিল পরিশোধ ও ডিজেল কেনায় এ অর্থ ব্যায় করা হবে।
এর আগে কৃষকদের টাকায় ধান খেতে পানি সেচ দিতে হতো। তবে  এবার বিএমডিএ দপ্তর থেকে তাঁদের খরচ দেওয়া হচ্ছে। চাষীদের কাছ থেকে সেচের জন্য কোন চার্জ তাঁরা নিচ্ছে না।
বিভিন্ন গ্রামের চাষীরা বলেন, তাঁরা এবার আউশ ধান চাষ শুরু করেছেন তবে এখন পর্যন্ত তাঁদের সেচের জন্য কোন চার্জ দিতে হয়নি। অনেক স্থানে সেচের বদলে এক-তৃতীয়াংশ পাকা ধান কেটে নিয়ে যেতেন অপারেটরা। তবে এবার সরকার সুযোগ দেওয়াতে নিশ্চিন্তে চাষাবাদ করতে পারছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারের এই বিনামূল্যে সেচের সুবিধা চাষীরা সরাসরি ভোগ করছেন। করোনাকালে এ সুবিধা পাওয়াতে চাষিরা বেশ উপকৃত হবেন এবং ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মন্তব্য করেন।

 নওগাঁর ধামইরহাটে বান্ধবীকে ধর্ষণের অভিযোগে বন্ধু আটক

ধামইরহাট, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে বান্ধবীকে ধর্ষণের অভিযোগে বন্ধুকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে ওই অসহায় মেয়ের মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ধর্ষককে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

ধামইরহাট থানায় মামলা সূত্রে জানা গেছে,গত শুক্রবার রাতে ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের পিতা হারা জনৈক ছাত্রী (১৭) কে নিজ বাড়ীতে তার সহপাঠি বন্ধু আরিফুল ইসলাম (১৮) জোর পূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে মেয়েটির মাসহ প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষককে আটক করে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েসহ ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষক ও ধর্ষিতা স্থানীয় একটি কলেজে একই শ্রেণীতে পড়াশুনা করছে। আটক ধর্ষক উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নিকেশ্বর ডাঙ্গাপাড়া গ্রামের সাইদুল ইসলামে ছেলে। এদিকে ধর্ষিতার মা বাদী হয়ে ধামইরহাট একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং-২০,তারিখ-১৮/০৭/২০২০ ইং। ধর্ষককে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙ্গে ৩টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত ॥ দেড় লাখ লোক পানিবন্দী, বিশুদ্ধ পানি ও খাবার সংকট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি প্রবেশ অব্যাহত থাকায় এখন প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আত্রাই নদীর ৬টি পয়েন্টে ও ছোট যমুনা নদীর কয়েকটি স্থানে রেরী বাধ  ভেঙে জেলার রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে এই তিন উপজেলার ১২টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। এসব এলাকার প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেসে গেছে শত শত পুকুরের কোটি কোটি টাকার মাছ। বন্যা কবলিত এলাকার মানুষ এখন উঁচু স্থানে, সড়ক, বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আবার কেউ পানিতে নিমজ্জিত বাড়ির পাশেই নৌকায় অবস্থান করছেন। এসব এলাকায় এখন বিশুদ্ধ পানি, শুকনা খাবারসহ গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

এদিকে আত্রাই নদীর ৬টি বাধঁ ভেঙ্গে যাওয়ার কারনে নওগাঁর মান্দা-আত্রাই,বান্দাখাড়া-আত্রাই,নাটোর সিংড়া-আত্রাই আঞ্চলিক সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী  কর্মকর্তা ছানাউল্লাহ জানিয়েছেন, আত্রাই উপজেলার জাত আমরুল এবং বৈঠাখালি নামকস্থানে বাঁধ ভেঙ্গে পাচুপর,আহসানগঞ্জ, কালিকাপুর, হাটকালুপাড়া ও ভোপাড়া ইউনিযন নতুন করে প্লাবিতসহ ৫টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। উপদ্রুত ৫টি ইউনিয়নের  প্রায় ৬০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। তাৎক্ষণিক ভাবে প্রায় ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে শুকনা খাবার এবং চাল বিতরণ করা হয়েছে। আহসানগঞ্জ মেমোরিয়াল একাডেমীতে ৫০/৬০টি পরিবার আশ্রয় নিয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন,আত্রাই নদীর ডান তীরে ৬টি স্থানে বাঁধ ভেঙ্গে যাওয়ায় উপজেলার কশব,নুরুল্লাহবাদ ও বিষ্ণপুর ৩টি ইউনিয়নের কমপক্ষে ৪০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছেন। এদের অনেকেই নদীর বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এই ৩টি ইউনিয়নের প্রায় ২০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এই উপজেলায় তাৎক্ষণিক ভাবে ৫০০ পরিবারের মধ্যে শুকনা খাবার এবং চাল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি-কৃষ্ণপুর-মালঞ্চি বেড়িবাঁধ ভেঙ্গে ৩টি ইউনিয়নের ৩০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, গত ৩ দিনে জেলায় ৩ হাজার ৮৪৮ হেক্টর জমির ধান ও শাকসবজি নিমজ্জিত হয়েছে। এপর্যন্ত ৩১৩৪ হেক্টর আউশ, ৩৭৬ হেক্টর রোপা আমণের বীজতলা, ২০০ হেক্টর বপণ আমণ, ৫০ হেক্টর রোপনকৃত আমণ, ১১ হেক্টর মরিচ, ১৫৪ হেক্টর সবজি এবং ৭৭ হেক্টর পাটসহ সর্বমোট ৩৮৪৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ্য হয়েছে। যেহেতু নদীর পানি কমতে শুরু করেছে এতে পানি নেমে গেলে ক্ষতির পরিমান অনেকাংশে কমে আসবে।

নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আত্রাই নদী, ফকিরানী ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৯টি স্থানে ও বেরীবাঁধের ৭টি স্থানে ভেঙ্গে গিয়ে তিন উপজেলার ২৪২টি পুকুরের ৬৮ হেক্টর জমিতে ৩ কোটি ৪২ লাখ টাকার মাছ ভেসে গেছে।

জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ বন্যা কবলিত বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ও নৌকায় চড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বানভাসী মানুষের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। পরে তিনি সহস্রাধিক বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল, চিড়া, স্যালাইনের প্যাকেট বিতরণ করেন। এছাড়াও বানভাসী মানুষের বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল, ভ্রাম্যমান ল্যাট্টিন ও স্ট্রীট লাইটের ব্যবস্থা করে দেন।

তিনি আরও জানান, বন্যা কবলিত মানুষের মাঝে ১৩৫ মেট্রিক টন চাল ও ২ লাখ ২ হাজার ৫ শত নগদ টাকা ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে। এছাড়াও ২১৫ মে:টন চাল, ২ হাজার শুকনো খাবার প্যাকেট, নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা ও গো খাদ্যের জন্য ২ লাখ টাকা মজুদ রয়েছে। ২/১ দিনের মধ্যে বিতরন করা হবে বলে জানান তিনি। উজানে বৃষ্টির পানি না হলে নদীর পানি কমতে শুরু করবে। আমাদের খাদ্যে কোন অভাব নাই বলে জানান তিনি।

শনিবার বিকেলে নওগাঁর আত্রাই নদীর পানি জোতবাজার পয়েন্টে বিপদসীমার ১৬.১০ সেন্টিমিটার ও ছোট যমুনা নদীর লিটন ব্রীজের ১৫.২৪ সেন্টিমিটার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget