Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে বর্তমান পুলিশ - খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ। মাদক ও অন্যায় অপরাধ দমনে জিরো টোলারেন্সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। 

তিনি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, এই তদন্ত কেন্দ্র চালুর মধ্য দিয়ে প্রতন্ত এসব এলাকায় অপরাধ কমে আসবে। বিশেষ করে মাদক কারবারীদের দমনে বিশেষ ভাবে কাজ করবে পুলিশ। এক্ষেত্রে পুলিশী কাজে স্থানীয়দের সহযোগিতা আহবান জানান মন্ত্রী। 

এসময় নওগাঁরপুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হারুন- অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলার চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা।

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যন। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা    ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। আমরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেদিন তিনি করোনা নমুনা দেননি। তিনি যখন বেশি অসুস্থ হয়ে পড়েন পরদিন শনিবার সকাল ৭টার দিকে আবারও তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া এবং করোনা নমুনা সংগ্রহ করা হয়। এরপর অবস্থা গুরুত্বর হওয়ায় অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩০ নম্বর করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান। তবে করোনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম করোনা উপগর্স নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

উল্লেখ্য, গত ৫ই জুন মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে এসএম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যান। এরপর তিনি মনের দিক থেকে ভেঙে পড়ায় দিন দিন অসুস্থ্যতা বোধ করছিলেন স.ম জসিম উদ্দিন। বর্তমানে তিনি দুই স্ত্রী, তিনি ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নওগাঁর সাপাহারে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা ঘাতক স্বামী আটক

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বাল্যবিয়ের শিকার এক গৃহবঁধুকে স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত গৃহবঁধু উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের জাকারিয়া মন্ডলের মেয়ে ও তিলনী সরলী গ্রামের সাহেব আলীর স্ত্রী। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে প্রায় তিন বছর পূর্বে উপজেলার তিলনী সরলী গ্রামের বজলুর রহমানের ছেলে সাহেব আলীর সাথে পাশ্ববর্তী উত্তর পাতাড়ী গ্রামের জাকারিয়ার মন্ডলের নাবালিকা কন্যা তাজরিমিন এর বিবাহ হয়। বিয়ের পর পরই তাদের সংসারে একটি মেয়ে শিশুর জম্ম হয়। অপ্রাপ্ত বয়সে সন্তান জম্ম দেয়ার কারণে মেয়ের শরীর স্বাস্থ্য পরবর্তীতে ভেঙ্গে যায়, ফলে স্বামী সাহেব আলীর সাথে স্ত্রী তাজরিমিনের প্রায় মণমালিন্য লেগেই থাকে। প্রায় ৪ মাস আগে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্ঠি হলে স্ত্রী তাজরিমিন বাবার বাড়ী চলে যায়। এমতাবস্থায় স্বামী সাহেব আলী গত ১লা জুলাই নিজের ভুল স্বীকার করে স্ত্রীকে নিজ গৃহে ফিরে নিয়ে আসে। এর পর পরই ৩/৪দিনের মাথায় গত রবিবার বিকেলে আবারো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে পাষান্ড স্বামী সাহেবআলী স্ত্রী তাজরিমিনকে শ্বাস রোধ করে হত্যা করে পরিকল্পিতভাবে শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এর পর গ্রাম পুলিশ মারফত সংবাদ পেয়ে পুলিশ রাতে ঘটনা স্থলে গিয়ে নিহত তাজরিমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর পর পর রাতেই নিহত তাজরিমিনের বাবা বাদী হয়ে সাপাহার থানায় মেয়ে হত্যার বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করলে সোমবার ভোরে পুলিশ সাহেবআলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী সাহেবআলীকে আটক করে জেল হাজতে পাঠায়। এবিষয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নওগাঁর মান্দায় গ্রাম্য ডাক্তার তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ : নওগাঁর মান্দায় গ্রাম্য ডাক্তার তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। ৫ ই জুন মসজিদে দানের টাকা ঘোষনা দেওয়াকে কেন্দ্র করে তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার  বেলা ১১ টার সময় কুসুম্বা ইউপির বাদলঘাটা গ্রামে নিহতের বাড়ির সামনের রাস্তায় তার হত্যাকারিদের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় দশরত আলীর আলীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন মকলেছুর রহমান মাষ্টার, হাবিবা, হোসনে আরা, সুমন, আনোয়ার হোসেন এবং ময়নুল ইসলাম, প্রমূখ।

মানবন্ধনে বক্তারা বলেন,স্থানীয় ইউপি সদস্য আ: রশিদ সরদারের ছত্রছায়ায় হুমকিদাতা বাবুল হোসেন সরদার, আ: সামাদ প্রাং, বাহার উদ্দিন প্রাং, ইসরাইল হোসেন প্রাং, ইসমাইল সরদার, আবুল হোসেন সরকার, ফজলু শাহ্ এবং আলাউদ্দীন সরকারকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তিসহ আইনের আওতায় আনতে হবে।

এসময় ওই এলাকার প্রায় শতাধিক সচেতন এলাকাবাসী  উপস্থিত ছিলেন।

সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ

তন্ময় ভৌমিক: সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাম গণতান্ত্রিক জোট নওগাঁ শাখার উদ্যেগে নওগাঁ শহরের ব্রিজের মোড়ে স্বাধীনতার ভাষ্কর্যের সামনে এই কর্মসূচী পালন করা হয়। 
বাম গণতান্ত্রিক জোট নওগাঁর সমন্বয়ক ও সিপিবি’র নওগাঁর সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সিপিবি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিপিবি’র সাবেক সভাপতি প্রদ্যুত ফৌজদার, নওগাঁ জেলা আদিবাসী ইউনিয়ন পরিষদের সভাপতি রেবেকা সরেন, কৃষক নেতা মুক্তিযোদ্ধা মুনসুর রহমান, বাসদের শ্রমিক সমন্বয়ক শমশের মোল্লা, ছাত্র মৈত্রীর মিজানসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
বক্তরা এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম, দূনীতি, অব্যবস্থাপনা বন্ধ করা, সবার জন্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিনামূল্যে সকল নাগরিকের জন্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের চক্রান্ত, যখন তখন খুশিমত জ্বালানীর দাম সংসদে বৃদ্ধির জন্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারসহ সরকারের নানান গণবিরোধী নীতির বিরুদ্ধে দাবি জানান।

 
নওগাঁর রাণীনগরে ৮০০ পিস ইয়ারাসহ তিনজন আটক
নওগাঁ : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ চারঘাট পল্লীবিদ্যুৎ অফিসের দুইজন লাইম্যানসহ তিনজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের তিনকজনকে আটক করা হয়। আটকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কাইকাউস আহম্মেদের ছেলে আব্বাছ আলী (৩৮) ও ইয়ানবী আহম্মেদ (৩০) এবং নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকার বছির উদ্দীনের ছেলে তারেক রহমান (২৫)।
রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, রাণীনগর উপজেলার কুজাইল বালিকা বিদ্যালয়ের সামনে মাদক কারবারিরা মাদক বেচা-কেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট পল্লীবিদ্যুৎ অফিসের দুইজন লাইম্যানসহ তিনজনকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং বাদক বহনের কাজে ব্যবহৃত দুইটি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে তারেক ও আব্বাছ চারঘাট উপজেলায় পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত। ওসি আরো জানান, তারা পল্লীবিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকুরীর আড়ালে অধিক অর্থ আয়ের ধান্দায় মাদক ব্যবসা করে আসছে। আটক তিনজনই আন্ত:জেলা মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget