Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

কন্যা সন্তান হলেই বিক্রি করে দেন তারা

রু‌বেলুর রহমান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলা‌র জামালপুর ইউনিয়‌নে পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে ৫০ হাজার টাকার বিনিময়ে বি‌ক্রির অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। রোববার (২১ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামে এ ঘটনা ঘ‌টে। এর আগেও ওই পরিবার‌টি তা‌দের আরেক কন্যা সন্তান‌কে বি‌ক্রি ক‌রে‌ছে ব‌লে অভিযোগ র‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, জামালপুর ইউনিয়‌নের তুলশীবরাটের মৃত আদম শে‌খের ছে‌লে সাইফুল ওর‌ফে ছাবুল শেখ মান‌সিক প্র‌তিবন্ধী এবং তার স্ত্রীও মান‌সিক ভারসাম্যহীন। ফ‌লে জন্ম‌ নিয়ন্ত্রণ কী বো‌ঝেন না তারা। ওই দম্প‌তি এখন পর্যন্ত দুই ছে‌লে ও দুই মে‌য়ে সন্তা‌নের জন্ম‌ দি‌য়ে‌ছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের ভালোমন্দ দেখভাল ক‌রেন ছাবুল শেখের ভাই হাবিল শেখ। তার মাধ্যমেই সদ্য জন্ম নেয়া পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে সাতক্ষীরায় তা‌দের দূর সম্প‌র্কের এক আত্মীয়ের কা‌ছে বি‌ক্রি ক‌রা হয়েছে। স্থানীয়রা ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রির কথা ব‌ললেও ওই পরিবা‌রের সদস্যরা তা অস্বীকার ক‌রেছেন।

এর আগে গত বছর তারা আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার পদমদীর বেরুলী‌তে ২০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লেও জানা‌ গে‌ছে। এছাড়াও বড় ছে‌লে‌কে ওই দম্প‌তি নি‌জে ও আরেক ছে‌লে‌কে তার ভাই খোকন লালন পালন কর‌ছেন।

স্থানীয়রা বলেন, ছাবুল ও তার স্ত্রীর মান‌সিক সমস্যা আছে। কিন্তু সন্তান জ‌ন্মের প‌রই হা‌বি‌লের সহ‌যো‌গিতায় বি‌ক্রি করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে মাত্র পাঁচদি‌নের শিশু সন্তান‌কে সাতক্ষীরার এক ব্য‌ক্তির কা‌ছে বি‌ক্রি ক‌রে‌ দিয়েছেন তারা। রোববার (২১ জুন) সকা‌লে শিশু‌টি‌কে নি‌য়ে গে‌ছেন ওই ব্যক্তি।

এর আগেও তারা আরেক কন্যা সন্তান‌কে ২০ হাজার টাকায় বেরুলী এলাকায় বিক্রি করেছেন। তারা ছে‌লে সন্তান জন্ম নি‌লে রে‌খে দেন এবং মে‌য়ে সন্তান হ‌লে বি‌ক্রি ক‌রে দেন। আসলে হা‌বিলই সব কিছু করছেন, কারণ ছাবুল তো পাগল। তেমন কিছু বো‌ঝেন না। আইনগতভা‌বে সন্তান দত্তক দি‌লে কা‌রও কোনো কথা থাক‌তো না। এটা রী‌তিমত ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

শিশুটির দাদি জমিরন বিবি জানান, ছেলে ছাবুল ও বউ দুজনই পাগল। নি‌জেরাই খাবার পায় না ও নি‌জে‌দের ভালোমন্দ বো‌ঝে না। তাই সাতক্ষীরায় থাকা তা‌দের দূর সম্পর্কের এক আত্মীয়ের কা‌ছে তার ছোট নাত‌নি‌কে দি‌য়ে‌ছেন। এখন খু‌শি হ‌য়ে তারা পাগল ছে‌লেকে কিছু টাকা দি‌তে পা‌রে।
হা‌বিল শেখ বলেন, আমার ভাই ও‌ ভাইয়ের স্ত্রী পাগল। নি‌জেদের ভালোমন্দ নি‌জেরাই বো‌ঝে না। যে কার‌ণে তাদের খোঁজখবর রাখি। ত‌বে তাদের শিশু সন্তান বি‌ক্রির অভিযোগ সঠিক নয়। খাবার ও প‌রিচর্যার অভা‌বে বাচ্চা মারা যা‌বে। এ কারণে লালন পাল‌নের জন্য সাতক্ষীরায় এক অত্মীয়ের কা‌ছে দি‌য়ে‌ছি।

তিনি বলেন, গত বছর আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার বেরুলী‌তে এক আত্মীয়েল কা‌ছে দি‌য়ে‌ছি। সে সময় তারা খুশি হ‌য়ে ২০ হাজার টাকা দি‌য়ে‌ছি‌ল। তাদের

জামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, এলাকার হা‌বিল শে‌খ তার মান‌সিক ভারসাম্যহীন ভাই ছাবুল শে‌খের পাঁচদিনের শিশু সন্তানকে অন্যত্র বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হা‌বিল‌কে আজকের ম‌ধ্যে ওই বাচ্চা‌ ফেরত আনতে বলেছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বাচ্চা বি‌ক্রির বিষয়‌টি শুনেছি। তবে দে‌শের প্রচ‌লিত আইন ও‌ বি‌ধি মোতা‌বেক তারা য‌দি বাচ্চা দত্তক দেয়, তাহ‌লে ঠিক আছে। আর যদি বি‌ধি মোতাবেক সেটা না হ‌য়ে থা‌কে, তাহ‌লে তদন্ত সা‌পেক্ষ আইন অনুযায়ী তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 ছেলের বউয়ের অত্যাচারে থানায় বৃদ্ধ দম্পতি

রেজাউল করিম রেজা: নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ খোরশেদ আলী (৯০) ও তার স্ত্রী আয়শা খাতুনকে (৭৫) ছেলের বউ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেলে থানায় গিয়ে তারা এমন অভিযোগ করেছেন। তাদের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে গেছে। এই বৃদ্ধ দম্পতির বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা জানান, তারা একটি ছাপরা ঘরে থাকেন। সেটিও ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়োবৃদ্ধ হওয়ার কারণে ছোট ছেলে বাহারের স্ত্রী মঞ্জু বেগম (৩৭) তাদের ভালো চোখে দেখেন না। মাঝেমধ্যেই মারধর করেন। খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের কোনো সহায় সম্পত্তিও নেই। তিন ছেলের খরচে চলেন তারা। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে। ছোট ছেলের স্ত্রী মঞ্জু বেগম মাঝে মধ্যেই বৃদ্ধা আয়শা খাতুনকে মারধর করেন। প্রতিবাদ করলে খাবার দেন না।

এদিকে থানায় যাওয়ার পথে তাদের কাছে থাকা ৪শ টাকা নিয়ে চম্পট দিয়েছে জনৈক ভ্যানচালক। পরে তাদের কান্নাকাটি করতে দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা থানায় নিয়ে যান।

বৃদ্ধ খোরশেদ আলী জানান, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ তার খোঁজ নেয়নি।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠির রাজাপুরে করোনায় ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইমাম বিমান : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় করোনা ক্রান্তিলগ্নে ঔষধ সিন্ডিকেট দৌরাত্ব বন্ধ ও স্থানীয় সোহাগ ক্লিনিক এবং ইসলামিয়া ফার্মেসীতে ঔষধ কম্পানি কতৃক ঔষধ সরবারহের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক মহল।

দেশে চলমান করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কাজ করে যাওয়ার মনোভাবে মানব সেবায় এগিয়ে আসা উপজেলার স্বানামধন্য সেবামূলক প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসী স্বল্পমূল্যে সেবা প্রদান, ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি করায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী সিন্ডিকেটের রোশানলে পরেন প্রতিষ্ঠান পরিচালক সাংবাদিক মোঃ আহসান হাবীব সোহাগ। 

স্বল্পমূল্যে ক্লিনিক্যাল সেবা ও ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি করা রাজাপুরের স্বনামধন্য সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় সর্বস্তরের নাগরিকরা মাঠে নেমেছেন। অসাধু ব্যবসায়ীদের ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিসহ সাংবাদিক আহসান হাবিব সোহাগ, সাংবাদিক এমরান হোসেন আদনান সহ ৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাধারন জনতা ও সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ সমাবেশে জনতার ঢল নামে। (২২ জুন) সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ মিলে প্রায় হাজারো জনতা অংশগ্রহন করেন। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মানিক জোম্মাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল রহমান ডেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জুয়েল সিকদার, বন্দর কমিটির প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমু প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি থেকে এ উপজেলার মানুষ সহ পাশ্ববর্তী উপজেলা গুলোর মানুষও উপকৃত হচ্ছে। একটি দুষ্টচক্র সাংবাদিক আহসান হাবিব সোহাগ ও তার ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। চক্রটি বিভিন্ন সময় সোহাগ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। সম্প্রতি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের স্বার্থে ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি শুরু করলে স্থানীয় অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে, একই সাথে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে আফজাল ফার্মেসির লোকজন হামলা, কর্মীদের মারধর, লাঞ্ছিত, লুটপাট ও ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছিল। উক্ত ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়। আসামিরা পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আজ উপজেলাবাসী জেগে উঠেছে। অতিসত্ত্বর সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসিতে ঔষধ কোম্পানি গুলো তাদের ঔষধ সরবরাহ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
এছাড়াও সাংবাদিক মোঃ আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ওপর হামলাকারীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর কাছে গনস্বাক্ষরীত একটি স্মারক লিপি প্রদান করেন।

এদিকে রাজাপুরের কথিত ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে রাজাপুরের সর্বস্তরের মানুষের সাথে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, কৃষক, ছাত্র, মেহনতী মানুষেরা মাঠে নেমেছেন। সমাবেশ ও মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা হয়রাণীমূলক মামলা প্রত্যাহার, ঔষধ সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়।

নওগাঁয় রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরন

নওগাঁ জেলা : নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চলতি আউশ মৌসুমে উপজেলার ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধানের উন্নত মানের বীজ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বায়ার ক্রপ সাইন্সের উদ্যোগে ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের সার্বিক সহযোগিতায় এই ধান বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, বায়ার ক্রপ সাইন্স কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা রাশেকুল ইসলাম, মাঝহারুল কাওসার প্রমুখ। প্রতিজন কৃষককে হাইব্রিড জাতের আউশধানের ৩কেজি বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন এজেড-৭০০৬জাতের এই আউশবীজের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ও অধিক ফলনশীল। তাই কৃষকরা সহজেই কম খরচে ও কম পরিশ্রমে এই জাতের আউশ ধান চাষ করে লাভবান হতে পারবেন।

নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শনিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এ্যাড: ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এম,এম রাসেল, সংগঠনের সদস্য নাইচ পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ। বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিতসা জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করানা ভাইরাসের প্রাদুভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনা এবং রোগীকে নিবির পর্যবেক্ষনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগে ৭-১০ দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগনের সুচিকিতসা জন্য অনতিবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান তারা।

নওগাঁর ধামইরহাটে  গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা,৭ গ্রামের মানুষের ভোগান্তি

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে মাত্র দেড় কিলোমিটার রাস্তার জন্য ৭ গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে এলাকার হাজারো কৃষক,শিক্ষার্থী,শিক্ষকসহ সর্ব পেশার মানুষ চলাচল করে। এক্ষুনি পাকা রাস্তা নির্মাণ করা না হলে বর্ষা মওসুমে মানুষের ভোগান্তির শেষ থাকবে না।

জানা গেছে,ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর ঈদগা মাঠ থেকে চন্ডিপুর পাকা রাস্তা এবং শেখাইপুর থেকে অমপুর পর্যন্ত রাস্তাটি কাঁচা । এ মেঠো রাস্তার অমরপুর কায়েম উদ্দিনের বাড়ী থেকে অয়েজ উদ্দিনের বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি সম্পন্ন কাঁচা। এ পথ দিয়ে অমরপুর খামারপাড়া, সরকারপাড়া, খুলুপাড়া, মাস্টারপাড়া, হটাৎপাড়া, শেখাইপুর ও মোল্লাপাড়া গ্রামের হাজারো মানুষ আসা যাওয়া করে। সামান্য বৃষ্টির পানিতে মাটি গলে কাঁদায় পরিণত হয়। ফলে পুরো বর্ষা মওসুম জুড়েই রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে বেকায়দায় পড়তে হয়। এছাড়া এলাকার শিক্ষার্থীরা এ পথ দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। অমরপুর মাস্টারপাড়া গ্রামের কৃষক মো.জুয়েল হোসেন বলেন,কাঁদা রাস্তার কারণে ধানসহ অন্যান্য ফসল হাটবাজারে বিক্রি করতে খুবই কষ্ট করতে হয়। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমরপুর সরকারপাড়া গ্রামের আরিফুল ইসলাম এবং ধামইরহাট মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানা বলেন,রাস্তা পানি কাঁদাতে একাকার হওয়ায় ভ্যান-বিক্সা কোন যানবাহন চলাচল করতে পারে না। তাই হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।

অমরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো.আবু হেনা মুসা বলেন,রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গ্রামের শিক্ষার্থীরা অধিকাংশ সময় বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারে না।


এলজিইডি ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন বলেন,সংশ্লিষ্ট গ্রামীণ সড়কটি ডাফ্রট প্রেজেক্ট প্রোফর্মা (ডিপিপি) তৈরি করে সেটি অনুমোদনের জন্য এলজিইডির উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। প্রজেক্টটি অনুমোদন পেলে সড়ক পাকাকরণ কাজ শুরু হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget