Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠি

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠি জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ঘন্টায় জেলার নলছিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীনসহ ২ ডাক্তার, সরকারী চাকুররত ৪জন ও ১জন সাংবাদিকসহ নতুন করে ১০জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২২জনে। 

শুক্রবার রাতে সর্বশেষ প্রতিবেদনের জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার পর নমুনা পাঠানো এক জনের রিপোর্ট পজেটিভ আসায় জেলায় সরকারী হিসাবে ৫জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারী হিসাবে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।                                                                                                                                                    

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুজন চিকিৎসক ও নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মাঝিসহ নতুন করে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য চিকিৎসক হলেন ,নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া। এর আগেও মিজান মোল্লা নামে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ্য হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিউলী পারভীন ও চিকিৎসক সুমাইয়া গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দেন। আক্রান্ত দুই নারী চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় , গতকালের আক্রান্ত ১০ জনের মধ্যে অন্য দুজনের মধ্যে ঝালকাঠি সদরে ১জন এবং রাজাপুরে ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১২২ জন। এদের মধ্যে সদরে-৩৯ , নলছিটি-৩৭ , রাজাপুর-২৯ , কাঁঠালিয়া ১৭। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১জন। সর্বশেষ আক্রান্তদের মধ্যে আছেন , ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের একজন সেরেস্তাদার , জিটিভির জেলা প্রতিনিধি শহীদুল আলম , সদর উপজেলা পরিষদের একজন কর্মচারী , পল্লী বিদ্যুৎ একজন কর্মচারী , এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে নলছিটির ভৈরপাশায় গত ১৭ জুন সকালে জ্বর সর্দি ও কাশি নিয়ে মারা যাওয়া ব্যক্তি বাদশা মিয়া (৬৫) করোনা পজেটিভ ছিলেন। ওই দিন স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল রাতে তাঁর প্রতিবেদন পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫জন মারা গেলেন বলে জানান।

জেলায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে। এদের মধ্যে ১১২ জনের প্রতিবেদন পজেটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ২৮১ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ২০৭ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৭৪ জন।
 
তবে করোনা রোধে সিভিল ও পুলিশ প্রশাসনের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানুষদের সচেতনতার পাশাপাশি বিভিন্ন স্থানে জরিমানা করতেও দেখা গেছে।

যশোরের বেনাপোলে মালবাহী ট্রেনের সাথে পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষ

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল:  বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মালবাহি ট্রেন এর ধাক্কায় একটি ট্রাক খাদে পড়েছে। বেনাপোল পৌরসভার দিঘিরপাড়-ছোট আঁচড়া বাইপাস সড়কে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি লোহার কুচি বোঝাই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নাই।

শুক্রবার ১৯শে জুন ভোররাতে   ভারত থেকে আমদানিকৃত পন্য পেয়াজ বোঝাই মালবাহি ট্রেনটি বেনাপোল থেকে যশোর নওয়াপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। মাত্র ১ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে বাইপাস সড়ক পার হওয়ার সময় সিলেট-ট-০০১১৮১ নং লোহার কুচি বোঝাই ট্রাকটিকে ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার খাদে দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার এর কোন ক্ষয় ক্ষতি হয়নি।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বাইপাস সড়কে এর রেল পারাপারের ওই জায়টি স্থানীয় প্রকৌশলীদের জায়গা হওয়ায় সেখানে রেল কর্তৃপক্ষের কোন গেট ম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত স্থান রেল কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

নওগাঁর ধামইরহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক

আতাউর শাহ্, নওগাঁ  নওগাঁর ধামইরহাটে সন্ধায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোফাজ্জল হোসেন (৩৪) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটকৃত হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের চৌকস দল, সঙ্গীয় অফিসার ফোর্স এসআই মহসিন রেজা, এএআই ফেরদৌস আলী ও এএসআই মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করে ধামইরহাট থানাধীন বিহারীনগর ধানতাঁরা মোড় হতে তাকে আটক করা হয়েছে। এসময় তাঁর হেফাজতে থাকা ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।

ডিবির ওসি কে এম শামসুদ্দিন  ঘটনা নিশ্চিত করে জানান, এবিষয়ে সংশ্লিষ্ট ধামইরহাট থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

নওগাঁয় দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। অসুস্থ হলেও সুচিকিৎসা নিতে পারছেন না অনেকেই। এরই মধ্যে সুবিধাবঞ্চিত ও অসহায়দের পাশে দাড়িয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডাঃ আলহাজ্ব মোঃ ইমদাদুল হক। গত তিন মাস যাবৎ প্রতিদিন সকাল ৭টা থেকে সারাদিন রোগী দেখা হচ্ছে। এছাড়া ফ্রি চিকিৎসাসেবা, ঔষধ বিতরন ও খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন তিনি।

জানা গেছে, করোনার কারনে বেসরকারী ক্লিনিকেও প্রাইভেট চেম্বারে ঠিকমতো রোগী দেখছেননা ডাক্তাররা। এঅবস্থায় গত তিন মাস যাবত আরজী নওগাঁ শেরপুর তার নিজ বাসভবনে বসেই বিরামহীনভাবে এই ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করা হচ্ছে। করোনা মহামারীর মাঝেও থেমে নেই এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন। এপর্যন্ত সহ¯্রাধিক গরীব ও দুস্থ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। সঠিকভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৩১৩ জন স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবকদের দিয়ে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধাঁরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়েই পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামে ও মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে পরিচালনা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে প্রয়োগ এবং বিনামূল্যে মাস্ক বিতরণ, জরুরী সেবা দিতে বিশেষ এলাকায় তাৎক্ষণিক মেডিক্যাল ক্যাম্প স্থাপনসহ নানান কার্যক্রম চালানো হচ্ছে।

ডাঃ আলহাজ্ব মো. ইমদাদুল হক বলেন, করোনা মহামারীতে চিকিৎসা সংকটে গ্রামের অসহায়দের চিকিৎসা দিতে তার এই কার্যক্রম চালিয়ে চাচ্ছেন তিনি। শুরুতে বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনে বাঁধা আসলে তিনি তার নিজ বাসভবনে গড়ে তোলেন মেডিক্যাল ক্যাম্প। ৩১৩ সদস্যের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহবান জানান তিনি। তার এই সকল কাজে তার লন্ডন প্রবাসী ছেলে ও বাংলাদেশ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকুরীরত মেয়ে এবং তার স্ত্রী সার্বিকভাবে সহযোগীতা করে আসছে।

নওগাঁয় পুলিশ সদস্য এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

আবু রায়হান রাসেল, নওগাঁ: ঢাকাস্থ নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে নওগাঁয় সদর মডেল থানার সকল পুলিশ সদস্য এবং সদর হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের জন্য কোভিড-১৯-এর সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। 
 বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানার ৭৫ জন পুলিশ সদস্যের জন্য সুরক্ষা সামগ্রী সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া’র নিকট হস্তান্তর করেন নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ কায়েস উদ্দিন। এ সময় সংগঠনের ট্রেজারার মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেকের জন্য ৩টি করে মাস্ক এবং দুই জোড়া করে গ্লোভস প্রদান করা হয়। 

এর আগে সকাল ১০টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৪০ জন চিকিৎসক, ৮৭ জন নার্স এবং ১০৯ জন অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এসব সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুল হক। নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সরকারের অবসরপ্রাপ্ত সচিব সৌরেন্্রদনাথ চক্রবর্তীর পক্ষে সুরক্ষা সামগ্রী প্রদান করেন সংগঠনের উপদেষ্টা অসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। এ সময় প্রচার সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীপা সরকার এবং ট্রেজারার মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলে। 

সুরক্ষা সামগ্রী হিসেবে চিকিৎসকদের জন্য প্রত্যেককে ৫টি করে মাস্ক ও ২ জোড়া করে গ্লোভস এবং অন্যান্য সকলের প্রত্যেককে ৩টি করে মাস্ক ও ২ জোড়া করে গ্লোভস প্রদান করা হয়। 

সংগঠনটি  নওগাঁ জেলার অন্য ১০টি থানা এবং উপজেলা হাসপাতাল সমুহে অনুরুপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পর্যায়ক্রমে বিতরন করবে।


আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় মেডিক্যাল কলেজের একজন শিক্ষক এবং অফিস সহকারীসহ নতুন করে অরও ১৫ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে সদর উপজেলায় মেডিক্যাল কলেজের এক শিক্ষক ও এক অফিস সহকারীসহ ৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন,  সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৬-এ দাঁড়ালো। 

গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৭৪ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, রানীনগর উপজেলায় ১৭ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১৩ জন, মান্দা উপজেলায় ৯ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পতœীতলা উপজেলায় ৯ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ১৮ জন, সাপাহার উপজেলায় ১২ জন এবং পোরশা উপজেলায় ৩১ জন। 

গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে ১৪ দিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ১৩৯ জনকে। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয় ৯ হাজার ৪শ ৬৯ জনকে এবং এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয় ৮ হাজার ২শ ৪ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ২শ ৬৫ জন। 

গত ২৪ ঘন্টায় আরও ১ জন সুস্থ্য হয়েছেন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৬১ জন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget