Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবু চাষ

নওগাঁ অফিস: নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অধিক লাভজনক লেবু চাষ। করোনা ভাইরাস প্রতিরোধে লেবু অনেক উপকারী বলে বাজারে বৃদ্ধি পেয়েছে এর চাহিদা। তাই লেবু চাষীরা বর্তমানে লেবুর ভালো দাম পেয়ে অনেক খুশি। অপরদিকে চলতি মৌসুমে লেবুর ফলনও চাষীদের মুখে নতুন করে হাসি ফুটিয়েছে। পাইকাররা বাগানে এসেই কিনছেন লেবু তাই বাজারজাতের বাড়তি ঝামেলা নেই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার প্রায় ৭হেক্টর জমিতে কৃষি অফিসের সহায়তায় ও পরামর্শে চাষ করা হয়েছে অধিক ফলনশীল রসে ভরা চায়না-৩ জাতের লেবু। কোন নির্দিষ্ট সময় নয় গাছে সারা বছরই পাওয়া যাবে এই লেবু। ভিটামিন-সি সমৃদ্ধ এই লেবুর আবাদটি বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগ্রহী চাষীরা এই সব লেবুর বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন। উপজেলার কুজাইল গ্রামের রফিকুল ইসলাম, নগরব্রীজ এলাকার গোলাম মোস্তফা ও চকমনু গ্রামে সুফলা নওগাঁ নামের এক কৃষি সংগঠন লেবু চাষে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিনিয়তই উদ্বুদ্ধ চাষীরা এই সব বাগান দেখে নিজেরাও লেবুর বাগান তৈরির জন্য কৃষি অফিসে এসে পরামর্শ নিয়ে যাচ্ছেন।
কুজাইল গ্রামের লেবু চাষী রফিকুল ইসলাম বলেন আমি কৃষি অফিসের পরামর্শে ও কারিগরি সহযোগিতায় কিছু পরিত্যাক্ত জমিতে লেবুর বাগান তৈরি করেছি। লেবু গাছ লাগানোর বছর সময় পর থেকেই ফলন পাওয়া শুরু করেছি। আমি বর্তমানে অন্যান্য আবাদের চেয়ে লেবু চাষের দিকে বেশি ঝুঁকছি কারণ এর চাহিদা সারা বছর আর লেবু চাষে খরচও অনেক কম তাই লাভের পরিমান অনেক বেশি।
কৃষি সংগঠন সুফলা নওগাঁর উদ্যোক্তা আহসান হাবিব বলেন এই উপজেলার চাষী ভাইদের একঘেয়ামী ফসল চাষ থেকে ফিরিয়ে এনে সময়পুযোগি অধিক লাভজনক আবাদ হিসেবে লেবু চাষে উদ্বুদ্ধ করতেই কয়েকজন কৃষক ভাইদের সহযোগিতায় আমরা কিছু জমি লিজ নিয়ে লেবুর বাগান করেছি। আমরা ১শতটি লেবু বাগান থেকে পাইকারদের কাছে ২৫০-৩০০টাকা করে বিক্রি করছি। এছাড়াও লেবুর গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে তা বিক্রি করেও বাড়তি অর্থ আয় করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন একই ফসল বারবার চাষ ও অধিক কীটনাশক ব্যবহার করার জন্য জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। জমি ও কৃষকদের স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি উপজেলার কয়েকজন আগ্রহী চাষীদের এই লেবুর বাগান তৈরিতে সার্বিক সহযোগিতা দিয়ে লেবুর বাগান তৈরি করেছি। এটি অত্যধিক লাভজনক একটি ফসল। লেবু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বলে কীটনাশকের তেমন ব্যবহার করতে হয় না। এটি মাটির উর্বতা শক্তি বৃদ্ধি করে। প্রতি মৌসুমে গাছ লাগানোর ঝামেলা নেই। একটি লেবু গাছ অনেক বছর পর্যন্ত লেবু দেয়। আর সারা বছরই সবজি হিসেবে লেবুর চাহিদা দারুন। তাই এই ফসল চাষে কম পরিশ্রম আর কম খরচে অধিক লাভ করা খুবই সহজ। এছাড়াও লেবুর বাগানে গাছের ফাঁকা জায়গায় মৌসুমি সবজি চাষ করেও বাড়তি অর্থ আয় করা সম্ভব। তিনি আরো জানান লেবু বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমও কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে চায়না-৩ জাতের একটি লেবুর বাগান তৈরি করেছেন।

নওগাঁর আত্রাই নদীর পানির স্রোতে ভেসে যাওয়া শিশু ২৪ ঘন্টা পর উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টা পর  চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা নিতি আক্তার (১০) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।  মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মিরাপুর ইট ভাটা সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত নিতি আক্তার উপজেলার আটগ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে থানায় কল আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাাঁতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।
পরে রাজশাহী ডুবুরি দলকে খবর পৌচ্ছালে তারা এসে নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে রাত্রি পর্যন্ত অভিযান অব্যাহত রেখে তার কোন সন্ধান পায়না । মঙ্গলবার সকালে উপজেলার মিরাপুর ইট ভাটা সংলগ্ন নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে।


নওগাঁর বরেন্দ্র রেডিওতে ২ দিন ব্যাপি কমিউনিটি মিডিয়ায় দলিত যুব ও যুবনারীদের অনলাইন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ২ দিন ব্যাপি ফেলোশিপ ফর ইয়ুথ এন্ড ইয়ুথ উইমেন ইন কমিউনিটি মিডিয়া এন্ড জার্নালিজম এর অনলাইন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক  ফর রেডিও  এন্ড  কমিউনিকেশন বিএনএন আরসির কারিগরী সহায়তায় ও ফ্রি  প্রেস  আনলিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ ও ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমিউনিটি বরেন্দ্র রেডিওর অডিটরিয়াম রুমে এক অনলাইন কর্মশালার আয়োজন করেন। উক্ত অনলাইন কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। উক্ত অনলাইন কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষন প্রদান করেন দলিত উইমেনস ফেডারেশনের সেক্রেটারী বনানী বিশ্বাস,রংধনু টিভির নিউজ এডিটর আমীন আল রশীদসহ বিএনএনআরসির প্রতিনিধিবৃন্দ। দ্বিতীয় দিন প্রশিক্ষন প্রদান করেন বিএনএনআরসির সমন্বয়কারী প্রতিভা ব্যানাজী, নিউজ রিপোর্টিং কলা কৌশল সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন শাহনাজ শারমীন, চীফ রিপোর্টাও, নাগরিক টিভি এবং ওয়েব ও সোস্যাল মিডিয়া সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন জাহাঙ্গীর আহমেদ। উক্ত অনলাই কর্মশালায় বরেন্দ্র থেকে উপস্থিত ছিলেন রেডিওটির ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার, টেকনিক্যাল অফিসার কাজী রাকীব,অনুষ্ঠান প্রযোজক ও ফেলোদের মেন্টর সুব্রত কিশোর হালদার, ফেলো ফুলাল পাহান , সংগীত লিন্ডা, উপস্থাপক আসওয়াদ এলাহী শিথিল সহ মোট ৬ জন অংশগ্রহন করেন ।

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নির্মল রায় সুভাষ (৩৭) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।  সোমবার ভোর রাতে নীতপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে।
পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিহত নির্মলের পরিচয় নিশ্চিত করে জানান, নির্মল একই উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে। ভারতে অবৈধ্য ভাবে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, এলাকার একদল গরু ব্যবসায়ী রবিবার রাতে ভারতে অবৈধ্যভাবে গরু কিনতে যান। আজ সোমবার ভোরে তারা গরু কিনে নিয়ে বাংলাদেশে ফেরার সময় নীতপুর সীমান্তের ২২৭ নং পিলারের থেকে ১ কিলোমিটার ভারতের মালদা জেলার অভ্যন্তরে আগ্রাবাদ-১৫৯ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থল ভারতের নিমতলায় নির্মল রায় সুভাষ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্যরা ফিরে আসতে সক্ষম হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৬ নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রবিবার রাতে চোরাইপথে ভারতীয় গরু আনতে বাংলাদেশী একদল গরু ব্যবসায়ী যান। গরু ব্যবসায়ীরা বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদার ১ কিলোমিটার অভ্যন্তরে বিএসএফের গুলিতে নির্মল রায় সুভাষ নিহত হয়েছেন। নিহতের মরদেহ ফিরিয়ে নিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নওগাঁয় ভিন্ন রুপ ধারন করছে কোরোনা ভাইরাস।

সালমান ফার্সী, সজল (নওগাঁ) : নওগাঁয় নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৭ জন। এরমধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ১২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছন ১২৮৯ জন। শুক্রবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল এ তথ্য জানিয়েছেন। এদিকে গত মঙ্গলবার থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ নওগাঁ শাখায় কয়েকজন অফিসারের করোনা হওয়ায় ব্যাংক লকডাউন করেছে জেলা প্রশাসন।

নওগাঁর ধামইরহাটে ২০ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ২০ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্র্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ২০ জন আটক করা হয়। ওই দিন রাতে আসামীদেরকে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো- জাবেদ মন্ডল (৩৮), জাহাঙ্গীর আলম (২৬), রাজ্জাক মন্ডল (৩৮), রেজওয়ান হোসেন (২২), আলমগীর হোসেন (৩৬), শামীম (২২), মিঠন মিয়া (৩০), মুকুল হোসেন (২২), কাওসার হোসেন (৩০), সাইফুল ইসলাম (২২), শ্রী বিপ্লব মাহাতো (২০),আব্দুর রহিম (১৮), শ্রী রনি মালি (২২), রাশেদুল ইসলাম (২৬), রাজু হোসেন (২৪), মিলন (৩৫), রাজু হোসেন (২৫), রাজীব হোসেন (১৮), সিমান্ত হোসেন (২৬) এবং আব্দুল মজিদ (২৮)। মাদকসেবীদেরকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে আসামীদের নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget