নওগাঁ সদরে কৃষি অ্যাপসের মাধ্যমে কৃষক ৮ হাজার ৮৬৪ জন নির্বাচিত
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদরে ডিজিটাল ব্যবস্থাপণায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে চলতি বোরো ধান কেনার জন্যে কৃষক নির্বাচনী লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপূরে নওগাঁ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হল রুমে লটারি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশীদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতা আতিকুল ইসলাম, সদর কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, শাহ পরান নয়ন, সহ খাদ্য, কৃষি বিভাগ, কৃষকগণ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান জানান, নওগাঁ সদর উপজেলায় ২৫ মার্চ থেকে ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে কৃষকদের আবেদন শুরু হয়। আবেদন মেয়াদ শেষ দিন ১৬ মে পর্যন্ত সদরের ২৪ হাজার ৩৫৮জন কৃষক আবেদন করেন। এর মধ্যে নিবন্ধন গ্রহণ হয় ২৩ হাজার ৮৬৭টি। ২৪ হাজার ৩৫৮জন কৃষকের মধ্যে নিবন্ধনের মধ্যে ১টি বাতিল এবং ৪৯০টি আবেদন নিষ্ক্রিয় থাকে। নিবন্ধনকৃত ২৩ হাজার ৮৬৭ জনের মধ্যে ১৫ হাজার ৭০২ জন কৃষক ধান সরকারি গুদামে বিক্রির জন্যে আবেদন করেন। এদের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপণায় ‘কৃষকের অ্যাপসের’ লটারির মাধ্যেমে ৮ হাজার ৮৬৪ জন কৃষক নির্বাচিত হন। চলতি বোরো মৌসুমে সদরে তিন স্তরের কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৬৬ মেট্রিক টন ধান কেনবে সরকার।
উল্লেখ্য, নওগাঁর বাঁকি উপজেলায় উপজেলা পর্যায়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছে থেকে ধান সংগ্রহ করা হবে। চলতি বোরো মৌসুমে নওগাঁয় প্রায় ২৪ হাজার মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে কিনবে।