নওগাঁর আত্রাইয়ে ‘বিলসুতি’ বিলে নির্মিত বাঁধ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন
আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ‘বিলসুতি’ বিলে ২০১৭ সালের নির্মিত বাঁধ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজী ও কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে বিলের মাঝে বাঁধের পাশে এ মানববন্ধন পালিত হয়।
বিল কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্বাদক বাবুল প্রামানিক, কৃষক হাবিবুর রহমান, মোজাম্মেল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে বিলের মাঝে জেলার শেষ সীমান্ত দিয়ে বাঁধ নির্মান করা হয়। বাঁধের কারনে এ জলাশয়ে ৬ মাস পানি থাকে এ পানি দিয়ে ওই ইউনিয়নের ৫টি গ্রামের কৃষক প্রায় ৩ হাজার বিঘা জমির বোরো ও আউশের আবাদ করে থাকেন কৃষকরা। এছাড়া ওইসব গ্রামের প্রায় ৫শ মৎসজীবি এ জলাশয়ে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন।
এ বাঁধ ভেঙ্গে ফেলা হলে এক দিকে যেমন মৎসজীবিরা বিপাকে পড়বেন অন্যদিতে কৃষকরা পানির অভাবে ফসল ফলাতে পারবে না। তাই এই বাঁধ না ভাঙ্গার জন্য অনুরোধ জানানো হয় এ মানববন্ধন থেকে।#