Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁ প্রেসক্লাব থেকে সাংবাদিকদের এ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। তবে শনিবার বিকেলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর কাছে ৭৬ জন সাংবাদিকের উপহার তুলে দেন।
নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার

উপহারগুলোর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, মুড়ি, খেজুর, ঘি, দুধ, লাচ্চাসহ কসমেটিক সামগ্রি।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, জাতীর এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশের ন্যায় প্রশাসন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অন্যান্য বাহিনীর সাথে সংবাদ কর্মীরাও করোনার বিরুদ্ধে সম্মুখ যোাদ্ধা হিসেবে লড়াকু ভূমিকা পালন করে চলেছেন। বাংলাদেশ পুলিশের সাথে লড়ে যাওয়া সেই সম্মুখ যোদ্ধা জেলার সংবাদকর্মী ভাইদের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহ নির্মান এক শ্রমীকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (২৬) নামে এক গৃহ নির্মান শ্রমীকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুরের চকারপুকুর মোড় নামক স্থানে একটি ভবন নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত আব্দুল মুমিন নওগাঁর পোরশা উপজেলার নিবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

স্থাণীয় সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার আবাদপুকুরের চকারপুকুর মোড় নামক স্থানে প্রবাসীর স্ত্রী রেহেনা বিবির দুই তালা ভবন নির্মান কাজ করছিলেন শ্রমীক আব্দুল মুমিন। শনিবার সন্ধ্যায় ভবনটির নির্মান কাজ চলা অবস্থায় অসাবধানতা বসত বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমীকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নওগাঁয় ১৬ বিজিবি'র উদ্যোগে ২১৫ টি পরিবারকে ত্রাণ বিতরণ

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ২১৫ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম, জি।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি।

রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তহিন মোহাম্মদ মাসুদ বিপিএম, জি বলেন, প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্তের দিকে কেউ যেতে চাই না। সীমান্তের অসহায়দের লক্ষ্য করে ত্রান দেয়া হচ্ছে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার ত্রান না পায় সেদিকটি আমরা দেখছি। আমাদের বিজিবি সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে রয়েছে চাল ৬কেজি, ডাল এক কেজি, তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, আটা দুই কেজি, সুজি ২৫০গ্রাম ও বিস্কুট এক প্যাকেট।

নওগাঁর রাণীনগরে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মা আশেদা বেগম (৫০) ও বিদেশ ফেরত ছেলে আসলাম হোসেন (৩৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ মৃত্যু নিয়ে ওই এলাকায় চলছে নানান সমালোচনা। কেউ বলছে পরিকল্পিত হত্যাকান্ড আবার কেউ বলছেন আত্মহত্যা হতে পারে। আজ শনিবার সকালে তাদের পৃথক পৃথক শয়ন ঘরে লাশ পাওয়া যায়। এ ঘটনায় শনিবার দুপুরে নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি, ছেলে বিদেশ ফেরত আসলাম হোসেন ও ছোট ছেলে আল আমিন নিয়ে বসবাস করতেন। গত শুক্রবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ছোট ছেলে আল আমিন ঘুম থেকে ওঠে মাকে ডাকতে গিয়ে দেখতে পান মেঝেতে মৃত্যু অবস্থায় পরে আছে। এর পর ভাই আসলামকে ডাকতে গিয়ে দেখতে পান সেও মৃত্যু অবস্থায় মেঝেতে পরে আছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি। অনেকেই বলছেন, মা আশেদার লাশ ঘরের মেঝেতে পরেছিল, আর ছেলে আসলামের গলায় দড়ি লাগানো এবং নগ্ন অবস্থায় পরেছিল।  

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি সার্বিক ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।


নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে দিল জেলা কৃষকলীগের নেতা কর্মীরা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে দিল জেলা কৃষকলীগের নেতা কর্মীরা। কেন্দীয় কৃষকলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় এক অসহায় কৃষকের জমির ধান কেঁটে দিল নওগাঁ জেলা কৃষকলীগ। আজ শনিবার সকালে নওগাঁ সদরের দিঘলী বিল মাঠে অসহায় কৃষক সামসুল ইসলামের ২ বিঘা জমির ধান কেঁটে বাড়িতে পৌঁছে দেয় কৃষকলীগের নেতা কর্মীরা ।

এ সময় উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ম আহব্বায়ক খোরশেদ আলম সহ জেলা কৃষকলীগের নেতা কর্মীরা।

অসহায় কৃষক সামসুল ইসলাম বলেন, আমি গরীব মানুষ ধান কেটে নেয়ার মত টাকা কাছে নাই। তাছাড়া করোনার কারনে তেমন ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছেনা। আমার বিষয়ে জানতে পেরে খোজঁ খবর নিয়ে আজ এসে কৃষকলীগের নেতা কর্মীরা ধান কেটে বাড়িতে তুলে দিল।  আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সব সময় এমন ভালো কাজ করে যাবে এমনটাই আশা করছি।

নওগাঁ জেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় আমরা জানতে পারি নওগাঁ সদরের দিঘলী বিল মাঠে অসহায় কৃষক সামসুল ইসলাম তার ২ বিঘা জমির ধান কাটতে পারেনি। বিষয়টি জানতে পেরে আমরা কৃষকলীগের নেতা কর্মীরা তার জমির ধান কেটে পৌঁছে দিলাম। অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়ার এ ধারা অব্যাহত থাকবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০ পরিবারের মধ্যে আরকোর ৩ লাখ টাকা বিতরণ

আবু রায়হান রাসেল, নওগাঁ : করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষকে মানসিক সহায়তার অংশ হিসেবে নওগাঁয় হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে খাদ্য সহায়তা বাবদ নগদ টাকা বিতরণ করেছে পল্লী সহযোগি বিষয়ক সংস্থা (আরকো)। গত বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে মোট ৩ লাখ টাকা বিতরণ করে উন্নয়ন সংস্থাটি।  

উপজেলার তিলকপুর, কীর্তিপুর ও বর্ষাইল ইউনিয়নের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০টি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা বাবদ তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে। আরকোর কর্মীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া গ্রামে হতদরিদ্র কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী। 

প্রতিটি পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য ধরে, তাঁদের এক মাসের খাদ্য সহায়তা বাবাদ তিন হাজার করে টাকা বিতরণ করছে আরকো। দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় নগদ এই অর্থ সহায়তা দেওয়া হয়।  

সজল কুমার চৌধুরী বলেন, মানুষের যে কোনো বিপদে সব সময় আরকো মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট সংকটে শুরু থেকেই আরকো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আরকো। 

তিনি বলেন, দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরকো নওগাঁর শহর সহ বিভিন্ন এলাকায় ১০ হাজার লিফলেট বিতরণ ও স্থানীয় ক্যাবল টিভিতে গম্ভীরা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নওগাঁ শহরের ১২টি স্থানে হাত ধোয়া পয়েন্ট স্থাপন করা হয়েছে। শহরের রাস্তাঘাটে জীবানুশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করে যাচ্ছে সংস্থাটি। নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার ৬২৮টি হতদরিদ্র পরিবারের মধ্যে হাইজিন কিট সরবরাহ করা হয়েছে। এছাড়া খুব শিঘ্রই সরকারি জরুরি সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget