নওগাঁর পত্নীতলায় দুই পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় এই প্রথম দুই পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চকবর্তী ও পরিদর্শক ( তদন্ত) হাবিবুর রহমান। উল্লেখ গত পহেলা মে নওগাঁ-২ ( ধামইরহাট পত্নীতলা) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হবার পর তাঁর সংস্পর্শে আসায় উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর আওয়ামিলীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, অরুন, ইউএনও লিটন সরকার, সহকারী কমিশনার ( ভূমি) সানজিদা সুলতানা, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, সহ ১৫ জন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের গত ২ মে নমুনা সংগ্রহ করা হয় এবং গত ৫ মে বিকালে সেই রেজাল্ট আসে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ জানান উল্লেখিত ১৫ জনের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা করোনা পজেটিভ বাকী গুলো নেগেটিভ আসছে। উপজেলায় মোট ১০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬ টি রেজাল্ট আসছে। উপজেলায় এই প্রথম দুজন করোনা শনাক্ত হলো।
আক্রান্ত ওসি পরিমল চক্রবর্তী বলেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বাসায় হোমকোয়ারেন্টাইনে আছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।