Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় সচিব, এসপি, ডিসি, ইউএনও পরিচয়দানকারী ভুয়া উর্দ্ধতন কর্মকর্তা গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিভিন্ন সময়ে পরিচয়দানকারী ভূয়া পুলিশ কর্মকর্তা আকমল আলী মামুন (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃত আকমলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ভুয়া উর্দ্ধতন কর্মকর্তা সেজে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আকমল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার চরকাঠালি গ্রামের মৃত-ইউসুফ আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত জেলার সদর উপজেলার চন্ডিপুরগ্রামে শ্বশুড় বাড়িতে বসবাস করে এবং ছদ্মবেশে রাণীনগর বাজারের বটতলী মোড়ে কাপড়ের ব্যবসা করতো। এই ব্যবসার আড়ালেই তার সহযোগিদের মাধ্যমে দীর্ঘদিন যাবত এই কার্মকান্ড চালিয়ে আসছিলো। আকমল তার দলীয় লোকজনের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের ভূয়া সচিব, পুলিশের এসপি, ডিসি, ইউএনওসহ উর্দ্ধতন কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানের কাজ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের কারবার করতো। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এই অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। রাণীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার মোবাইল ফোন ট্যাগ করে শুক্রবার রাতে রাণীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, তাকে গ্রেফতার করে থানায় প্রাথমিক জিজ্ঞাবাদে তার কিছু সহযোগির সন্ধান পাওয়া গেছে। তাদেরকেও আটক করার চেষ্টা চলছে। এছাড়াও তার কাছ থেকে ৬টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন ও ৭টি সিম কার্ড পাওয়া গেছে। গ্রেফতারকৃত আকমলের বিরুদ্ধে যেসব থানায় মামলা রয়েছে সেই সব থানা কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হবে।

দেশের করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ বিবেচনায় ১ম ধাপে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পেল ১১ জন সাজাপ্রাপ্ত বন্দি

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে কারাগারে আটক বন্দিদের মুক্তি প্রদানের প্রক্রিয়ায় ১ম ধাপে ০৬ মাস থেকে ০১ বছর পর্যন্ত সাজা ইতিমধ্যে ভোগ করেছে এমন লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ১১ জন বন্দিকে নওগাঁ জেলা কারাগার থেকে সরকারী সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার সকালে ওই সব বন্দিদের মুক্তি দেয়া হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, সরকার করোনা পরিস্থিতির কারনে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশীর ভাগ ইতমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ০৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারের এ সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে খুশিরভাব দেখা যায় এবং তালিকাভুক্ত অনরুপ অন্যান্য বন্দিরাও মুক্তির অপেক্ষায় কারাগারে দিন গুনছে।

যশোরের শার্শায় মাঠ থেকে নবজাতক শিশু উদ্ধার: ঠাঁই হলো কৃষকের ঘরে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: যশোরের শার্শায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। 

বৃহস্পতিবার সকালে উপজেলার  কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। 

কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে  আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। একটু কাছে গিয়ে দেখি ভীতরে কিছু নড়াচড়া করছে।তখন বস্তার মুখ খুলতেই দেখি সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করছি।এ ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।

জানতে চাইলে উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটি বিষয় খোঁজ খবর নিয়েছি।কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন।  

স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি  অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়।আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো তার।

নওগাঁর সাপাহারে এতিম শিশুদের জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ১৩ টি কওমী মাদরাসায় এতিম শিশুদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে। 

উপজেলা পরিষদ হলরুমে তকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলী উপস্থিত থেকে এতিম শিশুদের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে নগদ ১০ হাজার টাকা করে ১৩ টি মাদ্রাসায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও সকল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র চলমান খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায়
এপ্রিল মাসে ৫৩২৭ পরিবারের মধ্যে ২৬৬৩৫ কেজি চাল, ৫৩২৭ কেজি আলু ও ২৬৬৩ কেজি ডাল বিতরন

আবু রায়হান রাসেল, নওগাঁ: দেশে চলমান করোনা পরিস্থিতির কারনে সারাদশের মত নওগাঁতেও প্রচুর সংখ্যক প্রাত্যহিক খেটে খাওয়া মানুষের উপর বিরুপ প্রভাব পড়েছে। কাজ না থাকায় এসব পরিবার ব্যপক খাদ্য সংকটের মধ্যে পড়েছেন। নওগাঁ মাল্টিপারাপাস কো-অপারেটিভ সোসাইটি এই সংকটের কথা চিন্তা করে এসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তার হাত প্রসারিত করেছে।

নওগাঁ মাল্টিাপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাসব্যপী খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এপ্রিল’২০২০ মাসে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড, সান্তাহার পৌরসভা, সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সর্বমোট ৫ হাজার ৩শ ২৭ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার আওতায় পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু এবং আধা কেজি করে ডাল বিতরন করা হয়েছে। সেই হিসেবে এপ্রিল মাসে এসব পরিবারের মধ্যে ২৬ হাজার ৬শ ৩৫ কেজি চাল, ৫ হাজার ৩শ ২৭ কেজি আলু এবং ২ হাজার ৬শ ৬৩ কেজি ৫শ গ্রাম ডাল বিতরন করা হয়েছে। এ ছাড়াও কিছু কিছু পরিবারকে নগদ অর্থ দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ পৌরসভার ভবানীপুর গ্রামে ১ হাজার ১শ ৭১ পরিবার, চকরামপুর গ্রামে ৩শ ২৮ পরিবার, শেখপুরা গ্রামে ২শ ১৪টি পরিবার, রজাকপুর গ্রামে৫২৭ পরিবার, বোয়ালিয়া গ্রামে ১শ ৫১ পরিবার, পিরোজপুর গ্রামে ৫৬ পরিবার, সুলতানপুর মহল্লায় ১শ ৪৩ পরিবার, পার-নওগাঁ মহল্লায় ২শ ৪ পরিবার, খিদিরপুর মহল্লায় ৬৪ পরিবার, ছাতিয়ানকুড়ি মহল্লায় ২শ ১১ পরিবার, জগৎসিংহপুর মহল্লায় ১৬ পরিবার,  বোয়ালিয়া ইউনিয়নের ইকরকুড়ি গ্রামে ২শ ১১ পরিবার, এনায়েতপুর গ্রামে ১শ ৩০ পরিবার, ধামকুড়ি গ্রামে ৯৯ পরিবার, সাহাপুর গ্রামে ৩শ ৫৫ পরিবার ও দোগাছি গ্রামে ১শ ৪৭ পরিবার, চন্ডিপুর ইউনয়নের শিমুলিয়া গ্রামে ৫৪ পরিবার, ইলশাবাড়ি গ্রামে ৩৬ পরিবার, বলিরঘাট গ্রামে ১৮ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

এ ছাড়াও এই মাসে অন্যান্যভাবে বিতরনের মধ্যে রয়েছে নওগাঁ কো-অপারেটিভ ফোরামের মাধ্যমে ৪শ ৫৯ পরিবার, জেলা সিএনজি মালিক সমিতির মাধ্যমে ১শ পরিবার, জেলা অটো টেম্পু শ্রমিক সমিতির মাধ্যমে ১শ ৩৫ পরিবার, জাতীয় শ্রমিকলীগের মাধ্যমে ৪০ পরিবার, যুব মহিলালীগের মাধ্যমে ৩০ পরিবার, জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগের মাধ্যমে ৪১ পরিবার, রবিদাস উন্নয়ন পরিষদের মাধ্যমে ৩১ পরিবার, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চতুর্থ শ্রেনী ও লেবারদের মধ্যে ৯০ পরিবার, সান্তাহার পৌরসভা এলাকায় ৫৬ পরিবার এবং বিচ্ছিন্নভাবে আরও ৪শ ১০ পরিবারের মধ্যে এই সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও এলাকার ৬০টি পরিবারের প্রত্যেককে ২শ টাকা করে মোট ১২ হাজার টাকা বিতরন করা হয়েছে।

নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোস্ইাটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা জানিয়েছেন এই সহায়তা অব্যাহত থাকবে।

করোনা রোগীকে নওগাঁয় আটক করে বাড়ি পাঠালো পুলিশ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থেকে আসা করোনায় আক্রান্ত মোস্তাফিজুর রহমান (৩৫) নামে রোগীকে নওগাঁয় থেকে গ্রামের বাড়ি পাঠিয়েছে পুলিশ। আজ নওগাঁ শহরের লিটল ব্রিজ থেকে আটকের পর তার গ্রামের বাড়ি বিলপালশায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান ওই গ্রামের ফজলুল হকের ছেলে। ঘটনায় নওগাঁ শহরে আতঙ্ক বিরাজ করছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মোস্তাফিজুর কিছুদিন আগে ঢাকা থেকে আসেন। আসার পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করলেও করোনা সন্দেহে স্থানীয়রা স্বাস্থ্য বিভাগে জানান। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠান। এমতাবস্তায় মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে তার স্ত্রীর সন্তান জন্ম দেন। সন্তানের নিউমোনিয়ায় আক্রান্ত হলে নওগাঁর শহরের একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে ভর্তি করান বুধবার সকালে। ৯টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর পুলিশসহ প্রশাসনিক ভাবে তার আক্রান্তদের খোঁজখবর নেওয়া শুরু হয়। তারপর তার অবস্থানের বিষয়টি জানতে পেরে পুলিশসহ সংশ্লিষ্ট উধ্বর্তন বিভাগে জানানো হয় তিনি নওগাঁয় অবস্থান করছে। 

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে দুপূরে শহরের লিটল ব্রিজ থেকে তাকে আটক করে পুলিশ। এরপর পিপিই পরিয়ে সরকারি এ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 

নওগাঁ সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, মোস্তাফিজুরের তেমন কোন লক্ষণ নেই। করোনার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত নওগাঁ পুলিশকে জানানো হয়। বর্তমানের তাকে গ্রামের বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার সংস্পর্ষে কতো জন এসেছেন তাদেরও তথ্য নেওয়ার কাজ চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget