নওগাঁয় ৭৩ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধান মন্ত্রীর সাড়ে ৩৬ লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৭৩জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।
আজ সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম এর সভাপতিত্বে জেলা প্রশাসক হারুন অর রশীদ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি জেলার ৭৩ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করেন।
প্রধান অতিথি এ সময় বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। আশপাশের কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছেন।
চরমপন্থীদের মাঝে রাণীনগর উপজেলার তেবাড়ীয়া গ্রামের আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিয়ে পাবনায় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা এই চরমপন্থী পথ থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।
২০১৯ সালে ৯ এপ্রিল পাবনায় চরমপন্থী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উত্তরাঞ্চলের ৫শ’ ১২ জন চরমপন্থী আতœসমর্পণ করেন। সরকার তখন তাদের প্রত্যেককে এক লাখ টাকা এককালীন সহায়তা প্রদান করেন।