Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


Naogaon One Dead By Corona Sympton

নওগাঁ জেলা প্রতিনিধি: সদ্য ঢাকা থেকে করোনা উপস্বর্গ নিয়ে নওগাঁয় নিজ বাড়িতে আসা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর এক দিন পর তার মৃত্যু বরনকে কেন্দ্র করে জেলা শহরে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জানিয়েছেন শহরের চকদেব জনকল্যান পাড়া বি ব্লক এলাকার জনৈক মাহবুব আলম সর্দি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন।

তার অবস্থার অবনতির সংবাদ পেয়ে সদর হাসাপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়। এরই মধ্যে গতকাল শুক্রবার ভোর ৫টায় তিনি মৃত্যু বরন করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে নওগাঁ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যুর সংবাদ পেয়ে জেলা প্রশাসনের পক্ষে তার পরিবারের সকলকে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করা হয়েছে। মৃত মাহবুব আলমের লাশ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন ওই ব্যক্তির বয়স ৬০ বছর, আগে থেকেই শ্বসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন।

নওগাঁয় হোম কোয়ারেনটাইনে ৭১৫ জন: ১৪৫ জনের পরীক্ষার ফলাফলে সবই নেগেটিভ: ১১৪১ মেট্রিক টন চাল ও ৩২ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাস  কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধের লক্ষ্যে বুধবার নওগাঁ জেলাকে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউন পুরোপুরি কার্যকর করতে নওগাঁ জেলায় প্রবেশ এবং বাহির হওয়ার সড়কসমুহে ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের ব্যপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পথচারীদের এসব প্রবেশমুখে সেনাবাহিনী এবং পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। নওগাঁ জেলায় এখনও করোনা সনাক্ত না হলেও ভবিষ্যতে যাতে না হয় তারই আগাম ব্যবস্থা হিসেবে এই লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন। 

তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকার ঘোষিত সাধারন ঝুকি এবং গণ পরিবহন বন্ধের কারনে সৃষ্ট কর্মহীন মানুষদের সহায়তায় এ পর্যন্ত জেলায় সরকারী ভাবে ১ হাজার ১৪১ মেট্রিক টন চাল এবং নগদ ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে জেলার ১১টি উপজেলায় এবং ৩টি পৌরসভা এলাকায় ৭৬ হাজার ৫০০ জন উপকারভোগির মধ্যে ৭৬৫ মেট্রিক টন চাল এবং নগদ ৩২ লক্ষ ১৭ হ্জাার ৫০০ টাকা বিতরন করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের তহবিলে ৩৭৬ মেট্রিক টন চাল এবং নগদ ১৮ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা মজুদ রয়েছে। 

সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ  আখতারুজ্জামান আলাল জানিয়েছেন বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে আরও ৯৪ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৭১০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ২ জন। উল্লেখ্য শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৭২১ জনকে হোম কোয়ানেটাইনে এবং ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ রয়েছেন। 

তিনি আরও জানান, নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। আজ পর্যন্ত এদের মধ্যে ১৪৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের কারও মধ্যে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায় নি।  সকলেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

নওগাঁ পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় শতাধিক পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. হারুন আর রশীদ এর উদ্যেগে জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থান শাখা থেকে ত্রান দেয়া হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, পত্রিকার এজেন্ট ইয়াছিন আলী ও আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

নওগাঁয় সরকারের বিরুদ্ধচারন করায় ভ্রাম্যমান

নওগাঁ জেলা প্রতিনিধি: সরকারের ভাতা ভোগী হওয়া সত্বেও ত্রানের জন্য রাস্তায় নেমে সরকারের বিপক্ষে মিছিলের জন্য উদ্বদ্ধ করায় নওগাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় মেহেদি হাসান নামে এক যুবকের তিনদিন বিনাশ্রম কারাদন্ড ও চন্ডিপুর প্রামানিক পাড়া গ্রামের মানিকের (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরানপাড়া গ্রামের মিনা বেগম ও বলির ঘাট গ্রামের লিটন (৪৭) কে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘরে খাবার নাই বলে লোকজনকে রাস্তায় এসে সরকারের বিরুদ্ধে মিছিল দেয়ার চেষ্টা করছিল। অথচ তাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে খাবার নাই বলে আতঙ্ক সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে উস্কানিমুলক বিরুদ্ধচারন করছিল। অথচ তাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে। কেউ ভিজিডিসহ সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে। তা সত্বেও স্থানীয় লোকজন ডেকে নিয়ে রাস্তায় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারন করে। পরে একজনের বিনাশ্রম কারাদন্ড, একজনের জরিমানা ও দুইজনের মুচলেখা নিয়ে ছেড়েদেয়া হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ ও জয়পুরহাটে করোনা ভাইরাসে কর্মহীন হওয়ায় ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছল সদস্যদের মধ্যে এককালীন জনপ্রতি নগদ দেড় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপূরে নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের স্কুলের পাশে ও বিভিন্ন এলাকায় বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব মেনে এই টাকা বিতরণ করা হয়। 

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলপুর ব্রাক শাখার উদ্যোগে বুধবার থেকে নওগাঁর তিলকপুর, বিলাশবাড়ি, জয়পুরহাটের ছাতিয়ানগ্রাম ও তিলকপুর ইউনিয়নে সদস্যদের বাড়ি বাড়ি ও গ্রামে গ্রামে গিয়ে টাকা বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়। 
এ সময় তিলপুর ব্রাক ব্যাঞ্চ শাখার সিনিয়র এরিয়া ম্যানেজার সনত কুমার মন্ডল, দূর্গাপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ডিএম তোয়াব হোসেন, ব্রাক কর্মসূচীর সংগঠক নাছির হোসেন উপস্থিত ছিলেন। 


আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয়েছে। এই সময়ে ১৪ দিনের হোম কোয়ানেটাইনের মেয়াদ শেষ হওয়ায় মোট ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া সকলেই সুস্থ্য রয়েছেন। বর্তমানে জেলায় হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৭৩ জন।

নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মোট ১২৯ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যাদের রিপোর্ট পাওয়া গেছে তাদের কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়্ াযায় নি। সকলেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য নওগাঁ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল ২ হাজার ৬শ ২৯ জনকে। এদের মধ্যে মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১ হাজার ৯শ ৭২ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৬৫৬ জন।

এদিকে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকার ঘোষিত সাধারন ঝুটি এবং গণ পরিবহন বন্থের কারনে সৃষ্ট কর্মহীন মানু“ষদের সহায়তায় এ পর্যন্ত জেলায় সরকারীভাবে ১ হাজার ১শ ৪১ মেট্রিকটন চা“ল এবং নগদ ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে জেলার ১১টি উপজেলায় এবং তিনটি পৌরসভা এলাকায় ৭৬ হাজার ৫শ জন উপকারভোগির মধ্যে ৭৬৫ মেট্রিক টন চাল এবং নগদ ৩২ লক্ষ ১৭ হ্জাার ৫শ টাকা বিতরন করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের তহবিলে ৩৭৬ মেট্রিক টন চাল এবং নগদ ১৮ লক্ষ ১৭ হাজার ৫শ টাকা মজুদ রয়েছে।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget