Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় সরকারের বিরুদ্ধচারন করায় ভ্রাম্যমান

নওগাঁ জেলা প্রতিনিধি: সরকারের ভাতা ভোগী হওয়া সত্বেও ত্রানের জন্য রাস্তায় নেমে সরকারের বিপক্ষে মিছিলের জন্য উদ্বদ্ধ করায় নওগাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় মেহেদি হাসান নামে এক যুবকের তিনদিন বিনাশ্রম কারাদন্ড ও চন্ডিপুর প্রামানিক পাড়া গ্রামের মানিকের (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরানপাড়া গ্রামের মিনা বেগম ও বলির ঘাট গ্রামের লিটন (৪৭) কে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘরে খাবার নাই বলে লোকজনকে রাস্তায় এসে সরকারের বিরুদ্ধে মিছিল দেয়ার চেষ্টা করছিল। অথচ তাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে খাবার নাই বলে আতঙ্ক সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে উস্কানিমুলক বিরুদ্ধচারন করছিল। অথচ তাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে। কেউ ভিজিডিসহ সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে। তা সত্বেও স্থানীয় লোকজন ডেকে নিয়ে রাস্তায় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারন করে। পরে একজনের বিনাশ্রম কারাদন্ড, একজনের জরিমানা ও দুইজনের মুচলেখা নিয়ে ছেড়েদেয়া হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ ও জয়পুরহাটে করোনা ভাইরাসে কর্মহীন হওয়ায় ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছল সদস্যদের মধ্যে এককালীন জনপ্রতি নগদ দেড় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপূরে নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের স্কুলের পাশে ও বিভিন্ন এলাকায় বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব মেনে এই টাকা বিতরণ করা হয়। 

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলপুর ব্রাক শাখার উদ্যোগে বুধবার থেকে নওগাঁর তিলকপুর, বিলাশবাড়ি, জয়পুরহাটের ছাতিয়ানগ্রাম ও তিলকপুর ইউনিয়নে সদস্যদের বাড়ি বাড়ি ও গ্রামে গ্রামে গিয়ে টাকা বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়। 
এ সময় তিলপুর ব্রাক ব্যাঞ্চ শাখার সিনিয়র এরিয়া ম্যানেজার সনত কুমার মন্ডল, দূর্গাপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ডিএম তোয়াব হোসেন, ব্রাক কর্মসূচীর সংগঠক নাছির হোসেন উপস্থিত ছিলেন। 


আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয়েছে। এই সময়ে ১৪ দিনের হোম কোয়ানেটাইনের মেয়াদ শেষ হওয়ায় মোট ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া সকলেই সুস্থ্য রয়েছেন। বর্তমানে জেলায় হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৭৩ জন।

নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মোট ১২৯ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যাদের রিপোর্ট পাওয়া গেছে তাদের কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়্ াযায় নি। সকলেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য নওগাঁ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল ২ হাজার ৬শ ২৯ জনকে। এদের মধ্যে মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১ হাজার ৯শ ৭২ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৬৫৬ জন।

এদিকে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকার ঘোষিত সাধারন ঝুটি এবং গণ পরিবহন বন্থের কারনে সৃষ্ট কর্মহীন মানু“ষদের সহায়তায় এ পর্যন্ত জেলায় সরকারীভাবে ১ হাজার ১শ ৪১ মেট্রিকটন চা“ল এবং নগদ ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে জেলার ১১টি উপজেলায় এবং তিনটি পৌরসভা এলাকায় ৭৬ হাজার ৫শ জন উপকারভোগির মধ্যে ৭৬৫ মেট্রিক টন চাল এবং নগদ ৩২ লক্ষ ১৭ হ্জাার ৫শ টাকা বিতরন করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের তহবিলে ৩৭৬ মেট্রিক টন চাল এবং নগদ ১৮ লক্ষ ১৭ হাজার ৫শ টাকা মজুদ রয়েছে।



নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তীতে এ নির্দেশদেন। গণবিজ্ঞপ্তীতে বলা হয় সন্ধা ৬টা থেকে ১১টি উপজেলায়সহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন থাকবে। এছাড়াও লকডাউন চলাকালে নওগাঁ জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ নওগাঁ প্রবেশ করতে পারবে না। জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে। 

এর আগে মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যগণ সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সভার সভাপতি ও জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। দেশে করোনাভাইরাস এর সংক্রমনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরই মধ্যে অনেক জেলার বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ গ্রেফতার-২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ একাধিক মামলার আসামী বেনাপোল নামাজ গ্রামের মৃত কাদের ড্রাইভারের ছেলে মেহেদী হাসান সুজন(২৫) ও সুজনের সহযোগী বেনাপোল গাজিপুর গ্রামের ছাক্তার হোসেনের ছেলে আলামিন হোসেন(২৭)কে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।

বুধবার(১৫ই এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এসআই মাসনুন ও সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ দুইজন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারকৃত একাধিক মামলার আসামী সুজন ও আলামিনকে অস্ত্র ও ম্যাগজিনসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, উদ্ধার অস্ত্র ও গুলি সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নওগাঁয় ওএমএসের ১৭০ বস্তা চাল উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানাগেছে, সরকারের নির্দেশে জেলায় হতদরিদ্র ও অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আবু সাইদ। তার ম্যানেজার মল্লিকপুর গ্রামের আব্দুর রউফ। তিনি ডিলার আবু সাইদের স্ত্রীর বড় ভাই। মল্লিকপুর গ্রামে আব্দুর রউফের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৭০ বস্তা সরকারি চাল অন্য বস্তায় করে সেগুলো মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই বাড়ী ঘিরে রাখে। পরে পুলিশকে খবর দিলে ওই বাড়ী থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার  করে। এসময় আব্দুর রউফ বাড়িতে ছিলেন না। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডিলার আবু সাইদ ও ম্যানেজার আব্দুর রউফের এর যোগসাজসে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কালো বাজারে বিক্রির পায়তারা চলছিল বলে অভিযোগ উঠেছে।

বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুজ্জোহা বলেন, যেহেতু চাউল দেয়া এখনো শেষ হয়নি। তবে যে পরিমাণ চাউল দেয়া হয়েছে এবং যতগুলো কার্ডধারী আছে হিসাব করলে পুরো চাউলের তথ্য পাওয়া যাবে। যদি অনিয়ম হয় তাহলে বুঝা যাবে। এছাড়া চাউল গুদামে বা দোকানে রাখতে হবে। কারো বাড়িতে রাখা যাবে না। যদি বাড়িতে রাখে নিশ্চয় অসৎ উদ্যেশ্য আছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচীর ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচীর ওই চালগুলো ভিন্ন বস্তার মধ্যে মজুদ করে রাখা হয়েছিল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

উল্লেখ্য, ০৯ এপ্রিল জেলার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা ও ০২ এপ্রিলে কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়া থেকে ১৩৮ বস্তা এবং ৬ এপ্রিলে বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রামে ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget