নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস মোকাবিলায় শিক্ষার্থীদের জমানো অর্থ দিয়ে ত্রাণ বিতরণ
সালমান ফার্সী সজল, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের ৩৫ টি পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবারে এস.এস.সি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের জমানো অর্থ দিয়ে আল-আমিন, শরীফ সাব্বির, শামীম, আমিনুল, জেমস এর বন্ধুদের জমানো অর্থ দিয়ে তাঁরা ২নং ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী ও সোনাডাঙ্গা গ্রামে ব্যক্তিগত উদ্যোগে এলাকায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে বিপাকে রয়েছেন কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তাই কর্মহীনদের পাশে থেকে উপহার হিসেবে এসব খাবার দিচ্ছি।
এবং তাঁরা কাশিয়াবাড়ী সুইচগেট থেকে বাজার পর্যন্ত তার আশেপাশে সর্বদাই জিবানুনাশক স্প্রে করেছেন।
সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান আল-আমিন, শরীফ সাব্বির, শামীম, আমিনুল ও জেমস এর বন্ধুরা। এছাড়াও করোনাভাইরাসে কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তাঁরা।