Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বন্দুক যুদ্ধে দুই জন নিহত : পিস্তল-বোমা উদ্ধার


নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর আত্রাই ও পত্নীতলায় পুলিশের সাথে পৃথক দুটি কথিত বন্দুক যুদ্ধে দুই দুষ্কৃতিকারী ও মাদক ব্যাবসয়ী নিহত হয়েছে। এবং আগ্নেয়অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। 

 বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত মিনহাজুল ইসলাম মিন্টু ওরফে শিকদার আলী উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আত্রাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, উপজেলার তিলাবুদুরী এলাকায় অস্ত্র উদ্ধারে যায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে মিনহাজুল ওরফে মিন্টু ওরফে শিকদার আলী নামে এক দুষ্কৃতিকারী গুলিবৃদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য সে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৪টি হাতবোমা, ২টি মাগজিং উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে জেলার পত্নীতলা উপজেলার দীবর এলাকায় রাতে মাদক উদ্ধার করতে গেলে পুলিশের সাথে মাদক চোরাকারবারীদের সাথে গোলাগুলি হয়। এসময় জাহিদুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। অন্যান্য মাদক চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, গুলি, হাসুয়া, ৯৮৫ পিচ ইয়ারা উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদুল পত্নীতলা উপজেলার বালুঘা গ্রামের বাসিন্দা। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী জানায় পুলিশ কর্মকর্তারা। জাহিদুল ও মিনহাজের মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে এই দুই ঘটনায় ২টি বিদেশী পিস্তল, ৪টি হাত বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে নানার সাথে গিয়ে নদীর পানিতে ডুবে অমৃত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ভবানীপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমৃত উপজেলার ভবানীপুর গ্রামের শ্রী সঙ্করের ছেলে। ঘটনার পর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোসলেম উদ্দিন বলেন, দুপুরে ডুবে যাওয়া শিশু অমৃতকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে অমৃতকে সাথে নিয়ে তার নানা মুনু হালদার বাড়ির পাশে আত্রাই নদীতে গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য যায়। নদীর ধারে নাতিকে রেখে ঘাস ধোয়ার এক পর্যায়ে পেছনে তাকিয়ে নাতিকে দেখতে নাপেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা নদীর ধারে পানিতে তাকে ভাসতে দেখে। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথ মধ্যেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নওগাঁয় সাংসদের নিজ উদ্যোগে পিপিই প্রদান

নওগাঁ জেলা প্রতিনিধি: বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে সকল বিভাগের কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা না থাকায় হাসপাতালগুলোতে আসা অনেক সাধারন রোগীরা গিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছে না। চিকিৎসকদের করোনা ভাইরাস প্রতিরোধক কোন নিরাপদ পোষাক না থাকার কারণে জ্বর, সর্দি, কাশ নিয়ে হাসপাতলে এলেও চিকিৎসকরা সেবা দিতে ভয় পাচ্ছেন। তাই হাসপাতালের চিকিৎসক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বাহিনী যেন নিরাপদ পোষাক পড়ে এই করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে পারেন সেই লক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম নিজ অর্থায়নে ও উদ্যোগে তার নির্বাচনী রাণীনগর ও আত্রাই উপজেলায় ৫শত পিচ পিপিই, মাস্ক ও হ্যান্ডগেøাব প্রদান করেছেন। বুধবার সকালে তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই উপকরনগুলো হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকু), আবাসিক মেডিকেল কর্মকর্তা মাকসুদুর রহমান সনি প্রমুখ। প্রধান অতিথি বলেন করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের ভ’মিকা অনেক বড়। কিন্তু কিছু কিছু চিকিৎসকের ব্যবহারে এই সমস্যা সাধারন মানুষদের কাছে আরো জটিল হয়ে উঠছে। তাই এই সমস্যা থেকে উত্তোরনের জন্য হাসপাতালগুলোতে নিজিদের নিরাপদ রেখে সাধারন রোগীদের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে পিপিই নামক এই সুরক্ষা পোশাকগুলো বিতরন করা হলো। শুধু চিকিৎসকরাই নয় প্রশাসনের যে সব কর্মকর্তারা মাঠ পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন তাদের সবাইকে এই সুরক্ষা পোষাকগুলো প্রদান করা যাতে তারা নিজেদের নিরাপদে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে পারেন। প্রয়োজন হলে আগামীতে আরো পিপিই সরবরাহ করা হবে।

ত্রান বিতরন ও বাছাইয়ে কোন অনিয়ম করলে তার ছাড় নাই - নওগাঁর জেলা প্রশাসক

নওগাঁ জেলা প্রতিনিধি: ত্রান বিতরন ও বাছাইয়ে কোন অনিয়ম করলে তার কোন ছাড় নাই বলে জানিয়েছেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ। তিনি বলেন, করোনায় দূর্যোগ মুহুর্তে সরকার খেটে খাওয়া দিন মজুরদের জন্য যে অনুদান দিয়েছেন তার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। কর্মহীনদের আগে অগ্রাধিকার দেয়া এবং তাদের খাদ্য নিশ্চিত করা হবে। এজন্য জন প্রতিনিধি, শিক্ষক ও ভোলেন্টিয়ার সমন্বয়ে তালিক প্রস্তুত করবেন। তালিকা তৈরীর পর ত্রান সামগ্রি বিতরণ করা হবে। তবে বাছাই ও বিতরণে যদি কোন ধরনের অনিয়ম করা হয় তহালে কারও ছাড় নাই।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এর সাথে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় একথাগুলো বলেন। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে প্রধান মন্ত্রীর নিদের্শে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে কর্মহীন মানুষদের সহায়তায় সরকারী ভাবে নওগাঁ জেলায় মোট ৫৪১ মেট্রিক টন চাল এবং নগদ ১৮ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ পওয়া গেছে। ইতিমধ্যেই ১২৫ মেট্টিক টন চাল এবং ৫ লাখ ৭৫ হাজার টাকা জেলার বিভিন্ন উপজেলায় বিতরন করা হয়েছে। 

এ ছাড়াও বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে যারা হোম কোয়ারেনটাইন মেনে না চলায় ১৭টি মোবাইল কোর্টের মাধ্যমে এমন ২৬ জনের মোট ১লাখ ৩৭ হাজার ৭০০ টাকা জরিমানা,  সামাজিক দুরত্ব বজায় নিয়ম মেনে না চলার কারনে ২৫টি মোবাইল কোর্টে মোট ৬৬ জনের বিরুদ্ধে ৬১ হাজার টাকা জরিমানা এবং ক্রেতাদের নিকট থেকে অধিক দ্রব্যমুল্য আদায়ের কারনে ১৫টি মোবাইল কোর্টে ২৫ জনের নিকট থেকে ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

তিনি আরও জানান, রানার গ্রæপের নিকট থেকে ২ হাজার পীছ পিপিই পাওয়া গেছে। এর মধ্যে এই সভায় ১ হাজার পীছ পিপিই নওগাঁর সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কের নিকট হস্তান্তর করেছেন। এ সময় মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোমিনুল হক এবং সিভিল সার্জন ডা: আ: ম: আখতারুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় গত ৭২ ঘন্টায় আর নতুন করে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয় নাই। তবে এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল। এদের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫০২ জনকে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৩৭৬ জন। হোম কোয়ারেনটাইন থেকে মুক্ত হয়ে তাঁরা সবাই সুস্থভাবে জীবনযাপন করছেন। এদের কারও মধ্যে করোনা ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায় নি।

নওগাঁ জেলা পুলিশের উদ্যেগে কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় ১১টি উপজেলায় পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর মডেল থানা চত্বরে এই কর্মসুচীর উদ্ধোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম। 

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল ও সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার এ সময় বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে পুলিশ এগিয়ে এসেছে। বেঁচে থাকার জন্যে দামী খবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে পুলিশ এগিয়ে এসেছে। সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার জন্যে অনুরোধ জানান তিনি।

নওগাঁ সদর ইউ.এন.ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌঁছে দিলেন

নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে খাবার পৌছে দিচ্ছেন নওগাঁর সদরের ইউ এন ও। গত সোমবার রাতে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মকুল ইউপি সদস্য আব্দুল মানিক ও আজিজুল হক রাতভর ঘুরে- ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীর সহ ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন।

উপজেলায় এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget