নওগাঁয় মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ গ্রহণ করে। চূড়ান্ত খেলায় মঙ্গলযাত্রা ক্রীড়া সংসদ দল ২১-১৮ পয়েন্টে জেল সুপার দলকে হারিয়ে বিজয়ী হয়। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হয়।