Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটের ভন্ড কবিরাজ রায়হানের কারাদন্ড

নওগাঁর ধামইরহাটের আলোচিত রায়হান কবিরাজকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের অভিযানে কবিরাজের বাসা থেকে উদ্ধারকৃত বিপুল সংখ্যক নিষিদ্ধ ঔষধ পুড়িয়ে দেয়া হয়েছে। এদিকে র‌্যাবের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশীদ পিপিএম এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত ভাতকুন্ডু মন্ডলপাড়া গ্রামের ভন্ড কবিরাজ রায়হানের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে বিপুল সংখ্যক নিষিদ্ধ যৌন উত্তেজক, মদক ও বিভিন্ন প্রকার তেলসহ কয়েক লক্ষ টাকার ঔষধ উদ্ধার করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে কবিরাজ রায়হান (৩২)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। কবিরাজ রায়হান ওই গ্রামের সাদেক আলীর ছেলে। মঙ্গলবাড়ী পলাশতলী গ্রামের অক্টো বিক্সা চালক তরিকুল ইসলাম বলেন, দির্ঘদিন ধরে কবিরাজ রায়হান এলাকার মানুষকে চিকিৎসা ও কবিরাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রথম বার রোগির কাছ থেকে দেড় থেকে দুই হাজার টাকা নিয়ে কবিরাজ রায়হান চিকিৎসার শুরু করতো। পনের দিন পর আবারও রোগিকে তার সাথে সাক্ষাত করতে বলতো। এবার রোগিকে এক থেকে দেড় হাজার টাকা খরচ করতে হতো। কিন্তু ফলাফল শুন্য হতো। সে সকল প্রকার রোগের চিকিৎসা করতো। রায়হান নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিতো। কিন্ত অভিযানের সময় সঙ্গে থাকা ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আরাফাত ইমাম বলেন, তার একটি ড্রাগ লাইন্সেস আছে। তবে সে বাড়ীতে মিনি চেম্বার দিয়ে এলোপাথিক, আর্য়বেদীক, হোমিও, ঔষধি, কবিরাজী, ঝাড় ফুঁকসহ বিভিন্ন ধরণের চিকিৎসা দিতো। নিজেকে পল্লী চিকিৎসক দাবী করলেও তার কোন সনদপত্র দেখাতে পারেনি।
জাহানপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বলেন, প্রায় ১০ বছর ধরে রায়হান নিজ বাড়ীতে সকল প্রকার রোগের চিকিৎসা ও কবিরাজি শুরু করে। পরবর্তীতে উদ্ধারকৃত নিষিদ্ধ ঔষধগুলো ঘটনাস্থলে পুড়িয়ে দেয়া হয়।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঝালকাঠিতে বিএমএসএফ'র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইমাম বিমান, ঝালকাঠি থেকে : কুড়িগ্রামে সাংবাদিক রিগ্যান নির্যাতনের ঘটনায় দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম" বিএমএএফ কতৃক ঘোষিত প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিএমএসএফ জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চানালয়  সমাবেশে জেলা কমিটির সভাপতি আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নারী নেত্রী ডালিয়া নাসরিন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, বিএমএসএফ’র রাজাপুর শাখার সভাপতি আহসান হাবিব সোহাগ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমূখ। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন ঝালকাঠি নাগরিক ফোরামের যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন ও প্রেসক্লাব সদস্য আলী হায়দার তালুকদার, ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মোঃ মনির হোসেন প্রমূখ।  

উক্ত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক রিগ্যান নির্যাতনের বর্ননা দিতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কুড়িগ্রমের ডিসি প্রত্যাহার করা ও সাংবাদিক রিগ্যান জামিন দেয়া কোন বিচার নয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সহযোগী আরডিসি নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা এবং সাংবাদিককে জামিন দেয়াই কোন বিচার হয়না। তাই সাংবাদিক নির্যাতনে কুড়িগ্রাম ডিসি সহ পুরো টিমের বিরুদ্ধে বিভাগীয় বিচার দ্রুত আইনে সম্পন্ন করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উত্তাল সাংবাদিক সমাজ। আজ সকল সাংবাদিক তথা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। কুড়িগ্রামে সাংবাদিক রিগ্যানকে গভীর রাতে তার ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে স্ত্রী সন্তানদের সামনে থেকে ধরে নিয়ে চোখ বেঁধে উলঙ্গ করে মারপিট, লাঞ্ছিত ও ক্রসফায়ারের হুমকির ঘটনায় পুরো সাংবাদিক সমাজ লজ্জিত ও ক্ষুব্ধ। ডিসির বাহিনী দিয়ে গভীর রাতে ডিসি অফিসে নিয়ে ভ্রাম্যমান আদালতের নামে কারাদন্ডে দন্ডিত আইনের লঙ্ঘন বলেও প্রতিবাদ জানানো হয়। এ বিষয় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিএমএসএফ’র সকল শাখা সমূহ ছাড়াও সকল সাংবাদিক সংগঠনকে মাঠে ঐক্যবদ্ধ আন্দোলনে থাকার আহবান জানান। সেই সাথে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মাগুরার এমপি শেখরের মামলা, ঢাকায় সাংবাদিক কাজল অপহরণ, মাদারীপুরে সাংবাদিক দম্পতির ওপর এলজিইডির কর্মচারী ও ঠিকাদারদের হামলার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও  পুলিশের মামলা না নেয়া, কুমিল্লায় সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে রক্তাক্ত করা সহ বিএমএসএফ চট্টগ্রাম সভাপতি কেএম রুবেলসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রাণী মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক কতৃক সাংবাদিক রিগ্যানকে শারীরিক নির্যাতন করে মাদক মামলায় মোবাইল কোর্টে এক বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিএমএসএফ কতৃক ঘোষিত ১৬ মার্চ সকালে দেশব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হয়। ডিসির অনিয়ম ও দূর্ণীতি ধামাচাঁপা দিতে গভীর রাতে নিজ বাসভবন থেকে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও মনগড়া ভাবে কারাদন্ড প্রদানের বিষয়টি আজ পরিস্কার হয়ে গেছে।
অপরদিকে দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম" বিএমএসএফ'র আয়োজনে ঝালকাঠি,  কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহি, দিনাজপুর, শ্রীপুর, কালিগঞ্জ, নরসিংদী, ফেনী, আশুলিয়া, গাজীপুর, হবিগঞ্জ,  মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বাহুবল, ছাতক, কাঠালিয়া, নলছিটি, পিরোজপুর, পাইকগাছা, বাগেরহাট, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ বন্দর, কালকিনি শাখাসহ বিভিন্ন প্রেসক্লাব, রিপোর্টার্স  ইউনিটিসহ বিভিন্ন সংগঠন  বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিএমএসএফ'র পক্ষ থেকে ডিসি কান্ডের বিরুদ্ধে সকল সাংবাদিক এবং সংগঠনসমুহকে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও আহবান জানানো হয়েছে।

ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নওগাঁর ফরহাদ

অন্তর আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যক্তি উদ্যোগে ৭ মার্চের ভাষণের ভাস্কর্য তৈরি করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ফরহাদ আলী সরদার (৫৩)। এ ভাস্কর্য তৈরি করে জেলায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এ ভাস্কর্যটি জাতীয় জাদুঘরে সংরক্ষণে রাখার ইচ্ছা তার। হতদরিদ্র ফরহাদ আলী নওগাঁ শহরের কালীতলা মহল্লার কাঠহাটির মুক্তিযোদ্ধার মৃত মোজাহার আলী সরদারের ছেলে।
একটি ছবি না বলা অনেক কথা বলে দেয়। ছবি স্থান করে নেয় কতশত স্মৃতি। তেমনি তিন চাকার ওপর তৈরি ছোট একটি ‘৭ মার্চের ভাষণের ভাস্কর্য’ বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু জানান দিচ্ছে। সেই ভাস্কর্যে স্থান পেয়েছে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের প্রতিচ্ছবি। একাত্তরে পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন-নিপীরন ও নির্যাতনে মারা যাওয়া বাঙালিদের মরদেহ শকূনে ছিঁড়ে খাওয়ার চিত্র, বাঙালি নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়া, পাক বাহিনীর আত্মসমর্পণ, শহীদ মিনার, স্বাধীন বাংলাদেশের দুটি পতাকা, ভাষার জন্য আন্দোলনের চিত্র ফুটে উঠেছে এ ভাস্কর্যে। এছাড়া পাকিস্থানি সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের দলিলে সই করার প্রতিচ্ছবি, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীর ছবি। তার এ ভাস্কর্যটি দেখানোর জন্য শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ও জনবহুল এলাকায় রাখা হয়েছে। এছাড়া মাঝে মধ্যে ভাস্কর্যটি টেনে নিয়ে শহরের রাস্তায় প্রদক্ষিণ করেন ফরহাদ আলী। জানা গেছে, ফরহাদ আলী সরদার চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। আর্থিক দৈন্যতার করণে ১৯৭৫ সালে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর আর লেখাপড়া করা হয়নি। বর্তমানে তিনি নওগাঁ বাস মালিক সমিতিতে চেনমাস্টার করে জীবিকা নির্বাহ করেন। সংসারে দুই ছেলে ও এক মেয়ে। স্ত্রী মাহফুজা গৃহিণী, বড় ছেলে মিনান নাওম একটি বেসরকারি ব্যাংকের অফিস সহকারী, ছোট ছেলে মাহিন আলী গার্মেন্ট দোকানের কর্মচারী ও মেয়ে ফাদিলা নুসরাত ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। মুক্তিযোদ্ধা বাবা মোজাহার আলী সরদার ২০১৪ সালে মারা গেছেন। ফরহাদ আলী সরদার চেনমাস্টারের কাজের পাশাপাশি বাড়িতে ২০১৭ সাল থেকে রড, সিমেন্ট, বালু ও পাথর দিয়ে ভাস্কর্য তৈরি শুরু করেন। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাস্কর্যের কাজ শেষ হয়। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কারিগর না হলেও নিজ চেষ্টায় তিন বছরে এ ভাস্কর্যটি তৈরি করেছেন। ১৯৭৩ সালে তিনি যখন দ্বিতীয় শ্রেণির ছাত্র ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নওগাঁ শহরের তালতলী সড়কে এসেছিলেন। সেই সময় তিনি বঙ্গবন্ধুকে ফুলের মালা উপহার দিয়েছিলেন। সে সুবাদে ২০০৯ সালে তালতলি থেকে দুবলিহাটি পর্যন্ত সড়কের একপাশে তালের বীজ রোপণ করেন, যা এখন দৃশ্যমান। ১৯৯৬ সাল থেকে প্রতি বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর স্মরণে জনগণের মাঝে সাদকায়ে জারিয়া হিসেবে গাছের চারা বিতরণ করেন। সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল মারা যাওয়ার পর তার আত্মার মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে সদর উপজেলার শৈলগাছী পুরো ইউনিয়নের মসজিদ, স্কুল ও পাড়ামহল্লায় ২০১৫ সালে ৪ হাজার ৭৭৫টি তালবীজ রোপণ ও ২০৬টি জাম গাছ রোপণ করেন। ২০১৭ সালে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলামের নামে হাসাইগাড়ী ইউনিয়ন, এম মনসুর আলীর নামে শিকারপুর ইউনিয়ন, দুবলহাটি ইউনিয়নে এ এইচ এম কামারুজ্জামানের নামে ৩ হাজার ৩৭৫টি করে এবং জেলার রানীগরের মিরাট ইউনিয়নে তাজউদ্দীন আহমদের স্মরণে ৪ হাজার ৪৭৫টি তালবীজ রোপণ করেন। ভাস্কর্যের কারিগর ফরহাদ আলী সরদার বলেন, বাবার হাত ধরে বঙ্গবন্ধুর আদর্শ শিখেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং জাতির সামনে ইতিহাস তুলে ধরতে মনের মাধুরী মিশিয়ে এ ভাস্কর্য তৈরি করার চেষ্টা করেছি। ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। তবে এ ভাস্কর্য তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তা জানি না। হৃদয়ের ভালোবাসা থেকে তৈরি এ ভাস্কর্যের কাছে টাকা কিছুই না। এ ভাস্কর্য তৈরি করতে গিয়ে স্ত্রী ও সন্তানের সাথে বেশি সময় না দেয়াই অনেক কথাও শুনতে হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ আগামী প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে চাই। এতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারবে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির কাছে মুক্তিযুদ্ধের চেতনা জানানো দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া আমি দরিদ্র ও ভূমিহীন। এ ভাস্কর্যটি আমার কাছে রাখার মতো জায়গা নেই। আমি মারা যাওয়ার পর আমার সন্তানেরা এটার যতœ নিতে পারবে কি-না জানি না। তবে প্রধানমন্ত্রী যদি এটা গ্রহণ করেন আমি শান্তি পেতাম। প্রতিদিন ফজরের নামাজের পর প্রধানমন্ত্রীর সুস্থতা ও নিরাপদে থাকার জন্য দোয়া করি।

এখন বঙ্গবন্ধু ঘরে ঘরে রয়েছে--: খাদ্যমন্ত্রী

রায়হান আলম: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই বলেছেন, আমার মানুষ যদি পেট ভরে ভাত খেতে না পায়, শান্তিতে ঘুমাতে না পারে, ঠিক মত কাপড় পড়তে না পাড়ে তাহলে আমার স্বাধীনতা বৃথা হয়ে যাবে। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে সংবিধান দেওয়া থেকে আরম্ভ করে যে কাজ গুলো করেছেন তার জীবন দশায় সেগুলো পুরন করে যেতে পেরেছে। এছাড়াও কৃত্রিম সংকট তৈরী করে বিদেশেী চক্র এবং যারা বাংলাদেশকে চায় নাই বঙ্গবন্ধুকে বিপর্যন্ত করার চেষ্ট করেছে। কিন্ত বঙ্গবন্ধু বিপর্যন্ত হয় নাই। এখন বঙ্গবন্ধু ঘরে ঘরে রয়েছে এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে প্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে সারা বিশে^ উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন খাদ্য আগে আমরা মঙ্গলা পিরিতে ছিলাম ভাতের মাড়, শালুক, কচু খেতাম এবং সেখানে আমরা স্বংয় সম্পূর্ন এবং প্রায় ১৯ লাক্ষ মেট্রিকটন খাদ্য সরকারী ভাবে মজুদ রযেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত রয়েছে।
তিনি মঙ্গলবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর জন্মশর্ত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। পরে একে এক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বেসরকারী ও সামাজকি সাংস্ক্রতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতয়ি ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরোবতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁয় ৮৮জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁয় বিদেশ থেকে আসা ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন অফিস । নওগাঁয় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি।
গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য নওগাঁ সদরে ৯ জন, রাণীনগরে ২, আত্রাইয়ে ২৪, মহাদেবপুরে ৮, মান্দায় ২, বদলগাছিতে ১৩, ধামইরহাটে ১, পতœীতলায় ২, নিয়ামতপুরে ৫ ও সাপাহারে ২২ জন।
তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। অশঙ্খাজনক তেমন কেউ নাই। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের করোনা ভাইরাস সম্পর্কে জানাতে ইত্যে মধ্যে জেলার বিভিন্ন এলাকায় লিফলেট লাগানো হয়েছে।
Dr. Murshed  ( ডা: মনজুর এ-মুর্শেদ, ডেপুটি সিভিল সার্জন, নওগাঁ।)
এদিকে জনসাধারণদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, নওগাঁ সদর হাসপাতালে একশটি বেড প্রস্তুত রাখা হয়েছে ।
Dr. Mominul  ( ডা: মুমিনুল হক, তত্ত্বাবধায়ক, জেলা সদর হাসপাতাল, নওগাঁ। )


নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহন ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহন ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কৃষন সাহা। সোমবার দুপুরে মটর শ্রমিক কল্যান সুপার মার্কেট চত্বরে নির্বাচনী উপ-পরিষদের চেয়ারম্যান দেওয়ান আফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব আহসান রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহউদ্দীন খান টিপু, সাধারন সম্পাদক দেওয়ান ফরিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম মতিউজ্জামান, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় এবং অনুষ্ঠানের সভাপতি দেওয়ান আফাজ উদ্দীন তাদেরকে শপথ বাক্য পাঠ করান।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget