Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতা চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
শুক্রবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানার ওসি জহুরুল হকের সভাপতিত্বে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় গহেলাপুর উচ্চ বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত ৬ ফেব্রুয়ারি উপজেলার উচ্চ বিদ্যালয়ের ১০টি বালক দল ও ১০ বালিকা দল নিয়ে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।


নওগাঁয় বলাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সালমান ফার্সী: ননওগাঁয় ভুল অপারেশনে সিজারিয়ানের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে গাইনি চিকিৎসক ডা: মানজুদা খাতুন পপির বিরুদ্ধে। নিহত প্রসূতির নাম রিতু বন্যা (২০)। তিনি জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের রুবেল হোসেনের স্ত্রী। বুধবার সকালে শহরের বলাকা ক্লিনিকে সিজারিয়ানের পর মৃত্যুর ঘটনা ঘটে। ডা: মানজুদা খাতুন পপি ওই ক্লিনিকের শিক্ষানবিশ চিকিৎসক বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রসব ব্যাথা উঠায় বুধবার সকাল ৮টার দিকে  প্রসূতি রিতু বন্যাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। অপারেশনের পূর্বে কোন রকম পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই সিজারিয়ান করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে সিজার করে ওই প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। সিজারের পর প্রসূতির খিচুনি শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী যাওয়ার পথে জেলার মান্দা উপজেলার ফেরিঘাট নামক স্থানে সকাল ১০টার দিকে প্রসূতি মারা যায়।

নিহতের স্বামী রুবেল হোসেন অভিযোগ বলেন, প্রসব ব্যাথায় উঠায় সকালে সুস্থ্য স্ত্রীকে ক্লিনিকে নিয়ে এসে ভর্তি করা হয়। সিজারের পর এক মেয়ে সন্তানের জন্ম হয়। ডাক্তার বলেছে রোগীর সমস্যা থাকায় খিচুনি উঠেছে। যদি রোগীর সমস্যাই থাকে তাহলে সিজার কেন করবে ? পরে তড়িঘড়ি করে জোরপূর্বক ক্লিনিক কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজশাহীতে পাঠায়। পথিমধ্যে স্ত্রী মারা যায়। ডাক্তারের ভুলের কারণেই স্ত্রী মারা গেছে বলে অভিযোগ করেন তিনি। মৃত্যুর সাথে জড়িতদের বিচার দাবী করেন তিনি।

গাইনি চিকিৎসক ডা: মানজুদা খাতুন পপি বলেন, প্রসূতির অবস্থা খুব খারাপ ছিল। প্রসূতি এবং বাচ্চাকে বাঁচানোর জন্য সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। সিজারিয়ানের পর খিচুনি শুরু হয়। পরে প্রসূতিকে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে বলাকা ক্লিনিকে মাঝে মাঝেই রোগী মারা যায়। রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন পরবর্তীতে অর্থের বিনিময়ে এবং পেশিশক্তি দিয়ে দফারফা করেন বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক।


নওগাঁর মান্দায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত
নওগাঁর মান্দায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একাধিক মাদক মামলার আসামী আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) মাদক কারবারি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে উপজেলার ভারশো এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আওরঙ্গজেব দেলুয়াবাড়ীর বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় মান্দার দেলুয়াবাড়ী এলাকা থেকে মাদকসহ আওরঙ্গজেবকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পুলিশ জেবুকে সাথে নিয়ে রাতে মাদক উদ্ধার অভিযানে যায় ভারশো এলাকায়। এ সময় সেখানে লুকিয়ে থাকা মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। এসময় তিন পুলিশ সদস্য ও আওরঙ্গজেব গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আওরঙ্গজেবকে মৃত ঘোষণা করেন।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

নওগাঁয় ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন

 নওগাঁয় বাইপাস ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুর ১২টায় শহরের বাইপাস আব্দুল জলিল চত্তরের সামনে ওয়াল্টন গ্রুপ এর সৌজন্যে নওগাঁ জেলা পুলিশের বাস্তবায়নে ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় প্রধান অতিথি বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা রাত দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে যান চলাচল স্বভাবিক রেখে নাগরিককে সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মানে হওয়ায় ট্রাফিক পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক পালন করতে পারেন সে আহব্বানও তিনি জানান । এসময় অন্যন্যার মধ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার  ফারজানা হোসেন, সহকারি পুলিশ সুপার সুরাইয়া আক্তার, সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন প্রমূখ সহ পুলিশ কর্মকতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরের মধ্যে থেকে গলাকাটা অবস্থায় মাছ ব্যবসায়ী মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় মাছ ব্যবসায়ী আরিফুল ইসলামের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাঁকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে থাকেন। গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পরেন। সোমবার সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের মৃতদেহ উদ্ধার করে ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উীদ্দন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এই হত্যাকান্ড হলো তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারের থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী ঢেঁকি এখন বিলুপ্ত প্রায়

সালমান ফার্সী:
এক সময় ঢেঁকি ছিল গ্রাম অঞ্চলের জনপদে চাল ও চালের গুঁড়া তৈরির একমাত্র মাধ্যম। গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত বধূরা ঢেঁকিতে চাল ভাঙতো। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আবহমান বাংলার ঢেঁকি হারিয়ে গেছে, এখন ঢেঁকির সেই ধুপধাপ শব্দ আর শোনা যায় না।

প্রবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি জেলার রাণীনগর থেকে এখন বিলুপ্ত প্রায়। কালের বিবর্তনে ঢেঁকি এখন যেন শুধু ঐতিহ্যের স্মৃতি। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি এখন আগের মত আর চোখে পড়ে না।

আগে অগ্রহায়ণ-পৌষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে গৃহস্থ ও কৃষাণিদের ঘরে ঘরে ধানের নতুন চাল ভাঙ্গা বা চাল গুঁড়া করা, আর সে চাল দিয়ে পিঠা, পুলি, ফিরনি, পায়েস তৈরি করার ধুম পড়ে যেত বাড়ি বাড়ি। বাতাসে ভেসে বেড়াত পিঠার সুঘ্রাণ। এখন ঢেঁকির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে নবান্নের উৎসবও।

আধুনিকতার উৎকর্ষের দাপটে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এক সময়ের কৃষাণ কৃষাণিদের ভালো মানের চাল তৈরির প্রধান মাধ্যম ঢেঁকি। এখন পুরোপুরি যান্ত্রিক ঢেউ লেগেছে গ্রামেগঞ্জে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঢেঁকির ছন্দময় শব্দ। গ্রামের পাড়ায় পাড়ায় এক সময় ঢেঁকি দিয়ে চাল তৈরি, চিড়া ভাঙা, আটা, পায়েসের চালের গুঁড়ো, খির তৈরির চাল বানানোর সেই ঢেঁকি- আজ অসহায় হয়ে পড়েছে ইঞ্জিনচালিত মেশিনের কাছে।

ধান বানা, চাল গুঁড়ো করা, বড়ি তৈরি করা, আটা তৈরি চালের গুঁড়াসহ ঢেঁকির যাবতীয় কাজ এখন করছে ইঞ্জিনচালিত মেশিনে। ঢেঁকি নিয়ে এক সময় জনপ্রিয় গান ও প্রবাদ রচিত হয়েছিল। যেমন গ্রাম বাংলার তরুণী-নববধূ ও কৃষাণীদের কণ্ঠে’ ও বউ চাল ভাঙেরে, ঢেঁকিতে পাড় দিয়া, নতুন চাল ভাঙ্গে হেলিয়া দুলিয়া, ও বউ চাল ভাঙেরে ঢেঁকিতে পাড় দিয়া’ এ রকম গান আর শোনা যায় না।

ঢেঁকি শিল্প কি ছিল তা এ যুগের ছেলে মেয়েদের ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে হবে ও পরিচয় করিয়ে দিতে হবে। সভ্যতার প্রয়োজনে ঢেঁকির আবির্ভাব হয়েছিল, আবার গতিময় সভ্যতার সারাপথে প্রযুক্তি গত উৎকর্ষই ঢেঁকি বিলুপ্তি করে দিয়েছে। ঢেঁকি কাঠের তৈরি কুল, বাবলা, জামগাছ ইত্যাদি কাঠ দিয়ে তৈরি করা হতো।

সাড়ে ৩ থেকে ৪ হাত দৈর্ঘ্য। আর পৌনে ১ হাত চওড়া। মাথার দিকে একটু সরু এবং অগ্রভাগে সরু। এর মাথায় এক হাত কাঠের ওচা বা দস্তা থাকে। এর মাথায় লাগানো থাকে লোহার গুলা। গুলার মুখ যে নির্দিষ্ট স্থানে পড়ে সে স্থানকে গড় বলে। ধান ভানতে ন্যূনতম ২ জন লোকের প্রয়োজন। সে সময়ে ঢেঁকিকে নিয়ে অনেক কবিতা ও গান লিখেছেন কবি সাহিত্যিকরা ।

আর ঢেঁকি ছাঁটা আউশ চালের পান্তা ভাত পুষ্টিমান ও খেতে খুব স্বাদ লাগত। বর্তমান প্রজন্মে সে স্বাদ থেকে বঞ্চিত। প্রাচীনকালে ঢেঁকির ব্যবহার বেশি হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে গ্রাম বাংলার ঢেঁকি আজ বিলুপ্তির পথে।

রাণীনগর বাজারের ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, ঢেঁকি কে নিয়ে বহু গান আমাদের এলাকার প্রবীণদের মুখে শুনেছি। এছাড়া শীতকালে গ্রামে বাড়ী বাড়ী জামাই মেয়েসহ আত্মীয় স্বজনদের নিয়ে বিভিন্ন পিঠা খাওয়ার ধুম পরে যেত। আর সে পিঠা খাওয়ার জন্য আটা তৈরীর মাধ্যম ছিল ঢেঁকি। সে সময় আমাদের মা-চাচিদের ঢেঁকিতে ধান ভাঙতে ও আটা তৈরী করতে দেখেছি। এখন আর আগের মত ঢেঁকি তেমন চোখে পড়েনা।

খট্টেশ্বর গ্রামের এক বৃদ্ধা মহিলা খাইরুন বিবি জানান, আগে ধান ঢেঁকিতে পাড় দিয়ে সে চালের গুঁড়ায় পিটা-পুলি ও পায়েস তৈরি করে স্বামীকে খাওয়াতাম। তবে ঢেঁকি আমাদের একটি প্রাচীন ঐতিহ্য। ঢেঁকি একটি শিল্প হলেও এ শিল্পকে সংরক্ষণের কোন উদ্যোগ চোখে পড়ছে না।

ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প রক্ষায় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে বলে মনে করেন উপজেলার প্রবীণরা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget