নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের বঙ্গবন্ধু আওয়ামীআইনজীবি পরিষদের পিটু-রব পুর্ন প্যানেল বিজয়ী
সালমান ফার্সী: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের পিটু-রব পুর্ন প্যানেল বিজয়ী হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার আবদুর রশীদ (২) এ ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে খোদাদাদ খান পিটু ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বর্তমান সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু পেয়েছেন ১৩৪ ভোট। সাধারন সম্পাদক পদে আশফাকুর রহমান রব ১৩৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পেয়েছেন সাবেক সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. আবু বেলাল জুয়েল পেয়েছেন ১২০ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মিনা বেগম ও সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক (প্রশাসন) শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) হারুন অর রশীদ চৌধূরী, সহ-সাধারন সম্পাদক (অ্যাপ্যায়ন, ক্রিড়া ও সংস্কৃতি) আব্দুস সালাম, সদস্য পদে অজিত কুমার রায়, শাহজাহান সিরাজ, তারিকুল ইসলাম, শ্রী মুকুল চন্দ্র কবিরাজ, তোফাজ্জল হোসেন (২), এ রাজ্জাক, আরিফুর রহমান রিপন ও বিপ্লব কুমার দাস। মোট ৩৯৯ ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার সকাল ১১টা থেকে বিরতীহীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন, আবু মাসউদ চৌধূরী।