Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বেলকন চাউল কলের দুষিত পানিতে আড়াইশ বিঘা জমির ফসলের ক্ষতি

আতাউর শাহ্,  নওগাঁ : নওগাঁ সদর উপজলায় নওগাঁ সান্তাহার আঞ্চলিক মহাসড়কর নতুন সাহাপুর নামক স্থানে কার্লভার্টের মুখে প্রতিবন্ধকতা সষ্টি করে চাউল কল তৈরী করছেন আলহাজ্ব বেলাল হােসন। চাউল কল তৈরীর কারণে কার্লভার্ট দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাঁধার সৃষ্টি হয়েছে। এছাড়া ওই চাউল কলের দুষিত পানি সরাসরি ফসলের মাঠে যাওয়ায় ফসল নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযােগ রয়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তপক্ষের সুদষ্টি কামনা করছেন ভুক্তভাগীরা।

জানাগেছে, ১৯৮৪ সালে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে সাহাপুর নামক স্থানে সুনামধন্য ‘বেলকন গ্রুপের চাউল কল’ তৈরী করা হয়। তার আগে তৈরী করা হয় কার্লভার্ট। কার্লভার্টের মুখ ঘেঁসে চাউল কলের স্থাপনা তৈরী করায় এলাকাবাসীর কােন কাজে আসে না কালভার্টটি। এতে করে রাস্তার উত্তর পাশের ধামকুড়ি, সাহাপুর ও বশিপুরসহ কয়েকটি গ্রামের পানি ওই কার্লভার্ট দিয়ে নিসকাশন হতে না পারায় কয়েকটি গ্রামের এলাকাবাসীর অভিযােগ রয়েছে।

চাউল কল থেকে দুষিত কালা পানি তার আশে পাশে ফসলের জমিতে পড়ছে। আবার সরাসরি কার্লভার্ট দিয়ে রাস্তার দক্ষিণপাশ দাগাছী গ্রামের মাঠের ব্যক্তিগত ফসল গিয়ে পড়ছে। এতে করে প্রায় শতাধিক কৃষকের ফসলের ক্ষতি হওয়ায় ঠিকমতাে ফসল হয়না এবং পাকামাকড়ের আক্রমন দেখা দেয়। চাউলকলের দুষিত পানিতে উত্তর ও দক্ষিণ পাশের প্রায় দুই থক আড়াইশ বিঘা জমিতে ফসলের ক্ষতি হচ্ছে স্থানীয়রা বিষয়টি বার বার চাউল কল মালিককে বলার পরও কােন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

দােগাছী গ্রামের ওয়ার্কসপ মিস্ত্রী মুসা বলেন, আগে তারা গাড়ি দিয়ে দুষিত পানি ফেলে দিতা। এখন সেটা কয়েক বছর থেকে আর দেখা যায় না। এখন চাউল কলের দুষিত পানি কালভার্টের নালা দিয়ে সরাসরি ফসলের ক্ষেতের মধ্যে চলে যায়। ফলে মাঠের ফসল পােঁকা ধরে নষ্ট হয়। জনসাধারণের সুবিধার্তের নামে কালভার্ট, শুধু চাউল কলের পানি নিসকাশনে কালভার্ট ব্যবহার হয়।

দােগাছী গ্রামের বয়জ্যষ্ঠ দুলাল হােসন ও সাহাপুর গ্রামের মুঞ্জুর রহমান বাবু বলেন, আগে কয়কটি গ্রামের পানি এ কালভার্ট দিয় যেত। গত কয়ক বছর থেকে কালভার্টটি প্রায় দখল নিয়েছেন বেলকন গ্রুপ। দুষিত পানি ছেড়ে দেওয়ায় ব্যবহার হয়।

স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী মহরুল হােসান সাবু বলেন, চাউল কলের দুষিত ও গরম পানি তাদের হাউজে ফেলার পর সেখান থেকে ওভারফ্লু হয় আমার জমিতে পড়ে। এ কারণ আমার ৪৬ শতাংশ জমির পুরাটাই ফসল পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছি। এছাড়া একটু দুর ২৫ শতাংশ জমির অর্ধেক পরিমান ফসল পাই। আমি অনেক বার বিষয়টি কর্তপক্ষকে বলেছি। তারা ক্ষমতাবান হওয়ায় কােন কর্নপাত করেননি। আমাদের দাবি দুষিত পানি বন্ধ হােক।

বেলকন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হােসেন বলেন, ১৯৮৪ সালে চাউল কলটি স্থাপন করা হয়েছে। মাঠে শুধু আমার চাউল কলের পানি না, অন্যান্য চাউল কলের পানিও যায়। আমার জানামতে আমি কারাে উপকার ছাড়া ক্ষতি করি না।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মােহাম্মদ হামিদুল হক বলেন, বিষয়টি নিয়ে কেউ কােন অভিযাগ করেনি। তবে ঘটনাস্থল দেখার পর যদি কার্লভার্ট দিয় পানি প্রবাহের প্রতিবন্ধকতা দেখা যায় তবে সরকারি বিধি মােতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নওগাঁ সদর উপজলার কষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম বলেন, দুষিত পানি ফসলি জমিতে পড়লে ফসল নষ্ট হয়। তবে ওই চাউল কলের দুষিত পানি যে ফসলের মাঠে যায় বিষয়টি জানা নেই। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে।#

যশোরের নাভারন রেলষ্টেশন থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর): বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা নাভারন রেলষ্টেশন মোড় থেকে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। যার ওজন ৬২০ গ্রাম। শনিবার দুপুর ৩টার সময় উদ্ধার করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান.গোপন সংবাদের ভিত্তিতে  নাভারন ষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের  মধ্যে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার ওজন .৬২০ গ্রাম। মূল্য ৩৪,৭২,০০০টাকা।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

রাণীনগরের ১০ বীরঙ্গনাকে জেলা পুলিশের সংবর্ধনা

আতাউর শাহ্, নওগাঁ : ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আতাইকুলা গ্রামের নির্যাতিতা ১০ জন বীর নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা)’দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে রোববার সকালে আতাইকুলা পালপাড়া গ্রামের বধ্যভ’মি প্রাঙ্গনে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। বীরাঙ্গনা মায়া রানী সূত্রধর, রাশমনি সূত্রধর, সন্ধ্যা রানী পাল, কালীদাসী পাল, সন্ধ্যা রানী ও গীতা রানী পালের হাতে সন্মাননা, একটি কম্বল, একটি শাড়ী তুলে দেন। এছাড়াও প্রয়াত  বানী রানী পাল, ক্ষান্ত রানী পাল, রেনু বালা ও সুষমা সূত্রধরের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা, একটি কম্বল, একটি শাড়ী তুলে দেন। রাণীনগর থানার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) সকল বীরঙ্গনাদের হাতে সন্মাননা ও বিভিন্ন উপকরণ তুলে দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান পিন্টু, মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ জেলা ও থানা পুলিশের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁয় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

ফারমান আলী, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটে বাবার উপর অভিমান করে তামিম হোসেন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত তামিম হোসেন উপজেলার কানচকুড়ি গ্রামের স্কুল শিক্ষক হুমায়ন কবির এর বড় ছেলে এবং কুমিল্লার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রেমের সম্পর্কের জের ধরে বাবার সাথে তামিমের কথা কাটাকাটি হয়। এর পর অভিমান করে সবার অজান্তে বিষ পান করে। তার পর বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয় এর পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান গতকাল রবিবার ভোর রাতে মারা যায় তামিম।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।

নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

অন্তর আহম্মেদ নওগাঁ:নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার দেবীপুর গ্রামে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দেবীপুর যুব উন্নয়ন ক্লাব “একতা” এই চুড়ান্ত খেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
চুড়ান্ত খেলায় শরল শিকারপুর যুব উন্নয়ন ক্লাব বনাম ইয়াদালির মোড় দোগাছী এই দুটি দল অংশ গ্রহন করে। এসময় শরল শিকারপুর যুব উন্নয়ন ১ গোলে ইয়াদালির মোড় দোগাছীকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজয়ীদের হাতে দশ হাজার টাকার মূল্যের খাসি তুলে দেন। এসময়    তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়াল আতা, তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোয়াব হোসেন তোতা, মহিলা লীগের সভাপতি নাসরিন আকতার পান্না  প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সামজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget