Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটে এক রাতে সাত অফিস চুরি

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে এক রাতে ৭ অফিস চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জ্বানালার গ্রিল ও দরজার তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে নগদ টাকা নিয়ে চলে যায়। নৈশপ্রহরী থাকা সত্বেও এ চুরির ঘটনা আতঙ্কিত হয়ার মতো। ঘটনাস্থল পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৩ টা থেকে ভোর ৫টা পর্যন্ত একটি সংঘবদ্ধ চোরের দল ধামইরহাট উপজেলা পরিষদের অবস্থিত ৭টি সরকারি অফিসে হানা দিয়ে জ্বানালার গ্রিল কেটে এবং দরজার হুক ভেঙে অফিসে প্রবেশ করে। চোরেরা অফিসের আলমারি ও ফাইল ক্যাবিনেট ভেঙ্গে মূল্য কাগজপত্র তছনছ করে মোট ১০ হাজার ৫ টাকা চুরি করে নিয়ে যায়। অফিসগুলো হলো-উপজেলা ভূমি অফিস, উপজেলা শিক্ষা অফিস, বিআরডিবি, উপজেলা মৎস্য অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এবং আনসার ভিডিপি ব্যাংক।

পুরো উপজেলা প্রশাসন চত্ত্বর সিসি ক্যামেরায় আওতায় ছিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সাড়ে ৩ টায় চোরের দল বিভিন্ন অফিসে চুরি করে ভোর ৫টার দিকে চলে যায়। কয়েকটি অফিসে নৈশপ্রহরী থাকলেও তারা ঘুমিয়ে পড়ার কারণে কিছুই জানতে পারেনি। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো.আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্র্বাহী অফিসার গনপতি রায় বলেন, সিসি ক্যামেরায় ফুটেজসহ সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। যারা এর সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন, এক সাথে সরকারি ৭ অফিসের চুরির ঘটনা একটি স্পর্শকাতর বিষয়। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ওই রাতে নৈশপ্রহরী হিসেবে যে ৭জন দায়িত্বে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত  থানায় সম্মিলিতভাবে একটি সাধারণ ডায়েরী দাখিলের প্রস্তুতি চলছিল।

নওগাঁ সাপাহারের জবই বিলে অতিথি পাখির কলতানে মুখরিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার ঐতিহ্যবাহী জবই বিল এখন পরিযায়ী (অতিথি) পাখির কলতানে মুখরিত। ২০২০ সালের শুরু থেকে সুদুর রশিয়া, সাইবেরিয়া সহ বিশ্বের শীত প্রধান দেশ হতে শত শত পাখি বিলে এসে পাখি সৌন্দেয্যের বিকাশ ঘটাচ্ছে। সরেজমিনে বিল এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে, বিদেশ হতে আগত পিয়াং হাঁস, পাতি সরালি, লেঙজা হাঁস, বালি হাঁস, পাতি কূট সহ দেশী জাতের শামুকখোল, পানকৌড়ী, ছন্নি হাঁস বিল এলাকা মুখরিত করে তুলছে। অতিতে এক শ্রেণীর পাষন ব্যক্তি অবাধে বিল হতে এসব অতিথি পাখি শিকার করে হাটবাজারে বিক্রি করত। এমনকি গত বছরও এলাকার কতিপয় ব্যক্তি এ বিল হতে বেশ কিছু পাতি সরালি হাঁস ফাঁদ পেতে ধরে বিক্রিয় করার সময় জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যগন তাদের হাতে নাতে ধরে ফেলেন। পরে ওই পাখি শিকারীদের উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নিকট নিয়ে এলে তিনি ভ্রাম্যমান আদালতে তাদের শাস্তি প্রদান করেন। এর পর হতে উপজেলা নির্বাহী অফিসারের কঠোরতা ও জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জোরালো নজর দারিতে বিল এলাকায় যে কোন ধরনের পাখি শিকার বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমানে দেশ বিদেশ হতে হরেক রকম পাখির আগমনে পুরো বিল এলাকা এখন পাখির কলতানে মুখরিত হয়ে উঠছে। বিলে অতিতের মত কচুরি পানা না থাকায় ও এলাকার মানুষ হিংস্র সভাবের হওয়ায় ধিরে ধিরে এক সময় বিলে পাখি আসাই বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কয়েক বছর ধরে ওই এলাকার কিছু উৎযোগী যুবক জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন তৈরী করে বিলে অতিথি পাখি সহ সব ধরনের পাখি শিকার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া বিলে কোন কচুরিপানা না থাকলেও সরকারী ও বে-সরকারী ভাবে মৎস্যজীবিগন খরা মৌসুমে বিলের পানি শুকিয়ে গেলে মা মাছগুলি রক্ষায় বিলের মধ্যে বেশ কিছু এলাকায় বাঁশ কাঠ ও কিছু কচুরিপানা দিয়ে কাঠা নামের একটি করে মাছের অভয়াশ্রম গড়ে তোলে, খরা মৌসুমে মা মাছগুলি যাতে ওই স্থানে লুকিয়ে থাকতে পারে। বর্তমানে জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের প্রচেষ্টাও মৎসজীবিদের তৈরীকৃত কচুরিপানার কাঠা থাকায় অতিতের মত আবারো ধিরে ধিরে শীত মৌসুমে দেশি- বিদেশী পাখিরা অবাধে বিলে আসতে শুরু করেছে। ভবিষ্যতে বিলের বিশাল অংশে কচুরিপানা দিয়ে মাছ সহ পাখিদের বড় ধরণের অভয়াশ্রম এবং বিলের বিভিন্ন দ্বিপগুলিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বনাঞ্চল তৈরী করলে সারা বছর বিল এলাকায় পাখিদের আনাগোনায় জবই বিল আবারো ফিরে পেত তার ঐতিহ্য ও নাব্যতা বলে জীববৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান জানিয়েছেন।  ইতোমধ্যে অনেক পাখি প্রেমিক ব্যক্তিরা পাখির সৌন্দয্য দেখতে বিল এলাকায় এসে বিড় জমাচ্ছে, বিল পাড়ে পর্যাটকদের জন্য ঘোরা ফেরা ও বসার পর্যাপ্ত ব্যাস্থা নেয়া হলে ভবিষ্যতে সাপাহারের জবই বিলটি অত্রালেকার একটি পর্যটক কেন্দ্রে রুপ নিতে পারে বলেও বিলে আগত অসংখ্য পর্যাটক বৃন্দ জানিয়েছেন। তবে নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি সাপাহার উপজেলার জবই বিলটিকে একটি ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ হাতে নিয়েছেন বলে উপজেলা প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে।#

মানবতায় নওগাঁর উদ্দ্যগে শীতবস্ত্র বিতরন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অসহায়, দু:স্থ ও শীতার্থ মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।  মঙ্গলবার বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠে মানবতায় নওগাঁ নামে একটি সংগঠন এসব এ শীতবস্ত্র (কম্বল) বিতরন করে। এসময় সংগঠনের আহবায়ক কাজী আরাফাত রহমান, সদস্য সচিব উম্মে মোস্তফি মেঘা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা পলি, সদস্য শামীমা হোসাইনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের মত এবারও প্রায় শতাধিত অসহায়, দু:স্থ শীতার্ত মানুষকে একটি করে গরম কাপড় (কম্বল) বিতরন করা হয়। উত্তরাঞ্চলে তীব্র শীতে দরিদ্র ও নি¤œ আয়ের মানুষ অসহায় হয়ে পড়ছে, তাই শীতবস্ত্র বিতরনে বিত্তবানদের প্রতি আহবান জানান উপস্থিত সকলে।

নওগাঁয় অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২শ’ পিস ইয়াবাসহ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫) নামে এক অস্ত্র ও মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে ।

আটককৃত সাজ্জাদ চৌধুরী রিপন আত্রাই উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে। 

র‌্যাব-৫ সূত্রে জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিম ও ১টি মোটরসাইকেল জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত বিদেশী রিভলবার ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামীকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আত্রাই থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে ২টি পৃথক মামলা দায়ের করেছেন।  মঙ্গলবার আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

৩০ বছর ধরে নার্সারির আয়ে চলে সংসার

প্রতিনিধি নওগাঁ: পাঁচ শতাংশ জমিতে নার্সারি করে সফল হয়েছেন নিমাই চন্দ্র মহন্ত। সামান্য এ জমিতে তিনি রোপণ করেছেন বিভিন্ন ফুল ও ওষুধি গাছ। এসব গাছ তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন।

জানা যায়, জেলার মান্দা উপজেলা সদরের কামারকুড়ি গ্রামের বাসিন্দা নিমাই চন্দ্র মহন্ত। এইচএসসি পাসের পর অর্থাভাবে আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। এরপর একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ৪ বছর চাকরি করেছেন। এরপর গ্রামে ফিরে এসে বিয়ে করে ঘর-সংসার শুরু করেন। সংসার জীবনে এক মেয়ে। মেয়ে তুলি রানী এবার এইচএসসি পাস করে রাজশাহীতে কোচিং করছেন।
৩০ বছর ধরে নার্সারির আয়ে চলে সংসার

প্রথমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির এক কোণায় ১৯৮৩ সালে একটি হাস্নাহেনা গাছ লাগান। গাছে ফুল আসার পর থেকে বেশ সুগন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর তিনি বাড়ি লাগোয়া ৫ শতাংশ জমিতে বিভিন্ন ফুলের নার্সারি করার সিদ্ধান্ত নেন। নার্সারিতে ক্যাকটাস, অর্কিড, অ্যাডিনিয়াম, গোলাপ, অ্যালোভেরাসহ বিভিন্ন ফুল ও ওষুধি গাছ লাগান। নার্সারির নাম দেন ‘বটতলা নার্সারি’।

প্রতিষ্ঠানের নাম সাধারণত নিজের, বাবা, মা, স্ত্রী বা সন্তানের নামে হয়ে থাকে। কিন্তু এ নার্সারির নাম একটু ব্যতিক্রম। উপজেলার আত্রাই নদীর তীর সংলগ্ন কামারকুড়ি গ্রাম। নদীর তীরে বড় এক বটগাছ। এ বটগাছের নামে নার্সারির নাম রাখা হয়। নার্সারিতে থরে থরে সাজানো আছে বিভিন্ন ফুলের গাছ। অর্কিডের চারা প্লাস্টিকের ঝুড়িতে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ক্যাকটাসের চারা বাড়ির দেয়ালে তাক তৈরি করে এবং দ্বিতীয় তলায় ছোট ছোট টবে সাজিয়ে রাখা হয়েছে। নিচের জমিতে আছে গোলাপ ও অ্যালোভেরাসহ অন্যান্য গাছ। সামান্য এ জায়গাজুড়ে প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নার্সারির মালিক নিমাই চন্দ্র মহন্ত বলেন, ‘আমি ১৯৮৩ সাল থেকে নার্সারি ব্যবসার সাথে জড়িত। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য এ জমিতে নার্সারিটি করেছি। বিভিন্ন বই পড়ে এবং কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছি। এছাড়া কৃষি অফিস থেকেও প্রয়োজনমতো পরামর্শ নিয়ে থাকি। এসব ফুল ও ওষুধি গাছ বড় হতে একটু সময় লাগে।’

তিনি আরও বলেন, ‘জীবিকার তাগিদেই নার্সারিকে পেশা হিসেবে বেছে নিয়েছি। ফুল ও ওষুধি গাছের চারাগুলো ঢাকা, বগুড়া ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকি। ঢাকার ব্যবসায়ীরা অনেক সময় বাগানে এসেও কিনে নিয়ে যান। এছাড়া বিভিন্ন মেলায় ফুলের গাছ নিয়ে অংশ নেই। এখান থেকে যা আয় হয়, তা দিয়ে সংসারের খরচের পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করা হয়।’

নওগাঁর পোরশায় টলি দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিয়ন্ত্রন হারিয়ে ইঞ্জিন চালিত টলি দূর্ঘটনায় জুয়েল(২৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান (৪০) নামে অপর এক ব্যাক্তি আহত হয়েছেন।

নিহত জুয়েল উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।

জানা গেছে, হতাহতরা সোমবার সরাইগাছি থেকে ইঞ্জিন চালিত টলি যোগে নিতপুরে যাওয়ার সময় বেলা ১২টায় ছাতনতলী নামক স্থানে এসে দূর্ঘটনার স্বীকার হয়। জুয়েল দূর্ঘ্যটনা স্থলেই মারা যায় এবং মজিবরকে তাৎক্ষনিক উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান। তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget