আলোকিত বন্ধু ফোরাম নওগাঁর আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধি: সামাজিক উন্নয়ন ও সেবা মূলক সংগঠন “আলোকিত বন্ধু ফোরাম” নওগাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের আয়োজন হোটেলে সংগঠনটির সভাপতি রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, কার্যনির্বাহী কমিটি ঘোষণাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান রাশেদ জামান, মহাসচিব মহিদুর রহমান ও আব্দুস সবুর।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সকল সদস্যদের পরিবারের নিহত আত্মার রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠান আহ্বায়ক খন্দকার মো: ইমরুল এর উপস্থিতিতে পাঁচ জনকে উপদেষ্টা ঘোষনা করে, রাশেদ জামানকে চেয়ারম্যান ও মহিদুর রহমান মিলনকে মহাসচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়। নব ঘোষিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ ও শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা আজগর হোসেন শান্তু।
সাঈফ মুনতাকিরের অনুষ্ঠান সঞ্চালনায় আলোচনা সভা শেষে সংগঠনের সকল সদস্যদের শিশুদের নিয়ে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতা ও বিজয়ী ২১জনের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন।