বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ক্ষণগনন উপলক্ষে নওগাঁয় শতাধিক মোটরযান নিয়ে শোভাযাত্রা
নওগাঁয় মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু উপলক্ষে বর্নাঢ়্য অনুষ্ঠানমালার আয়োজন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে স্থাপিত বিশাল সুসজ্জিত প্যান্ডেলে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বড় পর্দায় ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ত্তৃক মুজিববর্ষের ক্ষণ গননা অনুষ্ঠনটি সরাসরি প্রদর্শন করা হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনÑঅল-রশীদসহ জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।
পরে এই মঞ্চে ঢাকা এবং নওগাঁ’র স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকাল ৮টায় মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু উপলক্ষ্যে দিনব্যপী গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে একটি বর্নাঢ়্য মোটর শোভাযাত্রা বের করা হয়। নওগাঁ শহরের মুক্তিরমোড় থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে বদলগাছি উপজেলা সদর, মহাদেবপুর উপজেলার মাতাজিহাট, পতœীতলা উপজেলা সদর, সাপাহার উপজেলা সদর, নিয়ামতপুর উপজেলা সদর, মান্দা উপজেলা সদর স্পর্শ করে পুনরায় নওগাঁ শহরে এসে শেষ হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এই শোভাযাত্রার উদ্বোধন করে এতে নেতৃতৃ¦ দেন।
শতাধিক গাড়ির সমন্বয়ে অনুষ্ঠিত শেভাযাত্রায় গাড়িসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এই বহরে সুসজ্জিত ট্রাকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানসহ দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়। এ ছাড়াও সদর উপজেলা ব্যতীত নওগাঁ জেলার অন্য ১০টি উপজেলায় দর্শনীয় স্থানসমূহে অনুরুপ পৃথক পৃথক ক্ষণ গননার মেশিন স্থাপন করা হয়েছে।