Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর মহাদেবপুরে দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার

তন্ময় ভৌমকি: নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে দুলাল হোসেন মন্ডল (৪৫) নামে এক দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। দুলাল হোসেন সদর উপজেলা এলাকার একটি ভাংরির দোকানের কর্মচারি হিসেবে ছিলেন।
দুলাল হোসেন উপজেলার উত্তরগ্রাম দোকানদার পাড়া এলাকার মৃত তাছের আলী মন্ডলের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুলাল হোসেন সদর উপজেলা এলাকার একটি ভাংরির দোকানের কর্মচারি হিসেবে ছিলেন। সোমবার সকালে দোকানে চলে আসেন দুলাল। রাতে তিনি আর বাড়ি ফিরেন যান নি। পরিবারের লোকজন অনেক খোঁজা খোজি করে পায়ননি। মঙ্গলবার  সকালে মহাদেবপুর-মাজাতী সড়কের মন্ডপতলী এলাকায় পাকা রাস্তার পাশে দুলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে তার অনুসন্ধান চলছে।

নওগাঁর রাণীনগরে মাটি কাটার মহোৎসব ৩ ফসলী কৃষি জমি পরিনত হচ্ছে পুকুরে

রিফাত হোসাইন সবুজ: নওগাঁর রাণীনগরে দিনের পর দিন ৩ ফসলী কৃষি জমিগুলো পরিণত হচ্ছে পুকুরে। এতে করে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এক শ্রেণীর পুকুর ব্যবসায়ীরা কৃষকদের জমিতে ফসল চাষের বদলে বড় পুকুরের মালিক করে দেওয়ার লোভনী অফার দিয়ে দীর্ঘ সময়ের লিজ প্রক্রিয়ায় চালু করেছে কৃষি জমিতে পুকুর তৈরির পায়তারা। উপজেলার মিরাট ইউনিয়নের অধিকাংশ কৃষি জমিতে মেশিন দিয়ে ৮ফুট গভীর করে জমির চার দিকে বাঁধ দিয়ে পুকুর খননের মহোৎসব চলছে।

রাত-দিন বিরতিহীন ভাবে পুকুর খনন করে সেই মাটি আবার রাণীনগর, আত্রাই উপজেলা এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারের বিভিন্ন ইট ভাটাতে মাটি সরবারহ করা হচ্ছে। কৃষকরা না বুঝে একদিকে হারাচ্ছে তাদের ফসলী জমি অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন এক শ্রেণীর প্রভাবশালী পুকুর ব্যবসায়ী মহল। রাজশাহী, নাটোর, পাবনা এমনকি রাজধানী ঢাকা শহর থেকে এসে স্থানীয় কতিপয় ব্যক্তিদের সহযোগিতায় কৃষি জমিতে পুকুর খননের এই উৎসব চলছে। ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি সরকারের ১নং খতিয়ানভূক্ত জমিও এই পুকুর দস্যুদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতা আর অবহেলার কারণে এই পুকুর খননের প্রবণতা দিন দিন আরো দ্বিগুন হচ্ছে।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে নদী-নালা খাল-বিল বাদে প্রায় সাড়ে ২১হাজার হেক্টর ফসলী জমি রয়েছে। শ্রেণী ভেদে প্রায় সকল জমিতেই সারা বছর কোন না কোন ধরণের ফসল হয়। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ১২ হাজার টাকার বিনিময়ে ৫থেকে ১০ বছর মেয়াদের চুক্তিনামা করে ফসলী জমিতে পুকুর তৈরি করা হচ্ছে। জমির সেই মাটি প্রতি গাড়ি (ট্রাক্টর) সাতশত টাকায় বিভিন্ন ইট ভাটায় বিক্রয় করছে পুকুর ব্যবসায়ীরা। ভূমি আইনের নিয়ম-নীতি উপেক্ষা করে আবাদী কৃষি জমিতে অবাদে পুকুর খনন করায় দিনদিন কমে যাচ্ছে ফসলী জমি অন্য দিকে পাশের জমির কৃষকরা বিভিন্ন সমস্যার কারণে ধান রোপনে বাধগ্রস্ত হচ্ছেন। ফলে বাধ্য হয়েই কেউ চলে যাচ্ছেন পুকুর দস্যুদের কাছে আবার কেউ জমি চাষ না করে ফেলে রাখছেন। চলতি মৌসুমে প্রায় ৬শত হেক্টর জমিতে বোরো চাষ কম হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পুকুর খননের প্রবনতা লক্ষ্য করা গেলেও বিশেষ করে মিরাট ইউপি’র আয়াপুর ও আতাইকুলা মৌজার ১নম্বর ও ২ নম্বর সুইচ গেট নামক স্থানে পুকুর খননের প্রবনতা বেশি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই শুধুমাত্র মিরাট ইউনিয়নেই প্রায় ৫০টিরও বেশি পুকুর খনন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কৃষি জমিতে স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার আশংকায় মিরাট ইউনিয়নের আতাইকুলা মৌজার বেশকিছু জমিতে চলতি মৌসুমে বোরো ধান না হওয়ার আশংকা রয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি পুকুর খনন থেকে বিরত থাকার জন্য। এছাড়াও কৃষকদের সচেতনতা বৃদ্ধি করাসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি সম্প্রতি জেনেছি। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোলইেমানরি জানাজায় কান্নায় ভঙেে পড়লনে খামনেি

ইরানরে রাজধানী তহেরানে সোমবার দশেটরি বপ্লিবী র্গাড বাহনিীর অভজিাত শাখা কুদস র্ফোসরে প্রধান কাসমে সোলইেমানরি জানাজা অনুষ্ঠতি হয়ছে।ে দশেটরি র্শীষ এই জনোরলেরে প্রতি শষে শ্রদ্ধা জানাতে তহেরানে সে সময় লাখো মানুষরে ঢল নাম।ে সোলইেমানরি মরদহেরে প্রতি র্সবোচ্চ রাষ্ট্রীয় শ্রদ্ধা নবিদেনরে পর তার জানাজা অনুষ্ঠতি হয়।

গত শুক্রবার ইরাকরে রাজধানী বাগদাদরে আর্ন্তজাতকি বমিানবন্দরে র্মাকনি ড্রোন হামলায় নহিত হন সোলইেমান।ির্মাকনি প্রসেডিন্টে ডোনাল্ড ট্রাম্পরে নর্দিশেইে তাকে হত্যা করা হয়ছে।ে

সোমবার সকালে জনোরলে সোলইেমানরি মরদহে ইনকলিাব চত্বরে পৌঁছানোর পর লাখো মানুষরে অংশগ্রহণে তহেরান যনে জনসমুদ্রে পরণিত হয়ছেলি। সখোন থকেে তার মরদহে তহেরান বশ্বিবদ্যিালয়ে নয়ো হলে দশেটরি র্সবোচ্চ র্ধমীয় নতো আয়াতুল্লাহ আলী খামনেি নহিত এই জনোরলেরে জানাজা নামাজরে নতেৃত্ব দনে। সে সময় তনিি কান্নায় ভঙেে পড়নে। জনোরলে সোলইেমানরি সঙ্গে বপ্লিবী র্গাডরে আরও পাঁচ সদস্যরেও জানাজা অনুষ্ঠতি হয়ছে।ে

ওই জানাজায় উপস্থতি ছলিনে সোলইেমানরি ময়েে জয়নব সোলইেমান।ি তনিি বলনে, তার বাবার এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র এবং ইসরায়লেরে জন্য কালো অধ্যায়রে সূচনা হব।ে তনিি বলনে, উন্মাদ ট্রাম্প আমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গইে সব কছিু শষে হয়ে গছেে এমনটা ভাববনে না।

সোলইেমানরি জানাজায় তার ছলে,ে সোলইেমানরি পরর্বিতে কুদস বাহনিীর কমান্ডার হসিবেে দায়ত্বি নয়ো ইসমাইল কান,ি প্রসেডিন্টে হাসান রুহান,ি র্পালামন্টেরে স্পকিার আলি লারজিানি এবং বপ্লিবী র্গাডরে র্শীষ কমান্ডার মজের জনোরলে হোসইেন সালামি উপস্থতি ছলিনে। ইরানি এই জনোরলেকে হত্যার ঘটনাকে কন্দ্রে করে ইরানে প্রতশিোধরে আগুন জ্বলছ।ে দশেটরি এই ক্ষমতাধর কমান্ডাররে মৃত্যুর কঠোর প্রতশিোধরে প্রতশ্রিুতি দয়িছেে ইরান।

নওগাঁয় মাদকবিরোধী লিফলেট বিতরণ

অন্তর আহম্মেদ:  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৫ম দিনে নওগাঁয় মাদকবিরোধী লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁ এ কর্মসূচি বাস্তবায়ন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতা মূলক বক্তব্য ও লিফলেট বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  মো.কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, উপ-পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, নওগাঁ জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি অন্তর আহম্মেদ প্রমুখ। এ সময় প্রায় তিন শতাধিক যানবাহন ও সাধারন পথচারীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। 

নওগাঁর মান্দায় ইউপি ভবনে শতাধিক মৌচাক

নিজস্ব ডেস্ক: ‘মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই...’ কবিতাটি এখন বইয়ের পাতায় সীমাবদ্ধ। গত কয়েক বছর আগেও যেখানে মৌসুমে চারদিকে মৌমাছির ভোঁ ভোঁ শব্দ শোনা যেত, সময়ের বিবর্তনে প্রকৃতিতে গাছপালা কমে যাওয়ায় মৌমাছিরা আর বাসা বাঁধতে পারে না।

গাছপালা কমে যাওয়ায় মৌমাছিরা মধু মৌসুমে উঁচু কোনো ভবনের কার্নিশে বাসা বাঁধছে। আবার মৌ চাষিরা মৌ বাক্সের মাধ্যমে কৃত্রিমভাবে মধু সংগ্রহ করছে। তবে মৌমাছি প্রকৃতিতে মৌচাক বাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তেমনি জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের ভবনের কার্নিশে এ বছর প্রায় শতাধিক মৌচাক করেছে মৌমাছি।

গত তিন বছর ধরে শীতকালে ইউনিয়ন পরিষদের ভবনের চারপাশের কার্নিশে প্রাকৃতিকভাবে শীত মৌসুমে মৌমাছি মৌচাক বানিয়ে আসছেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। মৌচাক থেকে মধু সংগ্রহ করে তিনি তা বিক্রি করে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজে এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বলে জানা গেছে।

শীতকাল সরিষা চাষের মৌসুম। অক্টোবর-নভেম্বরে সরিষা জমিতে বপন করা হয়। প্রায় একমাস সময়ের মধ্যে গাছে ফুল আসা শুরু হয়। সরিষা ফুল থেকে সহজেই মৌমাছি মধু সংগ্রহ করতে পারে। গাছে প্রায় তিন মাস ফুল থাকে। গাছে ফুল থাকা পর্যন্ত মৌমাছি মধু আহরণ করে থাকে। ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে ফসলের ক্ষেত। প্রায় দুই কিলোমিটার বিস্তর্ণ এলাকাজুড়ে রয়েছে সরিষার সমারোহ। এসব ক্ষেতে চাষিরা এ মৌসুমে সরিষার চাষ করে থাকেন।

আশপাশে কোনো গাছের বাগান বা বড় গাছ না থাকায় ইউনিয়ন পরিষদের ভবনের কার্নিশে নিরাপদে মৌমাছিরা মৌচাক বেঁধেছে। এ পরিষদ ভবনের চারপাশের কার্নিশে প্রায় শতাধিক মৌচাক লাগিয়েছে। হঠাৎ করে কেউ দেখলে মনে করতে পারেন, এটা ইউনিয়ন পরিষদ না, যেন মৌমাছির বাড়ি। এসব মৌমাছি সব সময় উড়ে বেড়ালেও এখন পর্যন্ত কাউকে হুল ফোটায়নি। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বা সেবা প্রত্যাশীদের আগ্রহ সহকারে মৌচাকগুলো দেখছেন।


স্থানীয় হারুন-অর-রশীদ, হাসান আলী ও আলম বলেন, গত কয়েক বছর থেকে মৌমাছি নিজ থেকে এসে ভবনের কার্নিশে মৌচাক বাঁধে। আবার সরিষার আবাদ শেষ হয়ে গেলে তারা চলে যায়। এবার ইউপি চেয়ারম্যানের উদ্যোগ নিয়ে মৌচাক থেকে আহরিত মধু বিক্রি করে বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, গত ৩ বছর ধরে অগ্রহায়ণ মাসে মৌমাছির দল ইউনিয়ন পরিষদের ভবনের কার্নিশে বাসা বাঁধে। আর আষাঢ় মাসের দিকে চলে যায়। এটা আল্লাহর অশেষ নিয়ামত। আগে কখনও মৌচাক বাসা বেঁধেছে কি-না তা আমার জানা নেই। সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্সের মাধ্যমে ভ্রাম্যমাণ মৌচাষিরা কৃত্রিমভাবে যে মধু সংগ্রহ করছেন, তার থেকে এ মধুর চাহিদা রয়েছে ব্যাপক। প্রতি কেজি মধু ৩০০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার টাকার মতো মধু বিক্রি করা হয়েছে। মধু বিক্রির টাকা থেকে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ এবং শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

নওগাঁয় সুবিধা বঞ্চিত মানুষের পাশে সিরাজী ফাউন্ডেশন

আব্দুর রউফ রিপন: নওগাঁয় সুবিধা বঞ্চিত মানুষের ব্যতিক্রমী সংগঠন সিরাজী ফাউন্ডেশন। সমাজের পিছিয়ে পড়া, ছিন্নমূল, অসহায়, গরীব, খেটে খাওয়া, অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠিকে কর্মসংস্থানের মাধ্যমে সমাজে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে এই সিরাজী ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সদর উপজেলার মুরাদপুর গ্রামে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এসময় শীতবস্ত্র বিতরন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁর বেলকোন গ্রুপের জিএম ওয়াহেদ হোসেন আলাল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশনের পথচলা। আমরা মহিলাদের যোগ্যতা অনুসারে কারিগরি কাজের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপকরন ও মূলধন প্রদান করি। এই উপকরন দিয়ে তারা যে সব পন্য তৈরি করে সেগুলো ফাউন্ডেশন সংগ্রহ করে তা বাজারজাত করে তার অর্থ সেই সব মহিলাদের হাতে তুলে দেয়। বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে মেয়েদের মাঝে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক সেমিনার ও কমসূচির আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। এছাড়াও ভিক্ষুকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও মূলধনের ব্যবস্থা করে তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত করে আসছে এই ফাউন্ডেশনটি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করেছে এই প্রতিষ্ঠানটি। আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget