উত্তর পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় উত্তর পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম,জি। প্রতিযোগিতায় ৮টি ওজন শ্রেনীতে ১৫টি ব্যাটালিয়নের সর্বমোট ১৬০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি চ্যাম্পিয়ন এবং ২৯ বিজিবি ব্যাটালিয়ন ফুলবাড়ী রানার আপ হয়। শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির সিপাহী মো. নুরুল আমিন ও শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সিগন্যালম্যান শ্রী অলোক কুমার নির্বাচিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল নাদিম পিএসসি,জি ও ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি, অন্যান্য অফিসার্স, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক ও অসামরিক সদস্যগণ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।