প্রতিবন্ধি রুবেলকে পরিবারের নিকট হস্তান্তর করলেন নওগাঁ জেলা পুলিশ
আতাউর শাহ্, নওগাঁ : ছেলেটির কে শনাক্ত করতে পারছিল না কেউ বরং ছেলেধরা' ভবঘুরে মনে করে দু এক ঘা বসিয়ে দেবার চেষ্টা করেছিল কোন কোন অতিউৎসাহী মহল। ঘটনাটি ঘটেছিল ২৪ ডডিসেম্বর রাত সারে ১০ টার সময় সাপাহার উপজেলার সরলি গ্রামে। গ্রামের লোকজন ছেলেটিকে দেখতে পায় এবং সন্দেহ করে সে হয়তো কোন অপরাধী সন্দদেহের পিছনে কারণ হলো তাকে কোন প্রশ্ন করলে সে কোন উত্তর দেয় না। পরবর্তীতে গ্রামের লোকজন সাপাহার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে থানাায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় বুঝতে পারে সে একজন মানসিক প্রতিবন্ধী বয়স ২৪বছর হবে নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা প্রতিবন্ধী ও মনে হয় ইচ্ছেমত কাজ করে মন চাইলে যেখানে খুশি সেখানে যায়। এমন লোককে থানায় রাখা সমস্যা সে তো কোন অপরাধীয় নয় তাকেত লকাপেও রাখা যাবেনা।
মানবিক দিক বিবেচনা করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) কে বিষয়টি অবগত করেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ছেলেটির নাম ঠিকানা খুঁজে বের করার জন্য নির্দেশ প্রদান করেন অফিসার ইনচার্জ সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেলকে র্নিদেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে ছেলেটির পরিচয় জানার চেষ্টা করেন তার দেখাশোনার দায়িত্ব দেন থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল তৌহিদকে। তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার আচরণ দেখে তৌহিদ বুঝতে পারে ছেলেটির বাড়ি উত্তরবঙ্গের কোথাও হবে সেই সূত্র ধরে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় মিসিং জিডি পর্যালোচনা শুরু করে সাপাহার থানা। পরবর্তীতে জানা যায় ছেলেটির বাড়ি নীলফামারী জেলায় টিম নওগাঁর উদ্যোগে ছেলেটির বাড়ি ঠিকানা জোগাড় করে বাবাকে জানানো হলে কান্নায় ভেঙে পড়েন তারা ছুটে আসেন নওগাঁয় তাদের সন্তানকে ফিরেপেতে। সমবার রাত সারে ৯ টার সময় নওগাঁ জেলা পুলিশ সুপারে কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) ৬ দিন পর রুবেলকে তার বাবা-মার জিম্মায় দেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস প্রদান করেন।#