Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


সাপাহারে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

সাপাহার: “মুজিব বর্ষে শপথ করি, সাক্ষরতা অর্জন করি, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বাংলাদেশ সরকারের মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর ২য় ফেইস-এ শিক্ষক, শিক্ষিকা ও সুপার ভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, টিএমএসএসের উপজেলা ম্যানেজার মনছুর আলী।
প্রশিক্ষণ কর্মশালায় ৫ দিনে উপজেলার মোট ২০ ব্যাচে ৬০০ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১৫ জন সুপার ভাইজার প্রশিক্ষন গ্রহণ করবেন।

নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে বিজয়ের কবিতা পাঠ

নিজস্ব ডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ বির্সজনকারী বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের মাসকে স্মরণীয় করতে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন গ্রন্থাগার মিলনায়তনে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ এর আহবায়ক তরুন প্রাবন্ধিক, কলামিষ্ট ও কথা সাহিত্যিক আশরাফুল নয়ন এর সভাপতিত্বে  স্বরচিত কবিতা পাঠ সহ বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাসেম, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নাটোর এর সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক প্রত্যয় হামীদ, রাজশাহীর বিশিষ্ট মানবাধীকার কর্মী, কবি ও আবৃত্তি শিল্পী আমিনা আনসারী, দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, কবি অরন্য বাবু, সাহিত্যের ছোট কাগজ পালকি সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহবায়ক কবি অরিন্দম মাহমুদ, কবি কাজী কুদ্দুস।
এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি ও গীতিকার আবুল কালাম আজাদ, কবি রফিক বকুল, আবু তালেব, আনিছুর রহমান, শুকলি হাবিব, বরেন্দ্র রেডিওর সহকারী প্রোগ্রাম প্রডিউসার সুস্মিতা সাহা, আসলাম হোসেন, সাদিয়া আফরিন বর্ষা, কনক সাহা, সোহাগ হোসেন, রাকিব আল হাসান, পূর্নিমা আখতার প্রমুখ।
কবিতা পাঠ শেষে শূন্য দশকের অন্যতম কবি সুমন সৈকত এর ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে স্মৃতিচারন করেন  সংগঠনের যুগ্ম সদস্য সচীব কবি এস এইচ নীর। পরে মুড়ি, মুরকি, বাতাসা দিয়ে “জলপান” এর মাধ্যমে অনুষ্ঠানের শেষ করা হয়।

নওগাঁর আত্রাইয়ে শীতার্তদের পাশে ইউএনও ছানাউল ইসলাম

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম। আত্রাইয়ে শৈত প্রবাহের শুরু থেকে আজ পর্যন্ত তাপমাত্রা ৭-১১ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

লাগাতার প্রবাহিত এই মৃদু শৈতপ্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তবে দু’দিন যাবত তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা নতুন মাত্রা যোগ করেছে। হিমেল হাওয়া আর এই শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। গরম কাপড়ের অভাবে শীত নিবারন করা তাদের কাছে খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সরকারি ভাবে যে শীতবস্ত্রগুলো বিতরন করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। এই সব ছিন্নমূল, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের যেন এই তীব্র শীত স্পর্শ না করে সেই লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম প্রতিনিয়ত শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন। তিনি তার কর্যালয়ের পাশেই তৈরি করেছেন ‘মানবতার সেবা কর্ণার’ এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠানে, ভবঘুরে, ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহব্বান জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শৈতপ্রবাহের কারণে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ বাড়বে। তিনি আরো বলেন, জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। শীতার্ত মানুষের জস্য আমার দুয়ার সব সময় খোলা আছে।

নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা
Add caption

সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রী ফোরাম উম্মে কুলসুম মেমোরিয়াল একাডেমী ও ইথেন এন্টারপ্রাইজ এই প্রতিযোগিতার আয়োজন করে। সুস্থ্য থাকার জন্য হাঁটা বা দৌঁড় খুবই প্রয়োজন এই গুরুত্বটিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী ইকবাল শাহরিয়ার রাসেলসহ অন্যান্যরা। দৌঁড় প্রতিযেগিতা শহরের এটিম মাঠ থেকে শুরু হয়ে সান্তাহার, শহর বাইপাস কাজীর মোড় হয়ে আবার এটিম মাঠে এসে শেষ হয়। দৌঁড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের পুরুষ ও নারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের আগামী ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে।

ধামইরহাটে গৃহবধু কে ধর্ষণ,ধর্ষক আটক

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে এক গৃহবধু কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি প্রদান করে ওই ধর্ষক। অবশেষে বুধবার রাতে থানায় নির্যাতনের শিকার তানজিলা খানম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক শরিফুল ইসলাম কে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
ধামইরহাট থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত তালান্দার গ্রামের নাজমুল করিম তার স্ত্রী তানজিলা খানম (২২) ও একমাত্র সন্তান কে রেখে জীবিকার তাগিদে ঢাকায় কামলার কাজ করতে যায়। এ সুযোগে একই গ্রামের মৃত নমির উদ্দিন তেলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) প্রায় সময় তানজিলা কে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিতো। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ৮ ডিসেম্বর তারিখ দুপুরে তানজিলাকে একটি অক্টো রিক্সা যোগে আত্রাই নদীর পার্শে রসপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় শরিফুল। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার তানজিলা এতোদিন কাউকে কিছু বলতে পারেনি। অবশেষে সকল ভীতি উপেক্ষা করে তানজিলা ধর্ষক শরিফুল ইসলামের শাস্তি চেয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার ধর্ষণের মামলা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার মামলার প্রেক্ষিতে পুলিশ ধর্ষক শরিফুল ইসলাম আটক করে কোর্ট হাজতে পাঠিয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দার সতিহাটে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় খগেন্দ্রনাথের সভাপতিত্বে সতিহাট বাজারে যাতায়াতের  প্রধান রাস্তায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, খগেন্দ্রনাথ মন্ডল, মহসীন আলী, মুরাদ হোসেন এবং রবিউল ইসলাম প্রমুখ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাজারের মাঝখানে ধান ও মাছের আড়ৎ এবং গরুর হাট হওয়ায় প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত ট্রাক্টর, ট্রাক, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে অনেককেই দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়াও দোকানের সামনে দিয়ে মাছের গাড়ি যাওয়ার কারনে রাস্তায় জলাবদ্ধতা লেগেই থাকে। এতে করে দোকানের ভিতর রাস্তার কাদাপানি ছিটকে পড়ে। ফলে চরম ভোগান্তি স্বীকার হতে হয়। এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই হাট। এ হাট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের কোন উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয় নি। বিশেষ করে সতিহাট বাজারে যাতায়াতের  প্রধান রাস্তাটি  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ইতিঃপূবে অনেক জনপ্রতিনিধি এই রাস্তা সংষ্কারের আশ^াস দিলেও এখন পর্যন্ত কোন কাজ হয় নি। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন সতিহাট বাজারের ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সাত্তার খান, আলহাজ¦ আব্দুল জব্বার, অরবিন্দু মন্ডল, সমির শাহ, ফিরোজ হোসেন, এনামুল হক, আকরাম, অজিত কুমার, অতুল, রাসেল, অখিল, হাফিজুর রহমান, বিপ্লব কুমার, দুলাল হোসেন, আব্দুস সাত্তার, ফজলুর রহমান ফিটু, আব্দল মান্নান মানিক, খোরশেদ আলম, সুশান্ত কুমার ও পবিত্র মন্ডল প্রমুখ। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget