Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মান্দার সতিহাটে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় খগেন্দ্রনাথের সভাপতিত্বে সতিহাট বাজারে যাতায়াতের  প্রধান রাস্তায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, খগেন্দ্রনাথ মন্ডল, মহসীন আলী, মুরাদ হোসেন এবং রবিউল ইসলাম প্রমুখ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাজারের মাঝখানে ধান ও মাছের আড়ৎ এবং গরুর হাট হওয়ায় প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত ট্রাক্টর, ট্রাক, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে অনেককেই দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়াও দোকানের সামনে দিয়ে মাছের গাড়ি যাওয়ার কারনে রাস্তায় জলাবদ্ধতা লেগেই থাকে। এতে করে দোকানের ভিতর রাস্তার কাদাপানি ছিটকে পড়ে। ফলে চরম ভোগান্তি স্বীকার হতে হয়। এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই হাট। এ হাট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের কোন উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয় নি। বিশেষ করে সতিহাট বাজারে যাতায়াতের  প্রধান রাস্তাটি  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ইতিঃপূবে অনেক জনপ্রতিনিধি এই রাস্তা সংষ্কারের আশ^াস দিলেও এখন পর্যন্ত কোন কাজ হয় নি। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন সতিহাট বাজারের ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সাত্তার খান, আলহাজ¦ আব্দুল জব্বার, অরবিন্দু মন্ডল, সমির শাহ, ফিরোজ হোসেন, এনামুল হক, আকরাম, অজিত কুমার, অতুল, রাসেল, অখিল, হাফিজুর রহমান, বিপ্লব কুমার, দুলাল হোসেন, আব্দুস সাত্তার, ফজলুর রহমান ফিটু, আব্দল মান্নান মানিক, খোরশেদ আলম, সুশান্ত কুমার ও পবিত্র মন্ডল প্রমুখ। 

নওগাঁয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসমূহের উদ্বোধন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহন করেছে

                                                                                                            -মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী
 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সঠিক ইতিহাস এবং সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ সংরক্ষন করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। আর ইতিহাস মুছে গেলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি লাভবান হবে। তারা জযী হবে। দেশের স্বাধীনতা ভুলুন্ঠিত হবে। তাই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বর্তমান সরকার সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি, বড় বড় যুদ্ধের স্থানসমূহ, গণহত্যা  এবং বধ্যভুমি সমূহে একই ডিজাইনে স্মৃতিসৌধ নির্মানের পরিকল্পনা গ্রহন করা করেছে।
মন্ত্রী বৃহষ্পতিবার দুপুর সোয়া ১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে জেলার ১১টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সমূহের উদ্বোধনী  এবং এ উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।
নওগাঁ’র জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্ধোধনী ও জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার এমপি, মো. ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল হাকিম এবং নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশীদ।
বর্তমান সরকার কর্ত্তৃক দেয়া মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দেয়া সর্বোচ্চ মর্যাদার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা আরও বৃদ্ধি করা, বিজয় দিবস ভাতা এবং উৎসব ভাতা প্রদানের পকিল্পনা হাতে নেয়া হয়েছে। তা অবিলম্বে বাস্তবায়িত হবে।
মন্ত্রী দেশের ব্যপক উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন আওয়ামীলীগ স্বাধীনতার এই ৪৮ বছরে মাত্র ১৯ বছর ক্ষমতায় রয়েছে। এই ১৯ বছরে দেশের শতকরা ৮০ ভাগ উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামাত জোট ও অন্যান্যরা ৩০ বছর এ দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা এই দীর্ঘ ৩০ বছরে মাত্র ২০ ভাগ উন্নয়ন সাধন করেছে।
তিনি আরও বলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মের মধ্যে সম্যক ধারনা দিতে আগামী বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরী করা হবে। এর মধ্যে ৫০ নম্বর নির্ধারিত থাকবে ১৯৭১ সালে সংঘটিত  ৯ মাসের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে।
মন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করেছিলেন। অবশেষে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার চুড়ান্ত আহবান জানিয়েছিলেন। তাঁর ডাকেই এ দেশের অকুতোভয় বাঙালীরা  অস্ত্র হাতে পাকিস্তানীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন।
এর আগে মন্ত্রী পর্দা টেনে নওগাঁ জেলার ১১টি উপজলোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সমূহের ফলক উন্মোচন করেন। এলজিইডি মোট ২৪ কোটি ১ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে জেলার ১১টি উপজেলায় ১১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করেছে।

নওগাঁয় ৫৪০ বোতল ফেন্সিডিল আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ

অন্তর আহম্মেদ, নওগাঁ : নওগাঁয় ৫৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সংবাদ সম্মেলন করে বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম তিনি বলেন ওসি একেএম সামসুদ্দিন সঙ্গী অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ  কাঠালতলী এলাকায় অভিযান চালিযে সকাল ১১টার সময় আটক করা হয়। আলুর বস্তার ভিতর তুলা পেচিয়ে অভিনব কায়দয় ৪০৪ বোতল ফেন্সিডিলসহ ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির নাম মো. শাহাদত হোসেন রুবেল (৩৮) পিতা মো. খলিলুর রহমান, নওগাঁ ভবানীপুর দক্ষিণপাড়া, একই গ্রামের আসামি আহসান হাবিব (৩৫) পিতা মো. ইয়াকুব আলী, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও বিশেষ অভিযানে মোট ১১৭৫ পিস ইয়াবা মূল্য ৩লাখ ৫২ হাজার টাকা হেরোইন ৪০ গ্রাম মূল্য ২ লক্ষ টাকা, গাঁজা ৫০০ গ্রাম মূল্য ৪০হাজার টাকা, ফেন্সিডিল মোট ৫৪০ বোতল মূল লক্ষ্য ৫লাখ ৪০হাজর টাকা, সাথে মাদক পরিবহন করা মোটরসাইকেল আটক করা হয় মোটরসাইকেলের মূল্য ২ লক্ষ টাকা।
 সর্বমোট ১৩ লক্ষ ৩০ হাজার টাকার মালামাল আটক করা হয়।

নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আহসান হাবিব বাবু (৪) ইসবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সে ওই ইউনিয়নের অন্তর্গত ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার উপপরিদর্শক অরুপ কুমার সঙ্গীয় ফোর্সসহ বাদাল চাঁনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আহসান হাবিব বাবু কে আটক করে। এদিকে গত মঙ্গলবার রাত ৮টার দিকে অপর এক অভিযানে ধামইরহাট ইউনিয়নের অন্তগর্ত জগৎনগর গ্রামের আব্বাস আলীর ছেলে ওবায়দুল ইসলাম (২৮) কে জগদল বিহার এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এব্যাপার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 

নওগাঁর পোরশায় বিএসএফ এর গুলিতে ১ জন বাংলাদেশী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ১ জন বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তি হলেন সাপাহার উপজেলার রোদ গ্রামের মৃত্যু সোয়েদ মন্ডলের ছেলে ইব্রাহীম (২৬)।
সূত্র জানায়, সে মঙ্গলবার দিবাগত রাতে ভারতে প্রবেশ করে। সে গরু আনা নেয়ার কাজ করতো। একইদিন ভোরে সে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। ফেরার সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর) নং পিলারের নিকট দিয়ে আসার সময় ভারতের জতজগনপুর ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা তার ডান পায়ে গুলি করে। এসময় গুরুতর আহত অবস্থায় সে কোনমতে বাংলাদেশের টেকঠা এলাকায় প্রবেশ করে।
১৬বিজিবি টহলরত সদস্যরা ইব্রাহীমকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ বিষয়ে পোরশা ১৬বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা 

নওগাঁয় মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে ৫টায় নওগাঁয় পুলিশ লাইন্স মাঠে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি’র সহধর্মীনি জীবুন নাহার। বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর সার্বিক সহযোগীতায় মেলার আয়োজন করেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম (বার)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মীনি তাহমিনা শারমিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, তিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও মেলার আয়োজকরা। মেলায় প্রায় ৫০টি বিভিন্ন স্টল অংশ নেয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা, মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা, মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা, মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা, মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget